ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটির (ডিইউবিএস) নতুন কমিটিতে সভাপতি হিসেবে মো. ইনজামাম উল ইবনে কবীর (সাকলাইন) এবং সাধারণ সম্পাদক হিসেবে রুদ্র প্রসাদ রায় নির্বাচিত হয়েছে।
গতকাল বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির মডারেটর ড. মাহবুবুর রহমান লিটু নতুন এই কমিটি ঘোষণা করেন। এ সময় সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি শিবলী হাসান জয়, সাধারণ সম্পাদক কামরুল হাসান এবং নতুন কমিটির সভাপতি মো. ইনজামাম উল ইবনে কবীর ও সাধারণ সম্পাদক হিসেবে রুদ্র প্রসাদ রায়সহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে মাহবুবুর রহমান লিটু বলেন, ‘আমরা আশা করি, নতুন এই কার্যকরী পরিষদ সবার সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়কে তাদের কর্মকাণ্ডের মাধ্যমে আরও বেশি সমৃদ্ধ করবে এবং তরুণদের সঙ্গে নিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে স্মার্ট ক্যাম্পাস বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
ইনজামাম উল ইবনে কবীর সাকলাইন বলেন, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমূহে ব্যান্ড সংগীতের যে চর্চা বিদ্যমান, তাকে প্রতিনিয়ত অগ্রসর করার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটিকে বাংলাদেশের ক্যাম্পাসভিত্তিক ব্যান্ড কমিউনিটিগুলোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে গড়ে তুলতে চাই।
এ ছাড়া কমিটিতে সহসভাপতি হিসেবে আছেন মো. ইফতেখারুল দিনার ও চেমন ফারিয়া ইসলাম মেঘলা, যুগ্ম-সাধারণ সম্পাদক সারিকা মাসতুরা, সাংগঠনিক সম্পাদক রিদোয়ান সালেহ চৌধুরী, দপ্তর সম্পাদক রিফাত হোসেন দিগন্ত, অর্থ সম্পাদক শিরিয়া শবনম রাহা, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফাহিমা নাসরিন, অনুষ্ঠান সম্পাদক সিয়াম মাহবুব, শৃঙ্খলা সম্পাদক মুর্তুজা হাহান খান, মানব সম্পদ সম্পাদক নুসরাত জাহান, আপ্যায়ন সম্পাদক সালমান শাহরিয়ার, প্রশিক্ষণ সম্পাদক জায়েদ হাসান এবং সদস্য পদে অনিদ হাসান, সামি আজমাইন, সোহানুর রহমান।
উল্লেখ্য, ক্যাম্পাসে ব্যান্ড সংগীতের চর্চা, প্রসার এবং সাম্প্রদায়িক বিষবাষ্পের উত্থানকে প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে রুখে দেওয়ার অঙ্গীকার নিয়ে ব্যান্ড অর্জনের দলনেতা লালন মাহমুদ এবং দুর্গ ব্যান্ডের দলনেতা আব্দুল্লাহ আল ফারাবির হাত ধরে ২০১৬ সালের ৪ নভেম্বর প্রতিষ্ঠিত হয় প্রথম ক্যাম্পাসভিত্তিক ব্যান্ড মিউজিক্যাল সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি। বাদ্যযন্ত্রের প্রশিক্ষণ কর্মশালা আয়োজন, ব্যান্ড সংগীতবিষয়ক সেমিনার আয়োজন, ভাষার মাসে ‘আমার ভাষার গান’ আয়োজনসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার্থীদের পছন্দের সংগঠনে পরিণত হয়। প্রতিষ্ঠাকালীন সভাপতি লালন মাহমুদ ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারাবীর তত্ত্বাবধানে প্রকাশ পায় বাংলাদেশের প্রথম ক্যাম্পাসভিত্তিক ব্যান্ড মিক্সড অ্যালবাম ‘অপরাজেয়’।
এ ছাড়া সংগঠনটি বিভিন্ন জাতীয় ও সামাজিক সংকটে আয়োজন করে আসছে বিভিন্ন চ্যারিটি কনসার্ট। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ট্রিবিউট টু স্যার লাকি আখন্দ, কনসার্ট ফর অহন, বন্যার্তদের সাহায্যার্থে আয়োজিত কনসার্ট ইত্যাদি।

ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটির (ডিইউবিএস) নতুন কমিটিতে সভাপতি হিসেবে মো. ইনজামাম উল ইবনে কবীর (সাকলাইন) এবং সাধারণ সম্পাদক হিসেবে রুদ্র প্রসাদ রায় নির্বাচিত হয়েছে।
গতকাল বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির মডারেটর ড. মাহবুবুর রহমান লিটু নতুন এই কমিটি ঘোষণা করেন। এ সময় সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি শিবলী হাসান জয়, সাধারণ সম্পাদক কামরুল হাসান এবং নতুন কমিটির সভাপতি মো. ইনজামাম উল ইবনে কবীর ও সাধারণ সম্পাদক হিসেবে রুদ্র প্রসাদ রায়সহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে মাহবুবুর রহমান লিটু বলেন, ‘আমরা আশা করি, নতুন এই কার্যকরী পরিষদ সবার সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়কে তাদের কর্মকাণ্ডের মাধ্যমে আরও বেশি সমৃদ্ধ করবে এবং তরুণদের সঙ্গে নিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে স্মার্ট ক্যাম্পাস বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
ইনজামাম উল ইবনে কবীর সাকলাইন বলেন, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমূহে ব্যান্ড সংগীতের যে চর্চা বিদ্যমান, তাকে প্রতিনিয়ত অগ্রসর করার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটিকে বাংলাদেশের ক্যাম্পাসভিত্তিক ব্যান্ড কমিউনিটিগুলোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে গড়ে তুলতে চাই।
এ ছাড়া কমিটিতে সহসভাপতি হিসেবে আছেন মো. ইফতেখারুল দিনার ও চেমন ফারিয়া ইসলাম মেঘলা, যুগ্ম-সাধারণ সম্পাদক সারিকা মাসতুরা, সাংগঠনিক সম্পাদক রিদোয়ান সালেহ চৌধুরী, দপ্তর সম্পাদক রিফাত হোসেন দিগন্ত, অর্থ সম্পাদক শিরিয়া শবনম রাহা, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফাহিমা নাসরিন, অনুষ্ঠান সম্পাদক সিয়াম মাহবুব, শৃঙ্খলা সম্পাদক মুর্তুজা হাহান খান, মানব সম্পদ সম্পাদক নুসরাত জাহান, আপ্যায়ন সম্পাদক সালমান শাহরিয়ার, প্রশিক্ষণ সম্পাদক জায়েদ হাসান এবং সদস্য পদে অনিদ হাসান, সামি আজমাইন, সোহানুর রহমান।
উল্লেখ্য, ক্যাম্পাসে ব্যান্ড সংগীতের চর্চা, প্রসার এবং সাম্প্রদায়িক বিষবাষ্পের উত্থানকে প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে রুখে দেওয়ার অঙ্গীকার নিয়ে ব্যান্ড অর্জনের দলনেতা লালন মাহমুদ এবং দুর্গ ব্যান্ডের দলনেতা আব্দুল্লাহ আল ফারাবির হাত ধরে ২০১৬ সালের ৪ নভেম্বর প্রতিষ্ঠিত হয় প্রথম ক্যাম্পাসভিত্তিক ব্যান্ড মিউজিক্যাল সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি। বাদ্যযন্ত্রের প্রশিক্ষণ কর্মশালা আয়োজন, ব্যান্ড সংগীতবিষয়ক সেমিনার আয়োজন, ভাষার মাসে ‘আমার ভাষার গান’ আয়োজনসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার্থীদের পছন্দের সংগঠনে পরিণত হয়। প্রতিষ্ঠাকালীন সভাপতি লালন মাহমুদ ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারাবীর তত্ত্বাবধানে প্রকাশ পায় বাংলাদেশের প্রথম ক্যাম্পাসভিত্তিক ব্যান্ড মিক্সড অ্যালবাম ‘অপরাজেয়’।
এ ছাড়া সংগঠনটি বিভিন্ন জাতীয় ও সামাজিক সংকটে আয়োজন করে আসছে বিভিন্ন চ্যারিটি কনসার্ট। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ট্রিবিউট টু স্যার লাকি আখন্দ, কনসার্ট ফর অহন, বন্যার্তদের সাহায্যার্থে আয়োজিত কনসার্ট ইত্যাদি।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৩ সংসদীয় আসনের বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
২০ মিনিট আগে
ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজশিক্ষার্থী মাহবুবুল হাসান মাসুম (২৫) হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ফেনী-২ আসনের সা
২৩ মিনিট আগে
ইলিশ সাধারণত বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয়। পদ্মার ইলিশের প্রতি ভারতে বিশেষত পশ্চিমবঙ্গের মানুষের বিশেষ আগ্রহ রয়েছে। এই ইলিশ কোনো কোনো সময় কূটনৈতিক সম্পর্কের বিষয় হয়ে দাঁড়ায়। কিন্তু এবার ঘটেছে উল্টো ঘটনা— ভারত থেকে ইলিশ এসেছে বাংলাদেশে। যশোরের বেনাপোল স্থলবন্দরে আনা প্রায় ৬ হাজার কেজি ইলিশ...
৩৬ মিনিট আগে
পৌষ মাসের শেষ দিন এলেই একসময় পুরান ঢাকার আকাশজুড়ে দেখা যেত ঘুড়ির রাজত্ব। রঙিন ঘুড়িতে ছেয়ে যেত ছাদ থেকে ছাদ, অলিগলিতে ছড়িয়ে পড়ত উৎসবের আমেজ। তবে এ বছর সাকরাইন এলেও সেই চিরচেনা দৃশ্য আর চোখে পড়েনি। ঘুড়ির সংখ্যা যেমন কম ছিল, তেমনি উৎসবের সামগ্রিক আবহও ছিল অনেকটাই ম্লান।
৩৯ মিনিট আগে