নরসিংদী প্রতিনিধি

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, ‘সংস্কারের কথা বলে দীর্ঘ সময় ক্ষমতা ধরে রাখা জনগণ হয়তো সন্দেহের চোখে দেখছে। দ্রুত উল্লেখযোগ্য সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া এ সরকারের প্রধান কাজ।’
আজ বুধবার সদর উপজেলার দক্ষিণ শীলমান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খায়রুল কবির খোকন বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়া, মামলা প্রত্যাহার, খুনিদের বিচার এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবি সবচেয়ে উল্লেখযোগ্য। অথচ এখনো সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য মানুষের নাগালের বাইরে।’
তিনি বলেন, ‘শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, কিন্তু তার দোসররা এখনো বহাল তবিয়তে বসে আছে। তাদের যতক্ষণ পর্যন্ত অপসারণ করা না হবে, ততক্ষণ দেশে সংস্কার হবে না, সুষ্ঠু নির্বাচনও হবে না।
শেখ হাসিনা বলেছিল, শেখের বেটি পালায় না, কিন্তু ঠিকই পালিয়ে গেছেন। তার দোসররা এখনো আছেন, তারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, তাদের বিষদাঁত আমরা ভেঙে দেব।’
হাজী ছানাউল্লাহ মিলনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন–জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বি. জি রশিদ নওশের, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু ছালেহ চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, জেলা যুবদলের আহ্বায়ক মহসিন হোসাইন বিদ্যুৎ, নরসিংদী সরকারি কলেজের সাবেক ভিপি ইলিয়াছ আলী ভুইয়া, জেলা বিএনপির সদস্য জাহিদুল কবির ভুঁইয়া, শীলমান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন প্রমুখ।

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, ‘সংস্কারের কথা বলে দীর্ঘ সময় ক্ষমতা ধরে রাখা জনগণ হয়তো সন্দেহের চোখে দেখছে। দ্রুত উল্লেখযোগ্য সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া এ সরকারের প্রধান কাজ।’
আজ বুধবার সদর উপজেলার দক্ষিণ শীলমান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খায়রুল কবির খোকন বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়া, মামলা প্রত্যাহার, খুনিদের বিচার এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবি সবচেয়ে উল্লেখযোগ্য। অথচ এখনো সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য মানুষের নাগালের বাইরে।’
তিনি বলেন, ‘শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, কিন্তু তার দোসররা এখনো বহাল তবিয়তে বসে আছে। তাদের যতক্ষণ পর্যন্ত অপসারণ করা না হবে, ততক্ষণ দেশে সংস্কার হবে না, সুষ্ঠু নির্বাচনও হবে না।
শেখ হাসিনা বলেছিল, শেখের বেটি পালায় না, কিন্তু ঠিকই পালিয়ে গেছেন। তার দোসররা এখনো আছেন, তারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, তাদের বিষদাঁত আমরা ভেঙে দেব।’
হাজী ছানাউল্লাহ মিলনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন–জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বি. জি রশিদ নওশের, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু ছালেহ চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, জেলা যুবদলের আহ্বায়ক মহসিন হোসাইন বিদ্যুৎ, নরসিংদী সরকারি কলেজের সাবেক ভিপি ইলিয়াছ আলী ভুইয়া, জেলা বিএনপির সদস্য জাহিদুল কবির ভুঁইয়া, শীলমান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন প্রমুখ।

বরগুনার পাথরঘাটায় পাল্টাপাল্টি মামলায় বিএনপি ও জামায়াতের ১২ নেতা-কর্মীকে আটক করেছে থানা-পুলিশ। গতকাল শুক্রবার গভীর রাত থেকে আজ শনিবার দুপুর ১২টা পর্যন্ত তাঁদেরকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা।
১০ মিনিট আগে
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন আধা ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে নতুন ভবনের ষষ্ঠ তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ময়মনসিংহের সিনিয়র স্টেশন অফিসার সানোয়ার হোসেন।
১৯ মিনিট আগে
৩৩০ ব্যক্তিকে ‘দুষ্কৃতকারী’ হিসেবে চিহ্নিত করে তাদের নগরীতে নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। আজ শনিবার বিকালে এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করে সিএমপি । সিএমপি কমিশনার হাসিব আজিজের সই করা গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ‘চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ...
৩২ মিনিট আগে
নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুড়ি) আসনে স্বতন্ত্র প্রার্থী তাহমিনা জামান শ্রাবণী মনোনয়ন প্রত্যাহার করেছেন। তিনি একই আসনে বিএনপির প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের স্ত্রী।
১ ঘণ্টা আগে