নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা ঘোষণার জন্য ৩০ দিনের সময় বেঁধে দিয়েছে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি)। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত কেন্দ্রীয় শ্রমিক সমাবেশ থেকে এই আলটিমেটাম দেওয়া হয়।
সমাবেশে বক্তারা বলেন, মালিক ও সরকার পক্ষ আসন্ন রাজনৈতিক পরিস্থিতির সুযোগ কাজে লাগিয়ে শ্রমিকদের মজুরি নামমাত্র বৃদ্ধির চক্রান্ত চালাচ্ছে। শ্রমিক নেতারা বলেন, অতি চালাকির ফল হিসেবে মালিক ও সরকারের ‘আম ও ছালা’ উভয়ই হারাতে হবে।
সমাবেশে গার্মেন্টস টিইউসির সভাপতি মন্টু ঘোষ আন্দোলনের পরবর্তী কর্মসূচি হিসেবে মাসব্যাপী সকল শিল্পাঞ্চলে বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে গার্মেন্টস শ্রমিকের মজুরি বৃদ্ধি না হলে কঠোর ও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। বর্তমান বাজারে অন্তত ২৫ হাজার টাকার কম মজুরিতে কারও পক্ষে বাঁচা সম্ভব নয়।
সমাবেশে গার্মেন্টস টিইউসির উপদেষ্টা আবদুল্লাহ ক্বাফী রতন বলেন, প্রায় পাঁচ বছর আগে বাজার পরিস্থিতি ও শ্রমিকপক্ষের দাবি উপেক্ষা করে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছিল। মুদ্রাস্ফীতির হার সম্পর্কে সরকারি বয়ান অনুসারেই এ কথা নির্দ্বিধায় বলা যায়, বর্তমান বাজারে শ্রমিকের প্রকৃত মজুরি প্রায় অর্ধেকে নেমেছে। বর্তমান বাজার পরিস্থিতিতে শ্রমজীবী মানুষের জীবনে নীরব দুর্ভিক্ষের পূর্বাভাস দেখা যাচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অতীতের সকল নজির অতিক্রম করেছে। শ্রমিকের জীবন বাঁচানোর পদক্ষেপ হিসেবেই সরকারকে অবিলম্বে মজুরি বৃদ্ধির ঘোষণা দিতে হবে।
গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহাজাহানের সঞ্চালনায় শ্রমিক সমাবেশে আরও বক্তব্য রাখেন—গার্মেন্টস টিইউসির সাধারণ সম্পাদক সাদেকুর রহমান শামীম, সহসভাপতি জলি তালুকদার, জিয়াউল কবির খোকন, সহকারী সাধারণ সম্পাদক মঞ্জুর মঈন, কেন্দ্রীয় নেতা আব্দুস সালাম বাবুল, শাহীন আলম, উত্তরার চৈতি গ্রুপ শ্রমিক ইউনিয়নের সভাপতি কামরুল ইসলাম, তাজরিন কারখানার আহত শ্রমিক নাসিমা আক্তার, আশুলিয়া আঞ্চলিক কমিটির নেতা শহিদুল ইসলাম প্রমুখ।

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা ঘোষণার জন্য ৩০ দিনের সময় বেঁধে দিয়েছে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি)। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত কেন্দ্রীয় শ্রমিক সমাবেশ থেকে এই আলটিমেটাম দেওয়া হয়।
সমাবেশে বক্তারা বলেন, মালিক ও সরকার পক্ষ আসন্ন রাজনৈতিক পরিস্থিতির সুযোগ কাজে লাগিয়ে শ্রমিকদের মজুরি নামমাত্র বৃদ্ধির চক্রান্ত চালাচ্ছে। শ্রমিক নেতারা বলেন, অতি চালাকির ফল হিসেবে মালিক ও সরকারের ‘আম ও ছালা’ উভয়ই হারাতে হবে।
সমাবেশে গার্মেন্টস টিইউসির সভাপতি মন্টু ঘোষ আন্দোলনের পরবর্তী কর্মসূচি হিসেবে মাসব্যাপী সকল শিল্পাঞ্চলে বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে গার্মেন্টস শ্রমিকের মজুরি বৃদ্ধি না হলে কঠোর ও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। বর্তমান বাজারে অন্তত ২৫ হাজার টাকার কম মজুরিতে কারও পক্ষে বাঁচা সম্ভব নয়।
সমাবেশে গার্মেন্টস টিইউসির উপদেষ্টা আবদুল্লাহ ক্বাফী রতন বলেন, প্রায় পাঁচ বছর আগে বাজার পরিস্থিতি ও শ্রমিকপক্ষের দাবি উপেক্ষা করে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছিল। মুদ্রাস্ফীতির হার সম্পর্কে সরকারি বয়ান অনুসারেই এ কথা নির্দ্বিধায় বলা যায়, বর্তমান বাজারে শ্রমিকের প্রকৃত মজুরি প্রায় অর্ধেকে নেমেছে। বর্তমান বাজার পরিস্থিতিতে শ্রমজীবী মানুষের জীবনে নীরব দুর্ভিক্ষের পূর্বাভাস দেখা যাচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অতীতের সকল নজির অতিক্রম করেছে। শ্রমিকের জীবন বাঁচানোর পদক্ষেপ হিসেবেই সরকারকে অবিলম্বে মজুরি বৃদ্ধির ঘোষণা দিতে হবে।
গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহাজাহানের সঞ্চালনায় শ্রমিক সমাবেশে আরও বক্তব্য রাখেন—গার্মেন্টস টিইউসির সাধারণ সম্পাদক সাদেকুর রহমান শামীম, সহসভাপতি জলি তালুকদার, জিয়াউল কবির খোকন, সহকারী সাধারণ সম্পাদক মঞ্জুর মঈন, কেন্দ্রীয় নেতা আব্দুস সালাম বাবুল, শাহীন আলম, উত্তরার চৈতি গ্রুপ শ্রমিক ইউনিয়নের সভাপতি কামরুল ইসলাম, তাজরিন কারখানার আহত শ্রমিক নাসিমা আক্তার, আশুলিয়া আঞ্চলিক কমিটির নেতা শহিদুল ইসলাম প্রমুখ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৫ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৫ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৬ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৬ ঘণ্টা আগে