নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ওয়্যারলেস টু ক্যাশ লেস নিয়ে গ্রিন ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, রাজধানীর গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে ‘ওয়্যারলেস টু ক্যাশ লেস: এ জার্নি অব এ মার্কেটার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসেবে ভবিষ্যতে ‘ক্যাশ লেশ বাংলাদেশ’ গড়ে উঠবে বলে অভিমত দিয়েছেন উপস্থিত বক্তারা। বিশ্ববিদ্যালয়ের গ্রিন বিজনেস স্কুল আয়োজিত এই সেমিনার বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
বিভাগীয় চেয়ারম্যান মাহমুদ ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা অধ্যাপক মো. আব্দুর রাজ্জাক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ তারেক আজিজ। অনুষ্ঠানে ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিডেটের (উপায়) এমডি ও সিইও রেজাউল হোসেন মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মো. রাজ্জাক বলেন, ক্যাশ লেস সোসাইটি প্রতিষ্ঠায় গোটা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশও অনেকটা এগিয়ে গেছে। এখন দেশীয় নাগরিকদের বড় একটি অংশ মুদি দোকানেও ক্যাশ লেস পদ্ধতি অনুসরণ করছে। শুধু তাই নয়, করোনাকালীন সময়ে কোরবানির পশু থেকে শুরু করে অনেক ধরনের লেনদেন কাগুজে টাকায় হয়নি। এটা নিঃসন্দেহে আমাদের বড় পাওয়া। এ সময় ক্যাশ লেস লেনদের ক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন সেক্টরের উদাহরণ টানেন তিনি।
মোহাম্মদ তারেক আজিজ বলেন, ক্যাশ লেস পদ্ধতির সুবিধা অনেক। এর মাধ্যমে জীবনযাত্রার মান যেমন উন্নত হয়, তেমনি এর সিকিউরিটিও বেশি। তিনি বলেন, ২০১৩ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত গোটা বিশ্বে ১ হাজার ৪০০ বিলিয়ন ডলার সমপরিমাণ লেনদেন অনলাইনের মাধ্যমে হয়েছে। বাংলাদেশে ইতিমধ্যেই এই প্রভাব পড়তে শুরু করেছে, ভবিষ্যতেও আরও পড়বে।
অনুষ্ঠানে ক্যাশ লেস লেনদেনে বাংলাদেশের দীর্ঘ অগ্রযাত্রা তুলে ধরেন মূল বক্তা মো. রেজাউল হোসেন। তিনি বলেন, এক সময় ক্যাশ লেস লেনদেন নিয়ে মানুষ দ্বিধাদ্বন্দ্বে ছিল, এখন সেটা নেই। ভবিষ্যতে এই পদ্ধতি উন্নত থেকে উন্নততর হবে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঠিক ক্যারিয়ার গঠনের ওপর দীর্ঘ বক্তৃতা করেন তিনি।

ওয়্যারলেস টু ক্যাশ লেস নিয়ে গ্রিন ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, রাজধানীর গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে ‘ওয়্যারলেস টু ক্যাশ লেস: এ জার্নি অব এ মার্কেটার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসেবে ভবিষ্যতে ‘ক্যাশ লেশ বাংলাদেশ’ গড়ে উঠবে বলে অভিমত দিয়েছেন উপস্থিত বক্তারা। বিশ্ববিদ্যালয়ের গ্রিন বিজনেস স্কুল আয়োজিত এই সেমিনার বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
বিভাগীয় চেয়ারম্যান মাহমুদ ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা অধ্যাপক মো. আব্দুর রাজ্জাক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ তারেক আজিজ। অনুষ্ঠানে ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিডেটের (উপায়) এমডি ও সিইও রেজাউল হোসেন মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মো. রাজ্জাক বলেন, ক্যাশ লেস সোসাইটি প্রতিষ্ঠায় গোটা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশও অনেকটা এগিয়ে গেছে। এখন দেশীয় নাগরিকদের বড় একটি অংশ মুদি দোকানেও ক্যাশ লেস পদ্ধতি অনুসরণ করছে। শুধু তাই নয়, করোনাকালীন সময়ে কোরবানির পশু থেকে শুরু করে অনেক ধরনের লেনদেন কাগুজে টাকায় হয়নি। এটা নিঃসন্দেহে আমাদের বড় পাওয়া। এ সময় ক্যাশ লেস লেনদের ক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন সেক্টরের উদাহরণ টানেন তিনি।
মোহাম্মদ তারেক আজিজ বলেন, ক্যাশ লেস পদ্ধতির সুবিধা অনেক। এর মাধ্যমে জীবনযাত্রার মান যেমন উন্নত হয়, তেমনি এর সিকিউরিটিও বেশি। তিনি বলেন, ২০১৩ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত গোটা বিশ্বে ১ হাজার ৪০০ বিলিয়ন ডলার সমপরিমাণ লেনদেন অনলাইনের মাধ্যমে হয়েছে। বাংলাদেশে ইতিমধ্যেই এই প্রভাব পড়তে শুরু করেছে, ভবিষ্যতেও আরও পড়বে।
অনুষ্ঠানে ক্যাশ লেস লেনদেনে বাংলাদেশের দীর্ঘ অগ্রযাত্রা তুলে ধরেন মূল বক্তা মো. রেজাউল হোসেন। তিনি বলেন, এক সময় ক্যাশ লেস লেনদেন নিয়ে মানুষ দ্বিধাদ্বন্দ্বে ছিল, এখন সেটা নেই। ভবিষ্যতে এই পদ্ধতি উন্নত থেকে উন্নততর হবে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঠিক ক্যারিয়ার গঠনের ওপর দীর্ঘ বক্তৃতা করেন তিনি।

কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুর রহিম (৫০) টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নয়াপাড়ার বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে।
১২ মিনিট আগে
বাঞ্ছারামপুরের সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূঁইয়া বলেন, অসুস্থ হওয়ার পর চিকিৎসার জন্য ফেরদৌস আরাকে ঢাকায় নেওয়া হয় এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।
৩৬ মিনিট আগে
টানা ছয় দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। কনকনে শীত ও ঘন কুয়াশায় দিন শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গিয়ে রোদ ওঠায় কিছুটা স্বস্তি মিলছে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে
২ ঘণ্টা আগে
নদের এক পারে মনিরামপুর উপজেলার ডুমুরখালি বাজার এবং অপর পারে ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রাম। এ ছাড়া নদীর ওপারে ডুমুরখালী গ্রামের মানুষের বিস্তীর্ণ ফসলি জমি ও মাছের ঘের রয়েছে। দীর্ঘদিন ধরে যোগাযোগব্যবস্থার অভাবে দুই পারের মানুষকে নৌকায় পারাপারের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো।
২ ঘণ্টা আগে