নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর রায়েরবাজারে ফজলে রাব্বি সুমন হত্যার প্রধান আসামি মুন্না ওরফে পিচ্চি মুন্নাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গতকাল বুধবার পুরান ঢাকার ইসলামবাগে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
রাজধানীর কারওয়ান বাজারে আজ বৃহস্পতিবার সকালে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন র্যাব-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খালিদুল হক হাওলাদার।
র্যাব জানায়, মোহাম্মদপুরের পাবনা হাউস গলিতে ফজলে রাব্বি সুমনের সঙ্গে মাদক বিক্রিকে কেন্দ্র করে পিচ্চি মুন্নার বিরোধ ছিল। কিছুদিন আগে রাব্বি তাঁকে পুলিশে ধরিয়ে দেন। জামিনে মুক্ত হয়ে রায়েরবাজারে ধারালো অস্ত্র দিয়ে সুমনের ওপর হামলা চালায় মুন্না। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় সুমনের বাবা মোহাম্মদপুর থানায় মামলা করেন। মামলায় মুন্নাকে প্রধান আসামি করা হয়।
এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় মুন্নার অবস্থান নিশ্চিত করে ইসলামবাগে অভিযান চালায় র্যাব।
সংবাদ সম্মেলনে র্যাব-২-এর অধিনায়ক জানান, সম্প্রতি আরও তিন অভিযানে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে এই বাহিনী। এর মধ্যে রয়েছে কিশোর গ্যাংয়ের হাতে আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স আল-আমিন হত্যা, ষাটোর্ধ্ব নারী মাকছুদা খানম অপহরণ এবং ভাইরাল হওয়া অস্ত্রধারী যুবক মো. মোশারফ হোসেন ওরফে আলভি গ্রেপ্তারের ঘটনা।
১৬ জুলাই মোহাম্মদপুরের লাউতলা এলাকায় শত্রুতার জেরে কিশোর গ্যাংয়ের নেতৃত্বে আল-আমিনকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার সঙ্গে জড়িত মোশারফ ও রিপন ওরফে গিট্টু রিপনকে ১৮ জুলাই ভোলায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে র্যাব-২ ও র্যাব-৮-এর যৌথ দল।
গুলশান থেকে অপহৃত ষাটোর্ধ্ব নারী মাকছুদা খানমকে ২১ জুলাই উদ্ধার করে র্যাব-২। পরে ২৯ জুলাই অপহরণের সঙ্গে জড়িত সোহেল রানাকে নরসিংদীর মাধবদী থেকে এবং তাঁর দেওয়া তথ্যে পল্লবী ও ভাষানটেক থেকে আরও দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্র হাতে ভিডিও ভাইরাল হওয়া মো. মোশারফ হোসেন ওরফে আলভিকে ৪ জুলাই গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া এই আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানায় র্যাব-২।

রাজধানীর রায়েরবাজারে ফজলে রাব্বি সুমন হত্যার প্রধান আসামি মুন্না ওরফে পিচ্চি মুন্নাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গতকাল বুধবার পুরান ঢাকার ইসলামবাগে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
রাজধানীর কারওয়ান বাজারে আজ বৃহস্পতিবার সকালে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন র্যাব-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খালিদুল হক হাওলাদার।
র্যাব জানায়, মোহাম্মদপুরের পাবনা হাউস গলিতে ফজলে রাব্বি সুমনের সঙ্গে মাদক বিক্রিকে কেন্দ্র করে পিচ্চি মুন্নার বিরোধ ছিল। কিছুদিন আগে রাব্বি তাঁকে পুলিশে ধরিয়ে দেন। জামিনে মুক্ত হয়ে রায়েরবাজারে ধারালো অস্ত্র দিয়ে সুমনের ওপর হামলা চালায় মুন্না। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় সুমনের বাবা মোহাম্মদপুর থানায় মামলা করেন। মামলায় মুন্নাকে প্রধান আসামি করা হয়।
এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় মুন্নার অবস্থান নিশ্চিত করে ইসলামবাগে অভিযান চালায় র্যাব।
সংবাদ সম্মেলনে র্যাব-২-এর অধিনায়ক জানান, সম্প্রতি আরও তিন অভিযানে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে এই বাহিনী। এর মধ্যে রয়েছে কিশোর গ্যাংয়ের হাতে আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স আল-আমিন হত্যা, ষাটোর্ধ্ব নারী মাকছুদা খানম অপহরণ এবং ভাইরাল হওয়া অস্ত্রধারী যুবক মো. মোশারফ হোসেন ওরফে আলভি গ্রেপ্তারের ঘটনা।
১৬ জুলাই মোহাম্মদপুরের লাউতলা এলাকায় শত্রুতার জেরে কিশোর গ্যাংয়ের নেতৃত্বে আল-আমিনকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার সঙ্গে জড়িত মোশারফ ও রিপন ওরফে গিট্টু রিপনকে ১৮ জুলাই ভোলায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে র্যাব-২ ও র্যাব-৮-এর যৌথ দল।
গুলশান থেকে অপহৃত ষাটোর্ধ্ব নারী মাকছুদা খানমকে ২১ জুলাই উদ্ধার করে র্যাব-২। পরে ২৯ জুলাই অপহরণের সঙ্গে জড়িত সোহেল রানাকে নরসিংদীর মাধবদী থেকে এবং তাঁর দেওয়া তথ্যে পল্লবী ও ভাষানটেক থেকে আরও দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্র হাতে ভিডিও ভাইরাল হওয়া মো. মোশারফ হোসেন ওরফে আলভিকে ৪ জুলাই গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া এই আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানায় র্যাব-২।

সরকারি ক্ষমতার অপব্যবহার করে ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজির ওয়েবসাইটের ডোমেইন বন্ধ, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাকে গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মগবাজার টেলিফোন এক্সচেঞ্জের ডেপুটি জেনারেল ম্যানেজার (ব্রডব্যান্ড-২) জয়িতা সেন রিম্পীসহ ৫ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা...
১৪ মিনিট আগে
রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যাত্রাবাড়ী, রূপনগর, শেরেবাংলা নগর, কলাবাগান ও মতিঝিল থানা পুলিশ। এর মধ্যে যাত্রাবাড়ী থানা নয়জন, রূপনগর থানা ছয়জন, শেরেবাংলা নগর থানা ছয়জন...
১৭ মিনিট আগে
চট্টগ্রামের বোয়ালখালীতে গোয়ালঘরে দেওয়া কয়েলের আগুনে তিনটি বসতঘর পুড়ে গেছে এবং গোয়ালঘরে থাকা তিনটি গরু দগ্ধ হয়ে মারা গেছে। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আহলা করলডেঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর করলডেঙ্গার নরেশ মেম্বারের বাড়িতে এই ঘটনা ঘটে।
৩০ মিনিট আগে
মাদারীপুরের শিবচরে এক গৃহবধূকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় নিহত নারীর স্বামীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত গভীর রাতে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের আব্দুর রহমান ব্যাপারী কান্দি এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে