ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলে পচা খাবার পরিবেশনের অভিযোগে ‘তসলিমের খাবারের দোকান’ নামে একটি দোকান বন্ধ করে দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। আজ (শনিবার) রাত ৯টার দিকে খাবারের দোকানটি বন্ধ করে দেওয়া হয়।
জানা যায়, হলের শিক্ষার্থী আলম বাদশা রাতের খাবার খাওয়ার সময় মুরগির মাংসে পচা গন্ধ পান। তাৎক্ষণিক দোকানের কর্মচারীকে দেখালে তিনি টাটকা খাবার বলে দাবি করেন। তবে উপস্থিত শিক্ষার্থীরা পচা মাংস বলে সাব্যস্ত করলে উত্তেজনাপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তখন হাঁড়ি উল্টে খাবারগুলো মাটিতে ফেলে দেন এবং দোকান সিলগালা করেন। পরে হলের ক্যান্টিন ও দোকানের দায়িত্বে থাকা আবাসিক শিক্ষক মোহাম্মদ মোবারক হোসেন ও শাখা ছাত্রলীগের সহযোগিতায় দোকান বন্ধ রাখা হয় এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দোকান বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়।
হলের আবাসিক শিক্ষার্থী আজিজুল হক বলেন, ‘তসলিম হলের একজন নিরাপত্তাকর্মী। হলের কর্মী হওয়ার পাশাপাশি তিনি হলেই একটি দোকানে দীর্ঘ সময় ধরে ব্যবসা করে আসছেন। বিভিন্ন সময় পচা খাবার খাওয়ানো, খাবারের অতিরিক্ত দাম রাখার অভিযোগে তাঁর দোকান এর আগেও একাধিকবার বন্ধ করা হয়েছিল। কিন্তু দু-একদিন সব ঠিক থাকে, এরপর আগের মতোই পচা খাবার খাওয়ান। বেশি দাম রাখেন। তসলমি শিক্ষার্থীদের সঙ্গেও খারাপ ব্যবহার করেন। তাঁর সঙ্গে তাঁর আত্মীয়স্বজন যারা দোকান চালান তাঁরাও এমন আচরণ করেন। মনে হয় তসলিম যেন এই হলের মালিক আর আমরা ভাড়াটিয়া!’
এ ব্যাপারে হল শাখা ছাত্রলীগের সভাপতি মারিয়াম জামান খান সোহান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা হল প্রশাসনকে বারবার অনুরোধ করেছি তদারকি করার জন্য। কিন্তু মানসম্মত খাবার শিক্ষার্থীরা পাচ্ছে না। আমরা স্যারদের বলেছি, আপনারা ক্যান্টিনে, দোকানে এসে দু-এক বেলা খান মাঝে মাঝে। আপনারা খাবেন এ কারণেই খাবারের মান বৃদ্ধি করতে পারে।’
দোকান ও ক্যান্টিনের দায়িত্বপ্রাপ্ত আবাসিক শিক্ষক মোহাম্মদ মোবারক হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা হল প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকদের সঙ্গে আলাপ করছি। আশা করি, সুন্দর একটি সমাধানে পৌঁছাতে পারবো।’
এ বিষয়ে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মকবুল হোসেন ভূঁইয়া বলেন, ‘শিক্ষার্থীদের সঙ্গে দোকানে একটু সমস্যা হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলে পচা খাবার পরিবেশনের অভিযোগে ‘তসলিমের খাবারের দোকান’ নামে একটি দোকান বন্ধ করে দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। আজ (শনিবার) রাত ৯টার দিকে খাবারের দোকানটি বন্ধ করে দেওয়া হয়।
জানা যায়, হলের শিক্ষার্থী আলম বাদশা রাতের খাবার খাওয়ার সময় মুরগির মাংসে পচা গন্ধ পান। তাৎক্ষণিক দোকানের কর্মচারীকে দেখালে তিনি টাটকা খাবার বলে দাবি করেন। তবে উপস্থিত শিক্ষার্থীরা পচা মাংস বলে সাব্যস্ত করলে উত্তেজনাপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তখন হাঁড়ি উল্টে খাবারগুলো মাটিতে ফেলে দেন এবং দোকান সিলগালা করেন। পরে হলের ক্যান্টিন ও দোকানের দায়িত্বে থাকা আবাসিক শিক্ষক মোহাম্মদ মোবারক হোসেন ও শাখা ছাত্রলীগের সহযোগিতায় দোকান বন্ধ রাখা হয় এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দোকান বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়।
হলের আবাসিক শিক্ষার্থী আজিজুল হক বলেন, ‘তসলিম হলের একজন নিরাপত্তাকর্মী। হলের কর্মী হওয়ার পাশাপাশি তিনি হলেই একটি দোকানে দীর্ঘ সময় ধরে ব্যবসা করে আসছেন। বিভিন্ন সময় পচা খাবার খাওয়ানো, খাবারের অতিরিক্ত দাম রাখার অভিযোগে তাঁর দোকান এর আগেও একাধিকবার বন্ধ করা হয়েছিল। কিন্তু দু-একদিন সব ঠিক থাকে, এরপর আগের মতোই পচা খাবার খাওয়ান। বেশি দাম রাখেন। তসলমি শিক্ষার্থীদের সঙ্গেও খারাপ ব্যবহার করেন। তাঁর সঙ্গে তাঁর আত্মীয়স্বজন যারা দোকান চালান তাঁরাও এমন আচরণ করেন। মনে হয় তসলিম যেন এই হলের মালিক আর আমরা ভাড়াটিয়া!’
এ ব্যাপারে হল শাখা ছাত্রলীগের সভাপতি মারিয়াম জামান খান সোহান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা হল প্রশাসনকে বারবার অনুরোধ করেছি তদারকি করার জন্য। কিন্তু মানসম্মত খাবার শিক্ষার্থীরা পাচ্ছে না। আমরা স্যারদের বলেছি, আপনারা ক্যান্টিনে, দোকানে এসে দু-এক বেলা খান মাঝে মাঝে। আপনারা খাবেন এ কারণেই খাবারের মান বৃদ্ধি করতে পারে।’
দোকান ও ক্যান্টিনের দায়িত্বপ্রাপ্ত আবাসিক শিক্ষক মোহাম্মদ মোবারক হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা হল প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকদের সঙ্গে আলাপ করছি। আশা করি, সুন্দর একটি সমাধানে পৌঁছাতে পারবো।’
এ বিষয়ে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মকবুল হোসেন ভূঁইয়া বলেন, ‘শিক্ষার্থীদের সঙ্গে দোকানে একটু সমস্যা হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে জামায়াত প্রার্থী ফখরুদ্দিন মানিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
৬ মিনিট আগে
চট্টগ্রামে চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় মুবিনুল ইসলাম নয়ন (২৮) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর কদমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনিরুল আলম সেন্টুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে দলে ফিরিয়ে নেয় বিএনপি। তবে ২৪ ঘণ্টা পর ফের বহিষ্কারাদেশ বহাল থাকার কথা জানায় দলটি।
১ ঘণ্টা আগে
দেশনেত্রী খালেদা জিয়া একটা কথা বলে গেছেন—বাংলাদেশ হবে রেইনবো নেশন। এই রেইনবো নেশনে সকলের ধর্ম থাকবে যার যার নিজের, দেশ হবে সকলের। সব রং মিলে রংধনু হয়েছে, সেই দেশকে দেখতে চেয়েছিলেন দেশনেত্রী খালেদা জিয়া।
২ ঘণ্টা আগে