নিজস্ব প্রতিবেদক, ঢাকা

উৎসবমুখর পরিবেশে বড় পর্দায় পদ্মা সেতুর উদ্বোধন দেখলেন আজিমপুর সরকারি কলোনির বাসিন্দারা। বড় পর্দায় উপভোগ করলেন পদ্মা সেতুর উদ্বোধন। আজ শনিবার আজিমপুর সরকারি কলোনির বি জোনের কমন ফ্যাসিলিটিজ ভবনের দোতলায় প্রজেক্টরের মাধ্যমে সেতু উদ্বোধনের অনুষ্ঠান দেখেন কলোনিবাসী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে আজ শনিবার দুপুর ১২টার দিকে ফলক উন্মোচনের মাধ্যমে পদ্মা সেতুর উদ্বোধন করেন।
আজিমপুর বি জোনের বাসিন্দা হাম্মাদুর রহমান বলেন, ফেরিঘাটে অ্যাম্বুলেন্স আটকে মাকে হারানো সন্তান জানে পদ্মা সেতু কী? তিন ঘণ্টা দেরি হওয়ায় ইন্টারভিউ দিতে না পারা বেকার ছেলেটি জানে পদ্মা সেতু কী? কুয়াশার কারণে ফেরি বন্ধ হলে ফ্লাইট মিস করা রেমিটেন্সযোদ্ধা প্রবাসী জানেন পদ্মা সেতু কী? সারা বছর পরিচর্যার পর ঘণ্টার পর ঘণ্টা ফেরিঘাটের গরমে থেকে বস্তায় পচা সবজিগুলো দেখা কৃষক বলতে পারবেন পদ্মা সেতু কী? প্রচণ্ড ঝড়ে পদ্মায় ট্রলারসহ ডুবে যাওয়া সন্তানকে খুঁজে না পাওয়া বাবা-মা জানেন পদ্মা সেতু কী?
হাম্মাদুর রহমান বলেন, পদ্মা সেতু কখনোই একটি সাধারণ সেতু ছিল না। পদ্মার দুপারের মানুষ যারা সেই পথ ব্যবহার করে, তারা জানে এই সেতুর প্রতিটি স্প্যান শত আবেগ আর শত গল্পের বুক চিরে দাঁড় করানো হয়েছে। খাগড়াছড়ির পাহাড়ে কিংবা ঢাকায় এসি রুমে বসে এই সেতুর গুরুত্ব কী, তা বোঝা যাবে না।
আজিমপুর কলোনির বাসিন্দা ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী আক্তারুজ্জামান বলেন, ‘সবার সঙ্গে একত্রে বসে উদ্বোধনী অনুষ্ঠান দেখার মজাটাই আলাদা। বাসায় বসে হয়তো একা একা দেখা যেত, কিন্তু এখানে বসে অনেকের সঙ্গে পরিচয় হলো এটাই সার্থকতা।’
কলোনির বাসিন্দা আফসার আলী বলেন, ‘জাতির গর্ব পদ্মা সেতু, জাতির গর্ব শেখ হাসিনা।
জানা গেছে, আজিমপুর বি জোনের কমন ফ্যাসিলিটিজ ভবনের দোতলায় এই অনুষ্ঠানের আয়োজন করে উইং আর ইউনাইটেড। উদ্বোধনী অনুষ্ঠানের পর কলোনির বাসিন্দাদের জন্য খিচুড়ির আয়োজন করে উদ্যোক্তারা।

উৎসবমুখর পরিবেশে বড় পর্দায় পদ্মা সেতুর উদ্বোধন দেখলেন আজিমপুর সরকারি কলোনির বাসিন্দারা। বড় পর্দায় উপভোগ করলেন পদ্মা সেতুর উদ্বোধন। আজ শনিবার আজিমপুর সরকারি কলোনির বি জোনের কমন ফ্যাসিলিটিজ ভবনের দোতলায় প্রজেক্টরের মাধ্যমে সেতু উদ্বোধনের অনুষ্ঠান দেখেন কলোনিবাসী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে আজ শনিবার দুপুর ১২টার দিকে ফলক উন্মোচনের মাধ্যমে পদ্মা সেতুর উদ্বোধন করেন।
আজিমপুর বি জোনের বাসিন্দা হাম্মাদুর রহমান বলেন, ফেরিঘাটে অ্যাম্বুলেন্স আটকে মাকে হারানো সন্তান জানে পদ্মা সেতু কী? তিন ঘণ্টা দেরি হওয়ায় ইন্টারভিউ দিতে না পারা বেকার ছেলেটি জানে পদ্মা সেতু কী? কুয়াশার কারণে ফেরি বন্ধ হলে ফ্লাইট মিস করা রেমিটেন্সযোদ্ধা প্রবাসী জানেন পদ্মা সেতু কী? সারা বছর পরিচর্যার পর ঘণ্টার পর ঘণ্টা ফেরিঘাটের গরমে থেকে বস্তায় পচা সবজিগুলো দেখা কৃষক বলতে পারবেন পদ্মা সেতু কী? প্রচণ্ড ঝড়ে পদ্মায় ট্রলারসহ ডুবে যাওয়া সন্তানকে খুঁজে না পাওয়া বাবা-মা জানেন পদ্মা সেতু কী?
হাম্মাদুর রহমান বলেন, পদ্মা সেতু কখনোই একটি সাধারণ সেতু ছিল না। পদ্মার দুপারের মানুষ যারা সেই পথ ব্যবহার করে, তারা জানে এই সেতুর প্রতিটি স্প্যান শত আবেগ আর শত গল্পের বুক চিরে দাঁড় করানো হয়েছে। খাগড়াছড়ির পাহাড়ে কিংবা ঢাকায় এসি রুমে বসে এই সেতুর গুরুত্ব কী, তা বোঝা যাবে না।
আজিমপুর কলোনির বাসিন্দা ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী আক্তারুজ্জামান বলেন, ‘সবার সঙ্গে একত্রে বসে উদ্বোধনী অনুষ্ঠান দেখার মজাটাই আলাদা। বাসায় বসে হয়তো একা একা দেখা যেত, কিন্তু এখানে বসে অনেকের সঙ্গে পরিচয় হলো এটাই সার্থকতা।’
কলোনির বাসিন্দা আফসার আলী বলেন, ‘জাতির গর্ব পদ্মা সেতু, জাতির গর্ব শেখ হাসিনা।
জানা গেছে, আজিমপুর বি জোনের কমন ফ্যাসিলিটিজ ভবনের দোতলায় এই অনুষ্ঠানের আয়োজন করে উইং আর ইউনাইটেড। উদ্বোধনী অনুষ্ঠানের পর কলোনির বাসিন্দাদের জন্য খিচুড়ির আয়োজন করে উদ্যোক্তারা।

রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
১৬ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
১ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে মারা যাওয়া মো. নিরব হোসেন (৫৬) দৈনিক জনকণ্ঠের সাবেক প্রশাসনিক কর্মকর্তা। তাঁর বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে। রাজধানীর বড় মগবাজারে তিনি পরিবারসহ বসবাস করতেন।
২ ঘণ্টা আগে
ভিডিওতে অজ্ঞাতনামা ব্যক্তির (ঠিকাদার প্রতিনিধি) সঙ্গে কথা বলার আগে কাজের বিলের ফাইল স্বাক্ষর করার সময় ৪৫ হাজার টাকা নেওয়ার বিষয়টিও উঠে আসে। এ ছাড়া নতুন করে আরও পাঁচ হাজার টাকা না দেওয়ায় গড়িমসি করতে থাকেন ওই প্রকৌশলী। একপর্যায়ে তাঁকে অজ্ঞাতনামা ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে পকেটে রাখতে দেখা যায়।
৩ ঘণ্টা আগে