নিজস্ব প্রতিবেদক, ঢাকা

উৎসবমুখর পরিবেশে বড় পর্দায় পদ্মা সেতুর উদ্বোধন দেখলেন আজিমপুর সরকারি কলোনির বাসিন্দারা। বড় পর্দায় উপভোগ করলেন পদ্মা সেতুর উদ্বোধন। আজ শনিবার আজিমপুর সরকারি কলোনির বি জোনের কমন ফ্যাসিলিটিজ ভবনের দোতলায় প্রজেক্টরের মাধ্যমে সেতু উদ্বোধনের অনুষ্ঠান দেখেন কলোনিবাসী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে আজ শনিবার দুপুর ১২টার দিকে ফলক উন্মোচনের মাধ্যমে পদ্মা সেতুর উদ্বোধন করেন।
আজিমপুর বি জোনের বাসিন্দা হাম্মাদুর রহমান বলেন, ফেরিঘাটে অ্যাম্বুলেন্স আটকে মাকে হারানো সন্তান জানে পদ্মা সেতু কী? তিন ঘণ্টা দেরি হওয়ায় ইন্টারভিউ দিতে না পারা বেকার ছেলেটি জানে পদ্মা সেতু কী? কুয়াশার কারণে ফেরি বন্ধ হলে ফ্লাইট মিস করা রেমিটেন্সযোদ্ধা প্রবাসী জানেন পদ্মা সেতু কী? সারা বছর পরিচর্যার পর ঘণ্টার পর ঘণ্টা ফেরিঘাটের গরমে থেকে বস্তায় পচা সবজিগুলো দেখা কৃষক বলতে পারবেন পদ্মা সেতু কী? প্রচণ্ড ঝড়ে পদ্মায় ট্রলারসহ ডুবে যাওয়া সন্তানকে খুঁজে না পাওয়া বাবা-মা জানেন পদ্মা সেতু কী?
হাম্মাদুর রহমান বলেন, পদ্মা সেতু কখনোই একটি সাধারণ সেতু ছিল না। পদ্মার দুপারের মানুষ যারা সেই পথ ব্যবহার করে, তারা জানে এই সেতুর প্রতিটি স্প্যান শত আবেগ আর শত গল্পের বুক চিরে দাঁড় করানো হয়েছে। খাগড়াছড়ির পাহাড়ে কিংবা ঢাকায় এসি রুমে বসে এই সেতুর গুরুত্ব কী, তা বোঝা যাবে না।
আজিমপুর কলোনির বাসিন্দা ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী আক্তারুজ্জামান বলেন, ‘সবার সঙ্গে একত্রে বসে উদ্বোধনী অনুষ্ঠান দেখার মজাটাই আলাদা। বাসায় বসে হয়তো একা একা দেখা যেত, কিন্তু এখানে বসে অনেকের সঙ্গে পরিচয় হলো এটাই সার্থকতা।’
কলোনির বাসিন্দা আফসার আলী বলেন, ‘জাতির গর্ব পদ্মা সেতু, জাতির গর্ব শেখ হাসিনা।
জানা গেছে, আজিমপুর বি জোনের কমন ফ্যাসিলিটিজ ভবনের দোতলায় এই অনুষ্ঠানের আয়োজন করে উইং আর ইউনাইটেড। উদ্বোধনী অনুষ্ঠানের পর কলোনির বাসিন্দাদের জন্য খিচুড়ির আয়োজন করে উদ্যোক্তারা।

উৎসবমুখর পরিবেশে বড় পর্দায় পদ্মা সেতুর উদ্বোধন দেখলেন আজিমপুর সরকারি কলোনির বাসিন্দারা। বড় পর্দায় উপভোগ করলেন পদ্মা সেতুর উদ্বোধন। আজ শনিবার আজিমপুর সরকারি কলোনির বি জোনের কমন ফ্যাসিলিটিজ ভবনের দোতলায় প্রজেক্টরের মাধ্যমে সেতু উদ্বোধনের অনুষ্ঠান দেখেন কলোনিবাসী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে আজ শনিবার দুপুর ১২টার দিকে ফলক উন্মোচনের মাধ্যমে পদ্মা সেতুর উদ্বোধন করেন।
আজিমপুর বি জোনের বাসিন্দা হাম্মাদুর রহমান বলেন, ফেরিঘাটে অ্যাম্বুলেন্স আটকে মাকে হারানো সন্তান জানে পদ্মা সেতু কী? তিন ঘণ্টা দেরি হওয়ায় ইন্টারভিউ দিতে না পারা বেকার ছেলেটি জানে পদ্মা সেতু কী? কুয়াশার কারণে ফেরি বন্ধ হলে ফ্লাইট মিস করা রেমিটেন্সযোদ্ধা প্রবাসী জানেন পদ্মা সেতু কী? সারা বছর পরিচর্যার পর ঘণ্টার পর ঘণ্টা ফেরিঘাটের গরমে থেকে বস্তায় পচা সবজিগুলো দেখা কৃষক বলতে পারবেন পদ্মা সেতু কী? প্রচণ্ড ঝড়ে পদ্মায় ট্রলারসহ ডুবে যাওয়া সন্তানকে খুঁজে না পাওয়া বাবা-মা জানেন পদ্মা সেতু কী?
হাম্মাদুর রহমান বলেন, পদ্মা সেতু কখনোই একটি সাধারণ সেতু ছিল না। পদ্মার দুপারের মানুষ যারা সেই পথ ব্যবহার করে, তারা জানে এই সেতুর প্রতিটি স্প্যান শত আবেগ আর শত গল্পের বুক চিরে দাঁড় করানো হয়েছে। খাগড়াছড়ির পাহাড়ে কিংবা ঢাকায় এসি রুমে বসে এই সেতুর গুরুত্ব কী, তা বোঝা যাবে না।
আজিমপুর কলোনির বাসিন্দা ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী আক্তারুজ্জামান বলেন, ‘সবার সঙ্গে একত্রে বসে উদ্বোধনী অনুষ্ঠান দেখার মজাটাই আলাদা। বাসায় বসে হয়তো একা একা দেখা যেত, কিন্তু এখানে বসে অনেকের সঙ্গে পরিচয় হলো এটাই সার্থকতা।’
কলোনির বাসিন্দা আফসার আলী বলেন, ‘জাতির গর্ব পদ্মা সেতু, জাতির গর্ব শেখ হাসিনা।
জানা গেছে, আজিমপুর বি জোনের কমন ফ্যাসিলিটিজ ভবনের দোতলায় এই অনুষ্ঠানের আয়োজন করে উইং আর ইউনাইটেড। উদ্বোধনী অনুষ্ঠানের পর কলোনির বাসিন্দাদের জন্য খিচুড়ির আয়োজন করে উদ্যোক্তারা।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৬ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৭ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৭ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৭ ঘণ্টা আগে