ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের ছাত্রলীগের নেত্রীদের বের করে দিয়েছেন কোটা আন্দোলনের শিক্ষার্থীরা। একে একে নেত্রীদের বের করে দেওয়ার সময় শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’ দুয়োধ্বনি দেন।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ছাত্রলীগের রোকেয়া হল শাখার সভাপতি এবং কেন্দ্রীয় ছাত্রলীগের ১ নং সাংগঠনিক সম্পাদক আতিকা বিনতে হোসেনকে ধরে বের করে দেওয়া হচ্ছে।
এদিকে শিক্ষার্থীদের আক্রমণ থেকে বাঁচাতে হলের আবাসিক শিক্ষক ও প্রাধ্যক্ষকে ছাত্রলীগ নেত্রীদের নিরাপদে বের হতে সহযোগিতা করতে দেখা গেছে। সাধারণ শিক্ষার্থীদের হাত থেকে বেশ কয়েকজন ছাত্রলীগ নেত্রীকে উদ্ধার করে করেছেন শিক্ষকেরা।
এ বিষয়ে জানতে চাইলে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নিলুফার পারভীন আজকের পত্রিকাকে বলেন, ‘পরে জানাচ্ছি। এখন কথা বলার পরিস্থিতিতে নেই।’
নাম প্রকাশ না করার শর্তে এক আবাসিক শিক্ষক আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীরা ছাত্রলীগ নেত্রীদের কক্ষে কক্ষে গিয়ে টেনে হিঁচড়ে বের করে দিচ্ছে। কারো কাপড় ছিঁড়ে ফেলতেছে, চুল ছিঁড়তেছে। শিক্ষার্থীরা ছাত্রলীগ নেত্রীদের হল ছাড়া করার ঘোষণা দিয়েছে। আমরা অপ্রীতিকর ঘটনা এড়াতে চাচ্ছি। পর্যবেক্ষণ করছি।’
রোকেয়া হলের এক নিরাপত্তা প্রহরী আজকের পত্রিকাকে জানান, ১০ জন ছাত্রলীগ নেত্রীকে বের করে দিয়েছেন শিক্ষার্থীরা। পরে আবাসিক শিক্ষকেরা এসে তাঁদের নিরাপদে নিয়ে গেছেন।
হলের একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, ওই ১০ ছাত্রলীগ নেত্রীর মধ্যে আছেন হল শাখা ছাত্রলীগ সভাপতি আতিকা বিনতে হোসাইন, ছাত্রলীগ নেত্রী বর্ণালী ঘোষ বর্ণ, সামিহা মাহবুব, সাজিয়া রহমান সিলভী, বিপর্ণা রায় ও সাইফুন্নেসা ইলমি। আতিকা ছাড়া বাকি সবাই আসন্ন হল শাখা ছাত্রলীগের শীর্ষপদ প্রত্যাশী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের ছাত্রলীগের নেত্রীদের বের করে দিয়েছেন কোটা আন্দোলনের শিক্ষার্থীরা। একে একে নেত্রীদের বের করে দেওয়ার সময় শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’ দুয়োধ্বনি দেন।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ছাত্রলীগের রোকেয়া হল শাখার সভাপতি এবং কেন্দ্রীয় ছাত্রলীগের ১ নং সাংগঠনিক সম্পাদক আতিকা বিনতে হোসেনকে ধরে বের করে দেওয়া হচ্ছে।
এদিকে শিক্ষার্থীদের আক্রমণ থেকে বাঁচাতে হলের আবাসিক শিক্ষক ও প্রাধ্যক্ষকে ছাত্রলীগ নেত্রীদের নিরাপদে বের হতে সহযোগিতা করতে দেখা গেছে। সাধারণ শিক্ষার্থীদের হাত থেকে বেশ কয়েকজন ছাত্রলীগ নেত্রীকে উদ্ধার করে করেছেন শিক্ষকেরা।
এ বিষয়ে জানতে চাইলে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নিলুফার পারভীন আজকের পত্রিকাকে বলেন, ‘পরে জানাচ্ছি। এখন কথা বলার পরিস্থিতিতে নেই।’
নাম প্রকাশ না করার শর্তে এক আবাসিক শিক্ষক আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীরা ছাত্রলীগ নেত্রীদের কক্ষে কক্ষে গিয়ে টেনে হিঁচড়ে বের করে দিচ্ছে। কারো কাপড় ছিঁড়ে ফেলতেছে, চুল ছিঁড়তেছে। শিক্ষার্থীরা ছাত্রলীগ নেত্রীদের হল ছাড়া করার ঘোষণা দিয়েছে। আমরা অপ্রীতিকর ঘটনা এড়াতে চাচ্ছি। পর্যবেক্ষণ করছি।’
রোকেয়া হলের এক নিরাপত্তা প্রহরী আজকের পত্রিকাকে জানান, ১০ জন ছাত্রলীগ নেত্রীকে বের করে দিয়েছেন শিক্ষার্থীরা। পরে আবাসিক শিক্ষকেরা এসে তাঁদের নিরাপদে নিয়ে গেছেন।
হলের একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, ওই ১০ ছাত্রলীগ নেত্রীর মধ্যে আছেন হল শাখা ছাত্রলীগ সভাপতি আতিকা বিনতে হোসাইন, ছাত্রলীগ নেত্রী বর্ণালী ঘোষ বর্ণ, সামিহা মাহবুব, সাজিয়া রহমান সিলভী, বিপর্ণা রায় ও সাইফুন্নেসা ইলমি। আতিকা ছাড়া বাকি সবাই আসন্ন হল শাখা ছাত্রলীগের শীর্ষপদ প্রত্যাশী।

সৌদি আরবে গাড়ির ধাক্কায় রফিকুল ইসলাম (৪০) নামের পটুয়াখালীর এক প্রবাসী নিহত হয়েছেন। গতকাল রোববার (১১ জানুয়ারি) রাতে রিয়াদে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
৯ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ সীমান্তে এবার মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছেন। তাঁর নাম কেফায়েত উল্লাহ (২২)। আজ সোমবার (১২ জানুয়ারি) ভোরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রোববার রাতে উপজেলার হোয়াইক্যং সীমান্ত এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশের...
১ ঘণ্টা আগে
গত ২৮ ডিসেম্বর রাতে চট্টগ্রামের পিএবি সড়কের পাশ থেকে অভিভাবকহীন অবস্থায় শিশু আয়েশা ও তার ছোট ভাই মোর্শেদকে উদ্ধার করেন এক সিএনজিচালিত অটোরিকশার চালক। পরে জেলা ও উপজেলা প্রশাসন মানবিক বিবেচনায় শিশু দুটির দায়িত্ব নেয়। উদ্ধারের পর চিকিৎসাধীন অবস্থায় আয়েশার ছোট ভাই মোর্শেদের মৃত্যু হলে ঘটনাটি ব্যাপক
১ ঘণ্টা আগে
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদের নির্বাচনী তফসিল ফের পরিবর্তন করা হয়েছে। নতুন তফসিল অনুযায়ী, নির্বাচনের তারিখ ২১ জানুয়ারির পরিবর্তে ২৫ ফেব্রুয়ারি করা হয়েছে।
১ ঘণ্টা আগে