Ajker Patrika

সাংবাদিক তোফাজ্জল হোসেনের ছেলেকে কারাগারে পাঠানোয় ডিআরইউ’র উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাংবাদিক তোফাজ্জল হোসেনের ছেলেকে কারাগারে পাঠানোয় ডিআরইউ’র উদ্বেগ

সাংবাদিক তোফাজ্জল হোসেনের ছেলেকে কারাগারে পাঠানোর ঘটনায় উদ্বেগ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। আজ শনিবার এক বিবৃতিতে ডিআরইউ’র সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক ডা. নূরুল ইসলাম হাসিব সংগঠনের কার্যনির্বাহী কমিটির পক্ষে এই উদ্বেগ প্রকাশ করেন। বিবৃতিতে তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে তোফাজ্জল হোসেনের ছেলে আহসান হাবীব নাহিদের মুক্তিতে পদক্ষেপ নিতে যথাযথ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। 

এর আগে গত ২৯ নভেম্বর সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সাবেক যুগ্ম সম্পাদক ও দৈনিক খোলা কাগজের বিশেষ প্রতিনিধি তোফাজ্জল হোসেনের ছেলে নাহিদ নিখোঁজ হয়। ছেলের সন্ধান না পেয়ে ওই দিনই রাজধানীর মোহাম্মদপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে তোফাজ্জল হোসেনের পরিবার। 

জিডিতে বলা হয়, আহসান হাবীব নাহিদ ২৯ নভেম্বর সকাল পৌনে ৮টায় মোহাম্মদপুরের বাসা থেকে বের হয়ে রাত পর্যন্ত বাসায় ফেরেনি। তার ব্যবহৃত মোবাইল নম্বরটিও বন্ধ পাওয়া যায়।

তোফাজ্জল হোসেন বলেন, জিডি করার পরদিন দুপুরে র‍্যাব পরিচয়ে পরিবারের সদস্যদের কাছে ফোন দেওয়া হয়। ওই র‍্যাব সদস্য তার পরিবারকে ফোনে বলেন, তার ছেলে মাদারীপুর জেলে আছেন। মাদারীপুর রাজৈর থানার গত বছরের ১৫ জুন সন্ত্রাসবিরোধী আইনে করা এক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গ্রামীণফোনে চাকরির সুযোগ, আবেদন শেষ ২৮ জানুয়ারি

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

‘আপু’ বলায় খেপলেন ইউএনও

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ প্রার্থী, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত