নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর রামপুরায় এক শিক্ষার্থী নিহতের ঘটনায় নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আজ সারা দিন বিভিন্ন গাড়ির কাগজপত্র ও চালকের লাইসেন্স যাচাই করেছে। দুপুরে ‘অ্যাক্সিও জি করোলা’ মডেলের একটি গাড়ি দাঁড় করিয়ে লাইসেন্স দেখতে চায় শিক্ষার্থীরা। গাড়িটির চালকের আসনে ছিলেন পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা। এ সময় তিনি জবাব দেন, ‘পুলিশ পরিচয়ই লাইসেন্স।’
এমন উত্তরে উত্তেজিত হয়ে ওঠে শিক্ষার্থীরা। এ সময় তারা গাড়িটিকে ঘিরে ‘হায় হায় বাংলাদেশ, পুলিশের লাইসেন্স নাই। মামলা চাই, দিতে হবে’ স্লোগান দিতে থাকে। পরে আফতাব নগরের গেট থেকে গাড়িটিকে আটক করে রামপুরা ট্রাফিক বক্সে নিয়ে আসা হয়। ছাত্ররা মামলা দেওয়ার দাবি করলে দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা মামলা দেওয়ার আশ্বাস দেন।
পুলিশ সদস্য পরিচয়ে গাড়ি চালানোর সময় আরও পাঁচজনকে আটক করে শিক্ষার্থীরা। আটক সবগুলোই মোটরসাইকেল। আটক গাড়িগুলোর চালকের কারও কাছেই লাইসেন্স ছিল না, যানবাহনগুলোর নম্বর প্লেটও ছিল না।
শিক্ষার্থীরা জানায়, পুলিশ পরিচয়ে অনেকেই গাড়ি চালাচ্ছেন। গাড়িতে পুলিশের স্টিকার লাগিয়ে চলছেন কিন্তু তাঁদের গাড়ির কাগজ ও লাইসেন্স কোনোটিই নেই। প্রশাসনের লোকজনের যদি এমন অবস্থা হয় তাহলে, কীভাবে নিরাপদ সড়ক বাস্তবায়ন হবে।
এ বিষয়ে রামপুরার দায়িত্বরত ডিএমপি মতিঝিল অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) নুরুল আমিন বলেন, ‘ছাত্রদের আন্দোলনের নিরাপত্তা দিতে আমরা কাজ করছি। ছাত্রদের হাতে আটক হওয়া গাড়িগুলোর বিরুদ্ধে মামলা দিচ্ছে ট্রাফিক পুলিশ।’
ওই পুলিশ কর্মকর্তার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘গাড়ির কাগজ নেওয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে মামলা দেওয়া হবে।’

রাজধানীর রামপুরায় এক শিক্ষার্থী নিহতের ঘটনায় নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আজ সারা দিন বিভিন্ন গাড়ির কাগজপত্র ও চালকের লাইসেন্স যাচাই করেছে। দুপুরে ‘অ্যাক্সিও জি করোলা’ মডেলের একটি গাড়ি দাঁড় করিয়ে লাইসেন্স দেখতে চায় শিক্ষার্থীরা। গাড়িটির চালকের আসনে ছিলেন পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা। এ সময় তিনি জবাব দেন, ‘পুলিশ পরিচয়ই লাইসেন্স।’
এমন উত্তরে উত্তেজিত হয়ে ওঠে শিক্ষার্থীরা। এ সময় তারা গাড়িটিকে ঘিরে ‘হায় হায় বাংলাদেশ, পুলিশের লাইসেন্স নাই। মামলা চাই, দিতে হবে’ স্লোগান দিতে থাকে। পরে আফতাব নগরের গেট থেকে গাড়িটিকে আটক করে রামপুরা ট্রাফিক বক্সে নিয়ে আসা হয়। ছাত্ররা মামলা দেওয়ার দাবি করলে দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা মামলা দেওয়ার আশ্বাস দেন।
পুলিশ সদস্য পরিচয়ে গাড়ি চালানোর সময় আরও পাঁচজনকে আটক করে শিক্ষার্থীরা। আটক সবগুলোই মোটরসাইকেল। আটক গাড়িগুলোর চালকের কারও কাছেই লাইসেন্স ছিল না, যানবাহনগুলোর নম্বর প্লেটও ছিল না।
শিক্ষার্থীরা জানায়, পুলিশ পরিচয়ে অনেকেই গাড়ি চালাচ্ছেন। গাড়িতে পুলিশের স্টিকার লাগিয়ে চলছেন কিন্তু তাঁদের গাড়ির কাগজ ও লাইসেন্স কোনোটিই নেই। প্রশাসনের লোকজনের যদি এমন অবস্থা হয় তাহলে, কীভাবে নিরাপদ সড়ক বাস্তবায়ন হবে।
এ বিষয়ে রামপুরার দায়িত্বরত ডিএমপি মতিঝিল অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) নুরুল আমিন বলেন, ‘ছাত্রদের আন্দোলনের নিরাপত্তা দিতে আমরা কাজ করছি। ছাত্রদের হাতে আটক হওয়া গাড়িগুলোর বিরুদ্ধে মামলা দিচ্ছে ট্রাফিক পুলিশ।’
ওই পুলিশ কর্মকর্তার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘গাড়ির কাগজ নেওয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে মামলা দেওয়া হবে।’

মিরসরাইয়ে লরির ধাক্কায় হুমায়ুন কবির (২৫) নামের এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের মিঠাছড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৯ মিনিট আগে
মব সৃষ্টি করে তিন পুলিশ সদস্যকে হেনস্তার অভিযোগে বগুড়ার ধুনটে দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশের জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি)। গতকাল সোমবার রাতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করে।
১১ মিনিট আগে
মৌলভীবাজার-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আব্দুল মন্নান। কিন্তু এই আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে খেলাফত মজলিসের আহমদ বেলালকে সম্প্রতি মনোনীত করা হয়েছে। আর তাই ফুঁসে উঠেছেন এলাকাবাসী।
২৪ মিনিট আগে
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে রোহিঙ্গাদের অন্তত ৪৫০টি বসতঘর, লার্নিং সেন্টার, মসজিদ, মক্তবসহ অন্যান্য স্থাপনা পুড়ে গেছে। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের ১৬ নম্বর শফিউল্লাহ কাটা ক্যাম্পে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
২৮ মিনিট আগে