নিজস্ব প্রতিবেদক

করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী হাওয়াই দেশে আগামী ৫ এপ্রিল থেকে লকডাউন ঘোষণা করার কথা বলেছে সরকার। এমন সিদ্ধান্তের ফলে নিত্যপণ্যের বাজারে হুমড়ি খেয়ে পড়ছে সাধারণ মানুষ। আসন্ন রোজা ও লকডাউন দুইয়ে মিলে নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুদ করতে বাজারে ভিড় করেছেন অনেকেই। আজ শনিবার মতিঝিল এজিবি কলোনি কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা যায় ।
বাজার করতে আসা ক্রেতা সালমা আক্তার বলেন, হঠাৎ করে সরকার আবারও লকডাউনের ঘোষণা দিচ্ছে। যেহেতু ৫ তারিখ থেকে বাইরে আসা যাবে না, তাই আগেভাগেই সব বাজার করে রাখছি। লকডাউন এর সময় নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট তৈরি হয়। সে কারণেই কিছু পণ্য কিনে রাখছি।
সরেজমিনে ঘুরে দেখা যায়, বাজারে বিশেষ করে মুদি পণ্যের দোকানে ভিড় বেশি। চাল, ডাল, তেল এবং রোজার পণ্যসামগ্রিই বেশি বিক্রি হতে দেখা গেছে। মতিঝিলের এই কাঁচা বাজারে শনিবার দুপুর পর্যন্ত কোন পণ্যের সংকট তৈরি হয়নি। ক্রেতারা প্রয়োজন অনুযায়ীই পণ্য কিনতে পারছেন।
তবে বিক্রেতারা বলছেন, লকডাউনের খবরে সাধারণ মানুষ যেভাবে প্রয়োজনের অধিক জিনিসপত্র কিনছেন, তাতে হঠাৎ করেই হয়তো বাজারের পণ্যের সংকট তৈরি হতে পারে। আর সংকট তৈরি হলেই জিনিসপত্রের দাম এমনিতেই বেড়ে যাবে।
বাজার করতে আসা আরেক ক্রেতা নজরুল ইসলাম বলেন, গতবছর দেখেছি লকডাউনে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। তাই এবার আগেভাগেই বাজার করে রাখছি। যাতে করে লকডাউন এ কোন ধরনের সমস্যায় পড়তে না হয়।
লকডাউনে বেশিরভাগ দোকানপাট বন্ধ থাকে।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের বিষয়ে বিক্রেতারা বলছেন, লকডাউনের খবর প্রচারের পর এখনও পর্যন্ত কোন পণ্যের দাম বাড়েনি। আগে যে দামে বিক্রি হতো, এখনও সেই দামে বিক্রি হচ্ছে। তবে ক্রেতারা বলছেন পণ্যেরর দাম বেশি রাখা হচ্ছে।
বর্তমান বাজার পরিস্থিতির বিষয়ে কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) এর সভাপতি গোলাম রহমান আজকের পত্রিকাকে বলেন, 'লকডাউন হবে এমন ঘোষণা দিয়েছে সরকার সুতরাং বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখার দায়িত্ব তাদের। তবে সাধারণ মানুষকে আমি অনুরোধ করব, প্রয়োজনের বাহিরে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনে মজুদ করবেন না। এতে অসাধু ব্যবসায়ীরা সুযোগ বুঝে পণ্যের কৃত্রিম সংকট করে দাম বাড়িয়ে দিবে'।

করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী হাওয়াই দেশে আগামী ৫ এপ্রিল থেকে লকডাউন ঘোষণা করার কথা বলেছে সরকার। এমন সিদ্ধান্তের ফলে নিত্যপণ্যের বাজারে হুমড়ি খেয়ে পড়ছে সাধারণ মানুষ। আসন্ন রোজা ও লকডাউন দুইয়ে মিলে নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুদ করতে বাজারে ভিড় করেছেন অনেকেই। আজ শনিবার মতিঝিল এজিবি কলোনি কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা যায় ।
বাজার করতে আসা ক্রেতা সালমা আক্তার বলেন, হঠাৎ করে সরকার আবারও লকডাউনের ঘোষণা দিচ্ছে। যেহেতু ৫ তারিখ থেকে বাইরে আসা যাবে না, তাই আগেভাগেই সব বাজার করে রাখছি। লকডাউন এর সময় নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট তৈরি হয়। সে কারণেই কিছু পণ্য কিনে রাখছি।
সরেজমিনে ঘুরে দেখা যায়, বাজারে বিশেষ করে মুদি পণ্যের দোকানে ভিড় বেশি। চাল, ডাল, তেল এবং রোজার পণ্যসামগ্রিই বেশি বিক্রি হতে দেখা গেছে। মতিঝিলের এই কাঁচা বাজারে শনিবার দুপুর পর্যন্ত কোন পণ্যের সংকট তৈরি হয়নি। ক্রেতারা প্রয়োজন অনুযায়ীই পণ্য কিনতে পারছেন।
তবে বিক্রেতারা বলছেন, লকডাউনের খবরে সাধারণ মানুষ যেভাবে প্রয়োজনের অধিক জিনিসপত্র কিনছেন, তাতে হঠাৎ করেই হয়তো বাজারের পণ্যের সংকট তৈরি হতে পারে। আর সংকট তৈরি হলেই জিনিসপত্রের দাম এমনিতেই বেড়ে যাবে।
বাজার করতে আসা আরেক ক্রেতা নজরুল ইসলাম বলেন, গতবছর দেখেছি লকডাউনে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। তাই এবার আগেভাগেই বাজার করে রাখছি। যাতে করে লকডাউন এ কোন ধরনের সমস্যায় পড়তে না হয়।
লকডাউনে বেশিরভাগ দোকানপাট বন্ধ থাকে।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের বিষয়ে বিক্রেতারা বলছেন, লকডাউনের খবর প্রচারের পর এখনও পর্যন্ত কোন পণ্যের দাম বাড়েনি। আগে যে দামে বিক্রি হতো, এখনও সেই দামে বিক্রি হচ্ছে। তবে ক্রেতারা বলছেন পণ্যেরর দাম বেশি রাখা হচ্ছে।
বর্তমান বাজার পরিস্থিতির বিষয়ে কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) এর সভাপতি গোলাম রহমান আজকের পত্রিকাকে বলেন, 'লকডাউন হবে এমন ঘোষণা দিয়েছে সরকার সুতরাং বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখার দায়িত্ব তাদের। তবে সাধারণ মানুষকে আমি অনুরোধ করব, প্রয়োজনের বাহিরে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনে মজুদ করবেন না। এতে অসাধু ব্যবসায়ীরা সুযোগ বুঝে পণ্যের কৃত্রিম সংকট করে দাম বাড়িয়ে দিবে'।

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
১৬ মিনিট আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
২২ মিনিট আগে
সুনামগঞ্জের হাওরগুলোতে গেল বর্ষায় প্রচণ্ড পানিস্বল্পতা ছিল। পানি কম থাকায় অক্ষত রয়েছে অধিকাংশ ফসল রক্ষা বাঁধ। বিগত সময়ের তুলনায় ক্লোজারও (বড় ভাঙন) কমেছে সম্ভাব্য বাঁধগুলোতে। কিন্তু যেনতেন প্রাক্কলন, মনগড়া জরিপের মাধ্যমে বাড়ানো হয়েছে বরাদ্দ। হাওর সচেতন মানুষের অভিযোগ, বরাদ্দ বাড়িয়ে সরকারি অর্থ লুটপাট
২৭ মিনিট আগে
ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল হুমাইরা আক্তার মিম (১৫)। স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে বড় কিছু হওয়ার। কিন্তু গত শুক্রবার দিবাগত রাতে তার মরদেহ উদ্ধার করা হয়।
৩১ মিনিট আগে