উত্তরা (ঢাকা) প্রতিনিধি

সম্প্রতি নৌবাহিনীর এক কর্মকর্তাকে অপহরণ করে মুক্তিপণ আদায়কারী চক্রের ছয় সদস্যকে মুক্তিপণের স্বর্ণালঙ্কারসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মোছা. সালমা আক্তার (৩৫) ও তার ছেলে ফাহিম হোসেন খান ওরফে শুভ (১৯), মামুন মোল্লা (২৬), কাজী আহাদ হোসেন (৩৪), মো. রুবেল (২৬), ইমরান হোসেন (২৪) ও মোছা. সালমা আক্তার (৩৫)।
আজ শনিবার বিকেলে ডিএমপির দক্ষিণখান জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. তরিকুর রহমান বিষয়টি জানিয়েছেন।
জানা যায়, সালমা আক্তার ও তার ছেলে ফাহিম হোসেন মিলে গড়ে তোলেন এক অপহরণ চক্র। সামলা বাসা ভাড়া নিতেন। আর তার ছেলে শুভকে দিয়ে সাধারণ মানুষকে ফাঁদে ফেলে আদায় করতেন মোটা অংকের মুক্তিপণ।
মামলার অভিযোগের সূত্রে জানা যায়, গত ১৬ জানুয়ারি দক্ষিণখান ফায়দাবাদ প্রাইমারি স্কুল রোডের ড্রিমটাচ বিল্ডিংয়ে নৌবাহিনীর কর্মকর্তা রিয়াজ আহমেদকে (২৮) হাত-পা বেধে আটকে রেখে ভিসা কার্ডের মাধ্যমে ৫০ হাজার টাকা ও তাঁর শ্বশুরের মোবাইল ফোনে কল দিয়ে ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের স্বর্ণালঙ্কার আদায় করে চক্রটি।
তরিকুর রহমান বলেন, অপহরণের ঘটনায় ওই নৌ-কর্মকর্তা গত শুক্রবার (১৯ জানুয়ারি) দিবাগত রাতে একটি মামলা করেন। ওই মামলার পর দক্ষিণখানের ফায়দাবাদ থেকে শুক্রবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে শুভকে ও তার দেওয়া তথ্যের ভিত্তিতে টিআইসি কলোনীর একটি বাসা থেকে শনিবার (২০ জানুয়ারি) ভোরে বাকিদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে আসামী মামুনের সিএনজি পাম্প সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে মুক্তিপণ হিসাবে আদায় করা স্বর্ণালঙ্কার জব্দ করা হয়।
তরিকুর রহমান বলেন, গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে মুক্তিপণের জন্য আদায় করা একটি স্বর্ণের হার, একটি স্বর্ণের রিং ও একজোড়া কানের দুল জব্দ করা হয়। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়।

সম্প্রতি নৌবাহিনীর এক কর্মকর্তাকে অপহরণ করে মুক্তিপণ আদায়কারী চক্রের ছয় সদস্যকে মুক্তিপণের স্বর্ণালঙ্কারসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মোছা. সালমা আক্তার (৩৫) ও তার ছেলে ফাহিম হোসেন খান ওরফে শুভ (১৯), মামুন মোল্লা (২৬), কাজী আহাদ হোসেন (৩৪), মো. রুবেল (২৬), ইমরান হোসেন (২৪) ও মোছা. সালমা আক্তার (৩৫)।
আজ শনিবার বিকেলে ডিএমপির দক্ষিণখান জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. তরিকুর রহমান বিষয়টি জানিয়েছেন।
জানা যায়, সালমা আক্তার ও তার ছেলে ফাহিম হোসেন মিলে গড়ে তোলেন এক অপহরণ চক্র। সামলা বাসা ভাড়া নিতেন। আর তার ছেলে শুভকে দিয়ে সাধারণ মানুষকে ফাঁদে ফেলে আদায় করতেন মোটা অংকের মুক্তিপণ।
মামলার অভিযোগের সূত্রে জানা যায়, গত ১৬ জানুয়ারি দক্ষিণখান ফায়দাবাদ প্রাইমারি স্কুল রোডের ড্রিমটাচ বিল্ডিংয়ে নৌবাহিনীর কর্মকর্তা রিয়াজ আহমেদকে (২৮) হাত-পা বেধে আটকে রেখে ভিসা কার্ডের মাধ্যমে ৫০ হাজার টাকা ও তাঁর শ্বশুরের মোবাইল ফোনে কল দিয়ে ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের স্বর্ণালঙ্কার আদায় করে চক্রটি।
তরিকুর রহমান বলেন, অপহরণের ঘটনায় ওই নৌ-কর্মকর্তা গত শুক্রবার (১৯ জানুয়ারি) দিবাগত রাতে একটি মামলা করেন। ওই মামলার পর দক্ষিণখানের ফায়দাবাদ থেকে শুক্রবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে শুভকে ও তার দেওয়া তথ্যের ভিত্তিতে টিআইসি কলোনীর একটি বাসা থেকে শনিবার (২০ জানুয়ারি) ভোরে বাকিদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে আসামী মামুনের সিএনজি পাম্প সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে মুক্তিপণ হিসাবে আদায় করা স্বর্ণালঙ্কার জব্দ করা হয়।
তরিকুর রহমান বলেন, গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে মুক্তিপণের জন্য আদায় করা একটি স্বর্ণের হার, একটি স্বর্ণের রিং ও একজোড়া কানের দুল জব্দ করা হয়। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়।

রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
৩৩ মিনিট আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি কয়লাবোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে দেবে গেছে। ব্রিজটি চরবিশ্বনাথপুর এলাকার মানুষের জন্য হোসেনপুর বাজারে যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া স্টেশনে ট্রেনের বগি থেকে মোজাহার আলী (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করছে পুলিশ। তিনি উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া গ্রামের মৃত আব্দুল সর্দারের ছেলে।
১ ঘণ্টা আগে