জবি প্রতিনিধি

একটি হোয়াটসঅ্যাপ কথোপকথনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেটাকে অনেকে একজন নারী শিক্ষার্থীর সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের প্রভাষক আবু শাহেদ ইমনের কথোপকথন বলে দাবি করছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপে হোয়াটসঅ্যাপের কয়েকটি স্ক্রিনশট দেখা যায়। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
ভাইরাল হওয়া স্ক্রিনশটে দেখা যায়, একজন নারী শিক্ষার্থীকে বিভিন্ন কুরুচিপূর্ণ বার্তা দিয়েছে একজন শিক্ষক। ওই নারী শিক্ষার্থী বিভাগের চেয়ারম্যানের কাছে অভিযোগ দেওয়ার কথা জানালে শিক্ষক সমঝোতা করতে চায়।
ভাইরাল স্ক্রিনশট থেকে আরও দেখা যায়, ওই নারী শিক্ষার্থীকে তাঁর কোর্সে নম্বর বাড়িয়ে দিতে চান এবং বিভাগের শিক্ষক বানানোর জন্যও প্রস্তাব দেন। এই নারী শিক্ষার্থীকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য পাসপোর্ট করতে নিকেতনে দেখা করে টাকা দেওয়ারও প্রস্তাব দেন।
এ বিষয়ে কথা বলতে শিক্ষক আবু শাহেদ ইমনকে বারবার কল দিয়েও পাওয়া যায়নি।
ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের প্রভাষক সামির আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু চ্যাট দেখেছি। কিন্তু এ বিষয়ে আমি কিছু জানি না।’
বিভাগটির চেয়ারম্যানের নতুন দায়িত্ব পাওয়া সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমি তো এখনো বিভাগটির দায়িত্ব গ্রহণ করিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে কী ভাইরাল হচ্ছে, সেটা নিয়ে আমি আর কী বলব!’
(সংশোধনী: শুরুতে প্রতিবেদনে হোয়াটসঅ্যাপ কথোপকথনের ‘স্ক্রিনশটটিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের প্রভাষক আবু শাহেদ ইমনের’ বলে তুলে ধরা হয়েছিল। তবে তা এখনও প্রমাণিত না হওয়ায় সেটাকে সংশোধন করে দাবি হিসেবে তুলে ধরা হল।অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য আমরা দুঃখিত।)

একটি হোয়াটসঅ্যাপ কথোপকথনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেটাকে অনেকে একজন নারী শিক্ষার্থীর সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের প্রভাষক আবু শাহেদ ইমনের কথোপকথন বলে দাবি করছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপে হোয়াটসঅ্যাপের কয়েকটি স্ক্রিনশট দেখা যায়। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
ভাইরাল হওয়া স্ক্রিনশটে দেখা যায়, একজন নারী শিক্ষার্থীকে বিভিন্ন কুরুচিপূর্ণ বার্তা দিয়েছে একজন শিক্ষক। ওই নারী শিক্ষার্থী বিভাগের চেয়ারম্যানের কাছে অভিযোগ দেওয়ার কথা জানালে শিক্ষক সমঝোতা করতে চায়।
ভাইরাল স্ক্রিনশট থেকে আরও দেখা যায়, ওই নারী শিক্ষার্থীকে তাঁর কোর্সে নম্বর বাড়িয়ে দিতে চান এবং বিভাগের শিক্ষক বানানোর জন্যও প্রস্তাব দেন। এই নারী শিক্ষার্থীকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য পাসপোর্ট করতে নিকেতনে দেখা করে টাকা দেওয়ারও প্রস্তাব দেন।
এ বিষয়ে কথা বলতে শিক্ষক আবু শাহেদ ইমনকে বারবার কল দিয়েও পাওয়া যায়নি।
ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের প্রভাষক সামির আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু চ্যাট দেখেছি। কিন্তু এ বিষয়ে আমি কিছু জানি না।’
বিভাগটির চেয়ারম্যানের নতুন দায়িত্ব পাওয়া সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমি তো এখনো বিভাগটির দায়িত্ব গ্রহণ করিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে কী ভাইরাল হচ্ছে, সেটা নিয়ে আমি আর কী বলব!’
(সংশোধনী: শুরুতে প্রতিবেদনে হোয়াটসঅ্যাপ কথোপকথনের ‘স্ক্রিনশটটিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের প্রভাষক আবু শাহেদ ইমনের’ বলে তুলে ধরা হয়েছিল। তবে তা এখনও প্রমাণিত না হওয়ায় সেটাকে সংশোধন করে দাবি হিসেবে তুলে ধরা হল।অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য আমরা দুঃখিত।)

চট্টগ্রামের বোয়ালখালীতে মুখোশধারীর ছুরিকাঘাতে বিএনপি নেতা আবুল বশর চৌধুরী (৪৫) জখম হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
২৪ মিনিট আগে
বরিশাল নগরীতে বেপরোয়া গতির ট্রাকচাপায় মোটরসাইকেলচালক ও আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) গভীর রাতে নগরীর রূপাতলী উকিলবাড়ির সামনে বরিশাল-ঝালকাঠি মহাসড়কে এই ঘটনা ঘটে। বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন উল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
৩১ মিনিট আগে
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ওসিকে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্যসচিব মাহদী হাসানের বিরুদ্ধে। শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে শায়েস্তাগঞ্জ থানায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
এক দিনের ব্যবধানে ২ দশমিক ৮ ডিগ্রি তাপমাত্রা কমে নওগাঁ মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকাল ৯টায় এই জেলায় ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা চলতি বছর এখন পর্যন্ত এই জেলার সর্বনিম্ন তাপমাত্রা।
২ ঘণ্টা আগে