Ajker Patrika

কলাবাগানে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলায় সমন্বয়কসহ ১৪ জন আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ মার্চ ২০২৫, ০১: ২৭
ছবি: আজকের পত্রিকা
ছবি: আজকের পত্রিকা

রাজধানীর কলাবাগান থানা এলাকায় একটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে সমন্বয়ক পরিচয় দেওয়া ১৪ তরুণকে আটক করেছে যৌথ বাহিনী। তাঁদের কলাবাগান থানায় হস্তান্তর করা হয়েছে।

আজ শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুজ্জামান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি মুক্তারুজ্জামান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার আহ্বায়ক সালাউদ্দিন সালমানসহ বিভিন্ন পদের ১৪ জনকে আটক করা হয়েছে। তাঁরা রাজধানীর রাসেল স্কয়ারে শেখ কবির নামের এক ব্যবসায়ীর অফিসে হামলা ও ভাঙচুর করেছেন।

থানা পুলিশ সূত্রে জানা যায়, ভোক্তভোগীর শেখ কবিরের পান্থপথের ৪৭ লেক সার্কাসে কাবিক্রো লিমিটেড একটি কনস্ট্রাকশন সাইট রয়েছে। হঠাৎ করে রাতে সেখানে গিয়ে ভাঙচুর চালায় ২০ জনের মতো যুবকদের একটি দল। সেখান থেকে ড্রয়ার ভেঙে তাঁরা টাকাও নেয়। পরে ভুক্তভোগী ৯৯৯-এ ফোন করলে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দল সেখানে গিয়ে তাদের আটক করে। লুট হওয়া টাকা থেকে প্রায় অর্ধ লক্ষ টাকা উদ্ধার করে।

ওসি মুক্তারুজ্জামান আরও বলেন, অভিযুক্তরা দাবি করেছেন, ওই কনস্ট্রাকশন সাইটে আওয়ামী লীগে কার্যক্রম চলছিল—এমনটি শুনে তাঁরা সেখানে গিয়েছিলেন। কিন্ত ভুক্তভাগী বলেছেন, এটা তাঁর ব্যক্তিগত অফিস। এটা আওয়ামী লীগের কোনো অফিস ছিল না। সেই অফিস ভাঙচুর করে তিন লাখ টাকা নিয়ে নেয় তাঁরা।

এ ঘটনায় কলাবাগান থানায় ১৪ জনসহ অজ্ঞাত পাঁচ ছয় জনের নামে আইনশৃঙ্খলা বিঘন্নকারী অপরাধে দ্রুত বিচার আইনের মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয় বিশ্বের নেতা হওয়ার পথে দিল্লির বাধা চীনের উত্থান: ভারতীয় সেনাপ্রধান

আসামির জবানবন্দি: মাগুরার শিশুটির গলায় ওড়না পেঁচিয়ে ধর্ষণ করা হয়

ইউএনওর ফেসবুক পেজ হ্যাক করে পোস্ট, ‘করলাম না এই প্রশাসনের চাকরি’

রেমিট্যান্সের নামে ৭৩০ কোটি টাকার কর ফাঁকি দিয়েছেন একজন, কার কথা বললেন এনবিআর চেয়ারম্যান

অতিরিক্ত দায়িত্ব পালনে খাওয়ার খরচ চায় পুলিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত