Ajker Patrika

জাতীয়করণসহ ৮ দাবিতে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয়করণসহ ৮ দাবিতে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রে বৈষম্যের অভিযোগ তুলেছেন বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত শিক্ষক ও কর্মচারীরা। শিক্ষাব্যবস্থার উন্নয়নে জাতীয়করণের পাশাপাশি আট দফা দাবি জানিয়েছেন তাঁরা। আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন ও স্বাধীনতা শিক্ষক পরিষদের এক মানববন্ধন থেকে এই দাবি জানান তাঁরা। এ নিয়ে প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি দেওয়ার উদ্যোগ নিয়েছে সংগঠন দুটি।

মানববন্ধনে বেসরকারি শিক্ষক-কর্মচারীরা বলেন, বেসরকারি শিক্ষকেরা মাসে ১ হাজার টাকা বেতন, ৫০৯ টাকা চিকিৎসা ভাতা, ২৫ শতাংশ উৎসব ভাতা পান। এটি অপ্রতুল ও অসম্মানজনক। ব্যবস্থাপনা কমিটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অযাচিতভাবে হস্তক্ষেপ করে বলেও অভিযোগ করেন শিক্ষক নেতারা। 

মানববন্ধনে উপস্থাপিত আট দফা দাবির মধ্যে রয়েছে—মুজিব বর্ষেই প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের ঘোষণা, ঈদের আগেই পূর্ণাঙ্গ উৎসব ভাতাসহ সরকারি অনুরূপ বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতার জন্য বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ, স্বীকৃতিদান, সব শিক্ষাপ্রতিষ্ঠানকে দ্রুত এমপিওভুক্ত করা, শিক্ষাসংশ্লিষ্ট সরকারি বিভিন্ন দপ্তর থেকে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধীদের প্রত্যাহার করে মুক্তিযুদ্ধের পক্ষের যোগ্য ব্যক্তিদের পদায়ন, করোনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী-শিক্ষকদের আর্থিক প্রণোদনাসহ বিনা মূল্যে যন্ত্র ও শিক্ষাসামগ্রী প্রদান এবং সরকারি উদ্যোগে দুপুরের খাবার সরবরাহ। 

মানববন্ধনে তোলা অন্য দাবিগুলোর মধ্যে শূন্য পদের বিপরীতে ইনডেক্স শিক্ষকদের বদলি, শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট ও অবসর বোর্ডের জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ, ব্যবস্থাপনা কমিটিতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধসহ শিক্ষাবান্ধব ব্যক্তিদের কমিটিতে অন্তর্ভুক্তসহ স্কুল পর্যায়ে ন্যূনতম ডিগ্রি পাস ও কলেজ পর্যায়ে স্নাতকোত্তরদের নিয়োগের বিষয়টি বিশেষভাবে উল্লেখযোগ্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

বাসে ডাকাতি, ধর্ষণ: ঢাকা-টাঙ্গাইল যেন আতঙ্কের মহাসড়ক

আজকের রাশিফল: সততা বিপদ থেকে বাঁচাবে, প্রেমে পড়ার আগে ব্যাকগ্রাউন্ড যাচাই করুন

ত্বকে দ্রুত বয়সের ছাপ ফেলে যে ৫ অভ্যাস

পটুয়াখালী-২ আসন: মুখোমুখি বিএনপি-জামায়াত উত্তেজনা বাড়ছে বাউফলে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত