ঢাবি প্রতিনিধি

ছাত্রলীগের সন্ত্রাসের ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ঐতিহ্য ভূলুণ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছে ঢাবির জাতীয়তাবাদ ও ইসলামি মূল্যবোধে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সাদা দল।
ঢাবি ক্যাম্পাসে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবিতে আজ শনিবার দুপুরে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মো. লুৎফর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ মন্তব্য করা হয়।
একই সঙ্গে গত শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ছাত্রলীগের হামলায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত শুক্রবার ছিল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে নির্ধারিত কর্মসূচি উদ্যাপনের উদ্দেশে সংগঠনটির নেতা-কর্মীরা রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ করতে আসলে ছাত্রলীগের নেতা-কর্মীদের বাধার মুখে পড়েন। এ বাধা অতিক্রম করে তারা এগিয়ে যেতে চাইলে একপর্যায়ে ছাত্রলীগ নামধারী কতিপয় সন্ত্রাসী ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। তাদের হামলায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, সহসভাপতি আখতার হোসেন, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদিব এবং সাব্বিরসহ ২৫-৩০ জন আহত হন। আহতরা একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা যায়।
এতে আরও বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তবুদ্ধি, স্বাধীন চিন্তা ও মতপ্রকাশের এক ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। বর্তমান সরকারের সমর্থক বাংলাদেশ ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রমের ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ঐতিহ্য এরই মধ্যেই ভূলুণ্ঠিত হয়েছে। প্রাণের প্রতিষ্ঠানে ভিন্নমতের ওপর হামলার পুনরাবৃত্তি দেখতে চাই না। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জ্ঞাপনের পাশাপাশি হামলায় জড়িত চিহ্নিত করে অবিলম্বে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানাই।

ছাত্রলীগের সন্ত্রাসের ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ঐতিহ্য ভূলুণ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছে ঢাবির জাতীয়তাবাদ ও ইসলামি মূল্যবোধে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সাদা দল।
ঢাবি ক্যাম্পাসে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবিতে আজ শনিবার দুপুরে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মো. লুৎফর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ মন্তব্য করা হয়।
একই সঙ্গে গত শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ছাত্রলীগের হামলায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত শুক্রবার ছিল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে নির্ধারিত কর্মসূচি উদ্যাপনের উদ্দেশে সংগঠনটির নেতা-কর্মীরা রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ করতে আসলে ছাত্রলীগের নেতা-কর্মীদের বাধার মুখে পড়েন। এ বাধা অতিক্রম করে তারা এগিয়ে যেতে চাইলে একপর্যায়ে ছাত্রলীগ নামধারী কতিপয় সন্ত্রাসী ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। তাদের হামলায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, সহসভাপতি আখতার হোসেন, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদিব এবং সাব্বিরসহ ২৫-৩০ জন আহত হন। আহতরা একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা যায়।
এতে আরও বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তবুদ্ধি, স্বাধীন চিন্তা ও মতপ্রকাশের এক ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। বর্তমান সরকারের সমর্থক বাংলাদেশ ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রমের ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ঐতিহ্য এরই মধ্যেই ভূলুণ্ঠিত হয়েছে। প্রাণের প্রতিষ্ঠানে ভিন্নমতের ওপর হামলার পুনরাবৃত্তি দেখতে চাই না। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জ্ঞাপনের পাশাপাশি হামলায় জড়িত চিহ্নিত করে অবিলম্বে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানাই।

টাঙ্গাইলের বাসাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় বাসাইল-টাঙ্গাইল সড়কের বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
৮ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৮ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৮ ঘণ্টা আগে