ঢাবি প্রতিনিধি

ছাত্রলীগের সন্ত্রাসের ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ঐতিহ্য ভূলুণ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছে ঢাবির জাতীয়তাবাদ ও ইসলামি মূল্যবোধে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সাদা দল।
ঢাবি ক্যাম্পাসে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবিতে আজ শনিবার দুপুরে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মো. লুৎফর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ মন্তব্য করা হয়।
একই সঙ্গে গত শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ছাত্রলীগের হামলায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত শুক্রবার ছিল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে নির্ধারিত কর্মসূচি উদ্যাপনের উদ্দেশে সংগঠনটির নেতা-কর্মীরা রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ করতে আসলে ছাত্রলীগের নেতা-কর্মীদের বাধার মুখে পড়েন। এ বাধা অতিক্রম করে তারা এগিয়ে যেতে চাইলে একপর্যায়ে ছাত্রলীগ নামধারী কতিপয় সন্ত্রাসী ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। তাদের হামলায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, সহসভাপতি আখতার হোসেন, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদিব এবং সাব্বিরসহ ২৫-৩০ জন আহত হন। আহতরা একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা যায়।
এতে আরও বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তবুদ্ধি, স্বাধীন চিন্তা ও মতপ্রকাশের এক ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। বর্তমান সরকারের সমর্থক বাংলাদেশ ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রমের ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ঐতিহ্য এরই মধ্যেই ভূলুণ্ঠিত হয়েছে। প্রাণের প্রতিষ্ঠানে ভিন্নমতের ওপর হামলার পুনরাবৃত্তি দেখতে চাই না। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জ্ঞাপনের পাশাপাশি হামলায় জড়িত চিহ্নিত করে অবিলম্বে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানাই।

ছাত্রলীগের সন্ত্রাসের ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ঐতিহ্য ভূলুণ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছে ঢাবির জাতীয়তাবাদ ও ইসলামি মূল্যবোধে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সাদা দল।
ঢাবি ক্যাম্পাসে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবিতে আজ শনিবার দুপুরে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মো. লুৎফর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ মন্তব্য করা হয়।
একই সঙ্গে গত শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ছাত্রলীগের হামলায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত শুক্রবার ছিল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে নির্ধারিত কর্মসূচি উদ্যাপনের উদ্দেশে সংগঠনটির নেতা-কর্মীরা রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ করতে আসলে ছাত্রলীগের নেতা-কর্মীদের বাধার মুখে পড়েন। এ বাধা অতিক্রম করে তারা এগিয়ে যেতে চাইলে একপর্যায়ে ছাত্রলীগ নামধারী কতিপয় সন্ত্রাসী ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। তাদের হামলায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, সহসভাপতি আখতার হোসেন, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদিব এবং সাব্বিরসহ ২৫-৩০ জন আহত হন। আহতরা একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা যায়।
এতে আরও বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তবুদ্ধি, স্বাধীন চিন্তা ও মতপ্রকাশের এক ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। বর্তমান সরকারের সমর্থক বাংলাদেশ ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রমের ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ঐতিহ্য এরই মধ্যেই ভূলুণ্ঠিত হয়েছে। প্রাণের প্রতিষ্ঠানে ভিন্নমতের ওপর হামলার পুনরাবৃত্তি দেখতে চাই না। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জ্ঞাপনের পাশাপাশি হামলায় জড়িত চিহ্নিত করে অবিলম্বে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানাই।

রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
১ ঘণ্টা আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
১ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। চায়ের আড্ডা থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলিতে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ৩৮টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এর মধ্যে একজন প্রার্থী দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সে হিসেবে ভোটের মাঠে আছেন ৩৭ জন। তাঁদের মধ্যে ৩৪ জন অর্থাৎ প্রায় ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত।
২ ঘণ্টা আগে