উত্তরা (ঢাকা) প্রতিনিধি

গত দুই মাসে হারিয়ে যাওয়া ১৬২ মোবাইল ফোন উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সাইবার ক্রাইম ইউনিট।
আজ মঙ্গলবার এপিবিএন সাইবার ক্রাইম ইউনিট কার্যালয়ে ১৬২টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেন ১২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আনিছুর রহমান। মোবাইলগুলোর আনুমানিক মূল্য প্রায় ৩৫ লাখ টাকা।
মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহ-অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী ও বিকিউএম ১২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মল্লিক আহসান উদ্দিন সামী।
মোবাইল হাতে পেয়ে মগবাজারের ব্যবসায়ী লুৎফর রহমান বলেন, ‘এর আগে একটা আইফোন হারিয়েছি। সেটা পাইনি। এবার পাব ভাবিনি। যেভাবে উদ্ধার করেছে মোবাইলটা তাতে পুলিশের ওপর আমার আস্থা অনেক বেড়ে গেল।’
গত ২১ জানুয়ারি সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের ছাত্র মোহাম্মদ ফয়জুদ্দিনের মোবাইল ছিনতাই হয়েছিল। মোবাইলটি ফিরে পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন তিনি। কিন্তু ছিনতাই হওয়া সেই মোবাইলটি তাঁকে উদ্ধার করে ফিরিয়ে দিয়েছে উত্তরার ১২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সাইবার ক্রাইম ইউনিট।
অতিরিক্ত ডিআইজি আনিছুর রহমান বলেন, ‘মোবাইল ফোন উদ্ধারের প্রক্রিয়া অত সহজ নয়। প্রচুর ডাটা অ্যানালাইসিস করতে হয়। এটার জের ধরে বিভিন্ন জায়গায় যেতে হয়। আমাদের প্রচুর কষ্ট করতে হয়। এরপরও আমরা করি কাজটা, কারণ আমরা যদি না করে হাল ছেড়ে দিই তাহলে এই যে মোবাইল ছিনতাই হওয়া বা হারিয়ে যাওয়া বা চুরি হওয়া এসব জিনিস বাড়বেই। এসব তৎপরতার কারণে তারাও (ছিনতাইকারীরা) আগ্রহ হারিয়ে ফেলছে। আমরা মোবাইল উদ্ধারের কাজ ভালোভাবে করার চেষ্টা করি এবং আমাদের সাফল্যের হারও বেশি।’
গাজীপুর চৌরাস্তা শালনা থেকে গার্মেন্টস শ্রমিক মোহাম্মদ রমজান আলীর মোবাইল চুরি হয়েছিল। হারানো মোবাইল ফোন ফেরত পেয়ে উচ্ছ্বসিত রমজান বলেন, ‘পুলিশের প্রতি আমার আস্থা ছিল। মোবাইল ফিরে পেয়ে খুব খুশি আমি।’

গত দুই মাসে হারিয়ে যাওয়া ১৬২ মোবাইল ফোন উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সাইবার ক্রাইম ইউনিট।
আজ মঙ্গলবার এপিবিএন সাইবার ক্রাইম ইউনিট কার্যালয়ে ১৬২টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেন ১২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আনিছুর রহমান। মোবাইলগুলোর আনুমানিক মূল্য প্রায় ৩৫ লাখ টাকা।
মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহ-অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী ও বিকিউএম ১২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মল্লিক আহসান উদ্দিন সামী।
মোবাইল হাতে পেয়ে মগবাজারের ব্যবসায়ী লুৎফর রহমান বলেন, ‘এর আগে একটা আইফোন হারিয়েছি। সেটা পাইনি। এবার পাব ভাবিনি। যেভাবে উদ্ধার করেছে মোবাইলটা তাতে পুলিশের ওপর আমার আস্থা অনেক বেড়ে গেল।’
গত ২১ জানুয়ারি সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের ছাত্র মোহাম্মদ ফয়জুদ্দিনের মোবাইল ছিনতাই হয়েছিল। মোবাইলটি ফিরে পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন তিনি। কিন্তু ছিনতাই হওয়া সেই মোবাইলটি তাঁকে উদ্ধার করে ফিরিয়ে দিয়েছে উত্তরার ১২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সাইবার ক্রাইম ইউনিট।
অতিরিক্ত ডিআইজি আনিছুর রহমান বলেন, ‘মোবাইল ফোন উদ্ধারের প্রক্রিয়া অত সহজ নয়। প্রচুর ডাটা অ্যানালাইসিস করতে হয়। এটার জের ধরে বিভিন্ন জায়গায় যেতে হয়। আমাদের প্রচুর কষ্ট করতে হয়। এরপরও আমরা করি কাজটা, কারণ আমরা যদি না করে হাল ছেড়ে দিই তাহলে এই যে মোবাইল ছিনতাই হওয়া বা হারিয়ে যাওয়া বা চুরি হওয়া এসব জিনিস বাড়বেই। এসব তৎপরতার কারণে তারাও (ছিনতাইকারীরা) আগ্রহ হারিয়ে ফেলছে। আমরা মোবাইল উদ্ধারের কাজ ভালোভাবে করার চেষ্টা করি এবং আমাদের সাফল্যের হারও বেশি।’
গাজীপুর চৌরাস্তা শালনা থেকে গার্মেন্টস শ্রমিক মোহাম্মদ রমজান আলীর মোবাইল চুরি হয়েছিল। হারানো মোবাইল ফোন ফেরত পেয়ে উচ্ছ্বসিত রমজান বলেন, ‘পুলিশের প্রতি আমার আস্থা ছিল। মোবাইল ফিরে পেয়ে খুব খুশি আমি।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৩ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৪ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৫ ঘণ্টা আগে