দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার দেবীদ্বারে সপ্তম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১৪টি ইউনিয়নের মধ্যে নয়টিতেই জয় পেয়েছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা। একটিতে জয় পেয়েছে স্বতন্ত্র প্রার্থী। আর বাকি চারটিতে জয় পেয়েছে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী।
দেবীদ্বার উপজেলার ১৪টি ইউনিয়নে সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এর মধ্যে দুটি ইউপিতে ইভিএমে এবং ১২টি ইউনিয়নে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ হয়।
চারটি ইউপিতে নৌকার বিজয়ীরা হলেন-গুনাইঘর উত্তর ইউনিয়নে মোহাম্মদ মোকবল হোসেন মুকুল (নৌকা), গুনাইঘর দক্ষিণ ইউনিয়নে মো. হুমায়ুন কবির (নৌকা), সুলতানপুর ইউনিয়নে অধ্যক্ষ হুমায়ুন কবির (নৌকা), বরকামতা ইউনিয়নে আলহাজ্ব নুরুল ইসলাম (নৌকা)।
অপরদিকে নয়টি ইউনিয়নে বিজয়ী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা হলেন-বড়শালঘর ইউপিতে আবদুল আউয়াল (আনারস), রসুলপুর ইউপিতে মো. শাহজাহান (ঘোড়া), সুবিল ইউপিতে গোলাম সারোয়ার মুকুল ভূইয়া (চশমা), ফতেহাবাদ ইউপিতে মোহাম্মদ কামরুজ্জামান মাসুদ (দোয়াত কলম), এলাহাবাদ ইউপিতে মো. নুরুল আমীন (চশমা), জাফরগঞ্জ ইউপিতে মো. জাহিদুল আলম (আনারস), রাজামেহার ইউপিতে মো. জসিম উদ্দিন সরকার (চশমা), ধামতী ইউপিতে মো. মহিউদ্দিন মিঠু (আনারস), মোহনপুর ইউপিতে মো. ময়নাল হোসেন (মোটরসাইকেল)।
স্বতন্ত্র বিজয়ী প্রার্থী হলেন-ইউছুফপুর ইউপিতে মো. জাকারিয়া (আনারস)।
নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী বলেন, সঠিক ব্যক্তি মনোনয়ন না পাওয়ায় মূলত দলের এই ভরাডুবি হয়েছে।
দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম মনিরুজ্জামান বলেন, প্রার্থী নির্বাচনের আগেই মনোনয়ন নিয়ে দলের মধ্যে অসন্তোষ ছিল। এ কারণেই দলীয় প্রার্থীর এই পরাজয় হয়েছে।
উল্লেখ্য, উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে সোমবার ১৪টি ইউনিয়নের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। একটি ইউনিয়নে নৌকা মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. নুরুজ্জামান ভূঁইয়া মুকুল মারা যাওয়ায় ওই ইউনিয়নে ভোটগ্রহণ বন্ধ রয়েছে। এছাড়া ১৪ টিতে আওয়ামী লীগ মনোনীত (নৌকা প্রতীক), জাতীয় পার্টি মনোনীত (লাঙল প্রতীক), ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত (হাতপাখা) ও স্বতন্ত্রসহ মোট ১০৫ জন চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।

কুমিল্লার দেবীদ্বারে সপ্তম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১৪টি ইউনিয়নের মধ্যে নয়টিতেই জয় পেয়েছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা। একটিতে জয় পেয়েছে স্বতন্ত্র প্রার্থী। আর বাকি চারটিতে জয় পেয়েছে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী।
দেবীদ্বার উপজেলার ১৪টি ইউনিয়নে সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এর মধ্যে দুটি ইউপিতে ইভিএমে এবং ১২টি ইউনিয়নে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ হয়।
চারটি ইউপিতে নৌকার বিজয়ীরা হলেন-গুনাইঘর উত্তর ইউনিয়নে মোহাম্মদ মোকবল হোসেন মুকুল (নৌকা), গুনাইঘর দক্ষিণ ইউনিয়নে মো. হুমায়ুন কবির (নৌকা), সুলতানপুর ইউনিয়নে অধ্যক্ষ হুমায়ুন কবির (নৌকা), বরকামতা ইউনিয়নে আলহাজ্ব নুরুল ইসলাম (নৌকা)।
অপরদিকে নয়টি ইউনিয়নে বিজয়ী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা হলেন-বড়শালঘর ইউপিতে আবদুল আউয়াল (আনারস), রসুলপুর ইউপিতে মো. শাহজাহান (ঘোড়া), সুবিল ইউপিতে গোলাম সারোয়ার মুকুল ভূইয়া (চশমা), ফতেহাবাদ ইউপিতে মোহাম্মদ কামরুজ্জামান মাসুদ (দোয়াত কলম), এলাহাবাদ ইউপিতে মো. নুরুল আমীন (চশমা), জাফরগঞ্জ ইউপিতে মো. জাহিদুল আলম (আনারস), রাজামেহার ইউপিতে মো. জসিম উদ্দিন সরকার (চশমা), ধামতী ইউপিতে মো. মহিউদ্দিন মিঠু (আনারস), মোহনপুর ইউপিতে মো. ময়নাল হোসেন (মোটরসাইকেল)।
স্বতন্ত্র বিজয়ী প্রার্থী হলেন-ইউছুফপুর ইউপিতে মো. জাকারিয়া (আনারস)।
নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী বলেন, সঠিক ব্যক্তি মনোনয়ন না পাওয়ায় মূলত দলের এই ভরাডুবি হয়েছে।
দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম মনিরুজ্জামান বলেন, প্রার্থী নির্বাচনের আগেই মনোনয়ন নিয়ে দলের মধ্যে অসন্তোষ ছিল। এ কারণেই দলীয় প্রার্থীর এই পরাজয় হয়েছে।
উল্লেখ্য, উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে সোমবার ১৪টি ইউনিয়নের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। একটি ইউনিয়নে নৌকা মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. নুরুজ্জামান ভূঁইয়া মুকুল মারা যাওয়ায় ওই ইউনিয়নে ভোটগ্রহণ বন্ধ রয়েছে। এছাড়া ১৪ টিতে আওয়ামী লীগ মনোনীত (নৌকা প্রতীক), জাতীয় পার্টি মনোনীত (লাঙল প্রতীক), ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত (হাতপাখা) ও স্বতন্ত্রসহ মোট ১০৫ জন চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।

সাবেক সংসদ সদস্য (এমপি) ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বাড়ি ও জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ আদেশ দেন দেন।
১৩ মিনিট আগে
ময়মনসিংহ নগরীতে পুলিশ সদস্যদের কুপিয়ে ও পিটিয়ে হাতকড়াসহ আরিফুল ইসলাম নামের এক আসামিকে ছিনিয়ে নিয়েছেন তাঁর স্বজনেরা। হামলায় পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে নগরীর দিগারকান্দা ফিশারিজ মোড় এলাকায় এ ঘটনা
১৫ মিনিট আগে
তিন দিন ধরে রাজবাড়ীর পদ্মা নদীতে কুমির বিচরণ করতে দেখা গেছে। এতে নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তীরবর্তী এলাকায় নদীতে কখনো সকালে, কখনো দুপুরে কুমির ভেসে উঠছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। হঠাৎ পদ্মায় কুমির বিচরণের খবর শুনে তা দেখতে নদীতীরে ভিড় করছে উৎসুক জনতা।
৩৩ মিনিট আগে
দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে হাসি ফিরেছে সুমন-এনি দম্পতির ঘরে। আজ মঙ্গলবার একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতককে নিয়ে বাড়ি ফিরেছেন তাঁরা। এর আগে গত বৃহস্পতিবার ওই প্রসূতি পাঁচ সন্তান জন্ম দেন। তার মধ্যে তিনজন মেয়ে ও দুজন ছেলে।
১ ঘণ্টা আগে