চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চান্দিনায় রেদোয়ান আহমেদ কলেজের অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম ভূইয়ার ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়। গত সোমবার আহত অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম ভূইয়া বাদী হয়ে তিন ছাত্রলীগ নেতাসহ অজ্ঞাত ১৫ জনকে অভিযুক্ত করে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওই মামলা দায়ের করেন।
অভিযুক্তরা হলেন, ছাত্রলীগ নেতা মো. আক্তার হোসেন রানা (২৬), চান্দিনা উপজেলা ছাত্রলীগ সাবেক সাংগঠনিক সম্পাদক সামিরুল খন্দকার রবি (২৩) ও রেদোয়ান আহমেদ কলেজ ছাত্রলীগ সভাপতি কাজী জামিল আহমেদ (২২)।
মামলা সূত্রে জানা যায়, গত ১৪ মার্চ কলেজের ফটকের সামনে মোটরসাইকেল রাখা নিয়ে শিক্ষার্থী আজাদ ও পিয়ন এমরান হোসেন রাজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে লাঠি দিয়ে পিটিয়ে কলেজের পিয়ন এমরান হোসেন রাজনকে মারধর করে শিক্ষার্থী আজাদ। ওই ঘটনায় কলেজের অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম ভূইয়াকে জানানোর কারণে পরদিন সকালে পিয়ন রাজনকে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে দেশীয় অস্ত্র বের করে পিয়নকে ধাওয়া করা হয়। দৌড়ের মাঝখানে টিউবওয়েলে পরে গিয়ে শিক্ষার্থী আজাদ আঘাত প্রাপ্ত হয়। এর একদিন পর গত ১৬ মার্চ আসামিরা ক্যাম্পাসে এসে ক্লাস থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের বের করে দিয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করেন। এ সময় অধ্যক্ষ মনিরুল ইসলামকে সামনে পেয়ে পূর্ব পরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে আহত করে। আহত অবস্থায় অধ্যক্ষ মনিরুল ইসলাম ভূইয়াকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এদিকে চান্দিনা থানায় এজাহার দায়ের করলেও তা গ্রহণ করেনি চান্দিনা থানা-পুলিশ।
এ বিষয়ে বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. আতিকুর রহমান সুমন বলেন, আদালত মামলাটি সরাসরি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। ডাকযোগের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানাটি থানায় চলে যাবে।
চান্দিনা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুর রহমান বলেন, ‘আদালতের মামলার কপি আমরা এখনো পাইনি। অভিযোগ হাতে পেলে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে। থানায় লিখিত অভিযোগ করেছিল। আমরা তদন্ত করছি।’

কুমিল্লার চান্দিনায় রেদোয়ান আহমেদ কলেজের অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম ভূইয়ার ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়। গত সোমবার আহত অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম ভূইয়া বাদী হয়ে তিন ছাত্রলীগ নেতাসহ অজ্ঞাত ১৫ জনকে অভিযুক্ত করে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওই মামলা দায়ের করেন।
অভিযুক্তরা হলেন, ছাত্রলীগ নেতা মো. আক্তার হোসেন রানা (২৬), চান্দিনা উপজেলা ছাত্রলীগ সাবেক সাংগঠনিক সম্পাদক সামিরুল খন্দকার রবি (২৩) ও রেদোয়ান আহমেদ কলেজ ছাত্রলীগ সভাপতি কাজী জামিল আহমেদ (২২)।
মামলা সূত্রে জানা যায়, গত ১৪ মার্চ কলেজের ফটকের সামনে মোটরসাইকেল রাখা নিয়ে শিক্ষার্থী আজাদ ও পিয়ন এমরান হোসেন রাজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে লাঠি দিয়ে পিটিয়ে কলেজের পিয়ন এমরান হোসেন রাজনকে মারধর করে শিক্ষার্থী আজাদ। ওই ঘটনায় কলেজের অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম ভূইয়াকে জানানোর কারণে পরদিন সকালে পিয়ন রাজনকে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে দেশীয় অস্ত্র বের করে পিয়নকে ধাওয়া করা হয়। দৌড়ের মাঝখানে টিউবওয়েলে পরে গিয়ে শিক্ষার্থী আজাদ আঘাত প্রাপ্ত হয়। এর একদিন পর গত ১৬ মার্চ আসামিরা ক্যাম্পাসে এসে ক্লাস থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের বের করে দিয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করেন। এ সময় অধ্যক্ষ মনিরুল ইসলামকে সামনে পেয়ে পূর্ব পরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে আহত করে। আহত অবস্থায় অধ্যক্ষ মনিরুল ইসলাম ভূইয়াকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এদিকে চান্দিনা থানায় এজাহার দায়ের করলেও তা গ্রহণ করেনি চান্দিনা থানা-পুলিশ।
এ বিষয়ে বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. আতিকুর রহমান সুমন বলেন, আদালত মামলাটি সরাসরি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। ডাকযোগের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানাটি থানায় চলে যাবে।
চান্দিনা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুর রহমান বলেন, ‘আদালতের মামলার কপি আমরা এখনো পাইনি। অভিযোগ হাতে পেলে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে। থানায় লিখিত অভিযোগ করেছিল। আমরা তদন্ত করছি।’

বিএনপির দুই প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও গোলাম আকবর খোন্দকার দুজনই নগদ টাকায় কোটিপতি। আর এই আসনে ভোটের মাঠে থাকা জামায়াত প্রার্থী মো. শাহজাহান মঞ্জু ও তাঁর স্ত্রী লুৎফর জাহানের হাতে কোনো নগদ টাকা নেই। জাতীয় সংসদ নির্বাচনের মতো একটি বিশাল খরচের উপলক্ষ কীভাবে সামাল দেবেন...
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইকারীদের একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে স্থানীয় জনতা। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মৃধাকান্দী বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৬ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
১০ ঘণ্টা আগে