কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশে মঞ্চের বাইরে নেতা কর্মীদের নিয়ে অবস্থান করেছেন কুমিল্লা সিটির সাবেক দুবারের মেয়র ও বহিষ্কৃত বিএনপির প্রভাবশালী নেতা মনিরুল হক সাক্কু। কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ায় তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়।
এদিকে কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ সফল করতে দীর্ঘদিন ধরে নেতা কর্মীদের সংঘটিত করাসহ নানা তৎপরতা শুরু করেন সাক্কু। সমাবেশের দুদিন আগ থেকে কুমিল্লায় আসা অনেক নেতা কর্মীর থাকা খাওয়ার ব্যবস্থা করেন সাক্কু।
মেয়র সাক্কুর ঘনিষ্ঠ কবির মজুমদার জানান, নেতা কর্মীদের প্রায় ১৫ হাজার গেঞ্জি-টুপি দেওয়া হয়েছে। তার সকল নেতা কর্মীদের নিয়ে মাঠের পূর্ব পাশে অবস্থান নিয়েছেন।
সাবেক মেয়র মনিরুল হক সাক্কু বলেন, ‘নির্বাচনে অংশ নেওয়ায় দল আমাকে বহিষ্কার করে। আমি বিএনপিকে ছাড়িনি। মরার আগ পর্যন্ত বিএনপি করে যাব। আমি তারেক রহমানের নিকট আবেদন করেছি। তিনি বিষয়টি বিবেচনা করবেন। সমাবেশ সফল আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। আমি যেহেতু বহিষ্কৃত তাই নেতা কর্মীদের নিয়ে মাঠে অবস্থান করছি।’
এদিকে কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা (কুমিল্লা দক্ষিণ, কুমিল্লা উত্তর ও মহানগর শাখা), চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার পাঁচটি শাখা বিএনপির উদ্যোগে এ বিভাগীয় সমাবেশ হচ্ছে। এটি বিএনপির অষ্টম বিভাগীয় গণসমাবেশ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন উর রশিদ ইয়াছিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দিচ্ছেন স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।

কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশে মঞ্চের বাইরে নেতা কর্মীদের নিয়ে অবস্থান করেছেন কুমিল্লা সিটির সাবেক দুবারের মেয়র ও বহিষ্কৃত বিএনপির প্রভাবশালী নেতা মনিরুল হক সাক্কু। কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ায় তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়।
এদিকে কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ সফল করতে দীর্ঘদিন ধরে নেতা কর্মীদের সংঘটিত করাসহ নানা তৎপরতা শুরু করেন সাক্কু। সমাবেশের দুদিন আগ থেকে কুমিল্লায় আসা অনেক নেতা কর্মীর থাকা খাওয়ার ব্যবস্থা করেন সাক্কু।
মেয়র সাক্কুর ঘনিষ্ঠ কবির মজুমদার জানান, নেতা কর্মীদের প্রায় ১৫ হাজার গেঞ্জি-টুপি দেওয়া হয়েছে। তার সকল নেতা কর্মীদের নিয়ে মাঠের পূর্ব পাশে অবস্থান নিয়েছেন।
সাবেক মেয়র মনিরুল হক সাক্কু বলেন, ‘নির্বাচনে অংশ নেওয়ায় দল আমাকে বহিষ্কার করে। আমি বিএনপিকে ছাড়িনি। মরার আগ পর্যন্ত বিএনপি করে যাব। আমি তারেক রহমানের নিকট আবেদন করেছি। তিনি বিষয়টি বিবেচনা করবেন। সমাবেশ সফল আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। আমি যেহেতু বহিষ্কৃত তাই নেতা কর্মীদের নিয়ে মাঠে অবস্থান করছি।’
এদিকে কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা (কুমিল্লা দক্ষিণ, কুমিল্লা উত্তর ও মহানগর শাখা), চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার পাঁচটি শাখা বিএনপির উদ্যোগে এ বিভাগীয় সমাবেশ হচ্ছে। এটি বিএনপির অষ্টম বিভাগীয় গণসমাবেশ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন উর রশিদ ইয়াছিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দিচ্ছেন স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
২ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
২ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৩ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৩ ঘণ্টা আগে