কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে টুরিস্ট পুলিশের বিরুদ্ধে আবদুল আজিজ নামে এক সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কক্সবাজার টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন আহমেদ।
সাংবাদিক আবদুল আজিজ একটি জাতীয় দৈনিকের কক্সবাজার প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী একটি বেসরকারি টেলিভিশনের কক্সবাজার প্রতিনিধি নেছার আহমদ বলেন, সৈকতের লাবণী পয়েন্টে কয়েকজন বিদেশি পর্যটক ঘুরছিলেন। তাঁদের ঘোরাঘুরির ছবি তুলে সাংবাদিকদের পজিটিভ সংবাদ করতে বলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন আহমেদ। কিছুক্ষণ পর ছবি তোলা অবস্থায় আবদুল আজিজকে দেখে দৌড়ে এসে ধাক্কা দেন সৈকতে দায়িত্বরত টুরিস্ট পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল মান্নান। এ সময় তাঁর মুঠোফোনও কেড়ে নেওয়া হয়।
আবদুল আজিজ জানান, এসআই আব্দুল মান্নান পর্যটকদের ছবি তোলা যাবে না বলে তাঁকে ধাক্কা দিয়ে মোবাইল কেড়ে নেন। টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন আহমেদ ছবি তুলতে বলেছেন বলার পরও তিনি তা শুনেননি। পরে অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন আহমেদ মোবাইলটি আমাকে বুঝিয়ে দেন। সেই সঙ্গে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।
জানতে চাইলে কক্সবাজার টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন বলেন, ‘এসআই আব্দুল মান্নানের কাছে এমন আচরণ আমরা প্রত্যাশা করিনি। কেন তিনি এমন কাজ করেছেন তা আমাদের বোধগম্য নয়। এ জন্য আমি লজ্জিত। এ ঘটনায় আমি দুঃখ প্রকাশ করছি।’
মহিউদ্দিন আহমেদ আরও বলেন, ‘সৈকতে আসা সবার সঙ্গে ভালো ব্যবহার করতে টুরিস্ট পুলিশের সব সদস্যকে নির্দেশনা দেওয়া আছে। বিষয়টি আমি এসপি স্যারকে জানাব। তিনি এ বিষয়ে ব্যবস্থা নেবেন।’
সাম্প্রতিক কক্সবাজার হোটেল-মোটেল জোনে এক নারী পর্যটক ধর্ষণসহ নানা ঘটনায় সংবাদ প্রকাশ হয়ে আসছে। এ নিয়ে সাংবাদিকদের পুলিশ ক্ষুব্ধ বলে মনে করছেন সাংবাদিকেরা।

কক্সবাজারে টুরিস্ট পুলিশের বিরুদ্ধে আবদুল আজিজ নামে এক সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কক্সবাজার টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন আহমেদ।
সাংবাদিক আবদুল আজিজ একটি জাতীয় দৈনিকের কক্সবাজার প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী একটি বেসরকারি টেলিভিশনের কক্সবাজার প্রতিনিধি নেছার আহমদ বলেন, সৈকতের লাবণী পয়েন্টে কয়েকজন বিদেশি পর্যটক ঘুরছিলেন। তাঁদের ঘোরাঘুরির ছবি তুলে সাংবাদিকদের পজিটিভ সংবাদ করতে বলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন আহমেদ। কিছুক্ষণ পর ছবি তোলা অবস্থায় আবদুল আজিজকে দেখে দৌড়ে এসে ধাক্কা দেন সৈকতে দায়িত্বরত টুরিস্ট পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল মান্নান। এ সময় তাঁর মুঠোফোনও কেড়ে নেওয়া হয়।
আবদুল আজিজ জানান, এসআই আব্দুল মান্নান পর্যটকদের ছবি তোলা যাবে না বলে তাঁকে ধাক্কা দিয়ে মোবাইল কেড়ে নেন। টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন আহমেদ ছবি তুলতে বলেছেন বলার পরও তিনি তা শুনেননি। পরে অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন আহমেদ মোবাইলটি আমাকে বুঝিয়ে দেন। সেই সঙ্গে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।
জানতে চাইলে কক্সবাজার টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন বলেন, ‘এসআই আব্দুল মান্নানের কাছে এমন আচরণ আমরা প্রত্যাশা করিনি। কেন তিনি এমন কাজ করেছেন তা আমাদের বোধগম্য নয়। এ জন্য আমি লজ্জিত। এ ঘটনায় আমি দুঃখ প্রকাশ করছি।’
মহিউদ্দিন আহমেদ আরও বলেন, ‘সৈকতে আসা সবার সঙ্গে ভালো ব্যবহার করতে টুরিস্ট পুলিশের সব সদস্যকে নির্দেশনা দেওয়া আছে। বিষয়টি আমি এসপি স্যারকে জানাব। তিনি এ বিষয়ে ব্যবস্থা নেবেন।’
সাম্প্রতিক কক্সবাজার হোটেল-মোটেল জোনে এক নারী পর্যটক ধর্ষণসহ নানা ঘটনায় সংবাদ প্রকাশ হয়ে আসছে। এ নিয়ে সাংবাদিকদের পুলিশ ক্ষুব্ধ বলে মনে করছেন সাংবাদিকেরা।

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
১ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
১ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
১ ঘণ্টা আগে