চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের হাইমচরে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ফাতেমা আক্তার সামিয়া (৯) নামের এক শিশুকে নূপুর কিনে দেওয়ার লোভ দেখিয়ে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় সুফিয়া বেগম (৩৮) নামে নারীকে স্থানীয় লোকজন আটক করে সদর মডেল থানা-পুলিশে সোপর্দ করে।
আজ রোববার (২০ অক্টোবর) সকালে হাইমচর উপজেলার গন্ডামারা সরকারি বিদ্যালয়ের সামনে থেকে অপহরণ হয় শিশুটি।
অপহরণ হওয়া শিশু সামিয়া গন্ডামারা গ্রামের হাজী বাড়ির প্রবাসী মো. খোকন হাজীর মেয়ে এবং ১৯ নম্বর উত্তর গন্ডামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। অভিযুক্ত সুফিয়া বেগম একই গ্রামের মুনশি বাড়ির হোসেন মুনশির স্ত্রী।
খোঁজ নিয়ে জানা গেছে, সকাল ১০টায় গন্ডামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে শিশু সামিয়াকে নূপুর কিনে দেওয়ার কথা বলে ওই নারী অটোরিকশা করে চাঁদপুর সদর উপজেলার বাখরপুর এলাকায় নিয়ে যায়। সেখানে গিয়ে মহিলা শিশুটির কানে থাকা স্বর্ণের দুল খুলতে চাইলে শিশুটি অটোরিকশা থেকে নেমে দৌড় দেয়। মহিলাও পেছন থেকে দৌড়ে গিয়ে ধরে কানের দুল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় মেয়েটি চিৎকার দিলে তার মুখ কাঁদা মাটি দিয়ে চেপে ধরে হত্যার চেষ্টা করে। ঘটনাস্থলে আরেক অটোরিকশা চালক মো. জয়দুল শিশুর কান্নার শব্দ শুনে এগিয়ে যায় এবং শিশুটিকে সেখান থেকে উদ্ধার করে। লোকটির চিৎকারে আশপাশের লোকজন এসে মহিলাটিকে আটক করে রাখে। পরে ঘটনাস্থলে চাঁদপুর সদর মডেল থানা ও হাইমচর থানার পুলিশ এসে শিশু ও মহিলাকে চাঁদপুর মডেল থানায় নিয়ে যায়।
ঘটনাস্থল এলাকার লোকজন জানায়, ধারণা করা হচ্ছে স্বর্ণের কানের দুলের লোভে মহিলা ওই শিশুকে হত্যার চেষ্টা করে। ওই সময় অটোরিকশা চালক উপস্থিত না হলে ফুটফুটে শিশুটি প্রাণ হারাত। মহিলার কঠিন শাস্তি হওয়া উচিৎ।
অপহরণের শিকার শিশু সামিয়া বলে, ‘স্কুলের বারান্দায় থেকে ওই মহিলা আমাকে আম্মুর কথা বলে বাইরে ডেকে নিয়ে যায়। আম্মুকে না দেখে আমি চলে যাইতে চাইলে উনি আমাকে বলে, ‘‘তোমার আম্মু তোমাকে নূপুর কিনে দিবে। আমাকে বলেছে, তোমাকে বাজারে নিয়ে যেতে।’’ পরে আমাকে অটোরিকশা করে বাজারের দিকে নিয়ে যায় এবং অটোরিকশাতে আমার কানের দুল খোলার চেষ্টা করে। আমি অটোরিকশা থেকে নেমে দৌড় দিলে তিনি পেছন থেকে এসে আমার মুখ মাটিতে পা দিয়ে চেপে ধরে। আমি চিৎকার দিলে লোকজন এসে আমাকে উদ্ধার করে।’’’
রাতে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া ঘটনার বিষয় নিশ্চিত করে বলেন, ‘ওই নারী থানা হেফাজতে আছে। তাকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। শিশুকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

চাঁদপুরের হাইমচরে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ফাতেমা আক্তার সামিয়া (৯) নামের এক শিশুকে নূপুর কিনে দেওয়ার লোভ দেখিয়ে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় সুফিয়া বেগম (৩৮) নামে নারীকে স্থানীয় লোকজন আটক করে সদর মডেল থানা-পুলিশে সোপর্দ করে।
আজ রোববার (২০ অক্টোবর) সকালে হাইমচর উপজেলার গন্ডামারা সরকারি বিদ্যালয়ের সামনে থেকে অপহরণ হয় শিশুটি।
অপহরণ হওয়া শিশু সামিয়া গন্ডামারা গ্রামের হাজী বাড়ির প্রবাসী মো. খোকন হাজীর মেয়ে এবং ১৯ নম্বর উত্তর গন্ডামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। অভিযুক্ত সুফিয়া বেগম একই গ্রামের মুনশি বাড়ির হোসেন মুনশির স্ত্রী।
খোঁজ নিয়ে জানা গেছে, সকাল ১০টায় গন্ডামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে শিশু সামিয়াকে নূপুর কিনে দেওয়ার কথা বলে ওই নারী অটোরিকশা করে চাঁদপুর সদর উপজেলার বাখরপুর এলাকায় নিয়ে যায়। সেখানে গিয়ে মহিলা শিশুটির কানে থাকা স্বর্ণের দুল খুলতে চাইলে শিশুটি অটোরিকশা থেকে নেমে দৌড় দেয়। মহিলাও পেছন থেকে দৌড়ে গিয়ে ধরে কানের দুল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় মেয়েটি চিৎকার দিলে তার মুখ কাঁদা মাটি দিয়ে চেপে ধরে হত্যার চেষ্টা করে। ঘটনাস্থলে আরেক অটোরিকশা চালক মো. জয়দুল শিশুর কান্নার শব্দ শুনে এগিয়ে যায় এবং শিশুটিকে সেখান থেকে উদ্ধার করে। লোকটির চিৎকারে আশপাশের লোকজন এসে মহিলাটিকে আটক করে রাখে। পরে ঘটনাস্থলে চাঁদপুর সদর মডেল থানা ও হাইমচর থানার পুলিশ এসে শিশু ও মহিলাকে চাঁদপুর মডেল থানায় নিয়ে যায়।
ঘটনাস্থল এলাকার লোকজন জানায়, ধারণা করা হচ্ছে স্বর্ণের কানের দুলের লোভে মহিলা ওই শিশুকে হত্যার চেষ্টা করে। ওই সময় অটোরিকশা চালক উপস্থিত না হলে ফুটফুটে শিশুটি প্রাণ হারাত। মহিলার কঠিন শাস্তি হওয়া উচিৎ।
অপহরণের শিকার শিশু সামিয়া বলে, ‘স্কুলের বারান্দায় থেকে ওই মহিলা আমাকে আম্মুর কথা বলে বাইরে ডেকে নিয়ে যায়। আম্মুকে না দেখে আমি চলে যাইতে চাইলে উনি আমাকে বলে, ‘‘তোমার আম্মু তোমাকে নূপুর কিনে দিবে। আমাকে বলেছে, তোমাকে বাজারে নিয়ে যেতে।’’ পরে আমাকে অটোরিকশা করে বাজারের দিকে নিয়ে যায় এবং অটোরিকশাতে আমার কানের দুল খোলার চেষ্টা করে। আমি অটোরিকশা থেকে নেমে দৌড় দিলে তিনি পেছন থেকে এসে আমার মুখ মাটিতে পা দিয়ে চেপে ধরে। আমি চিৎকার দিলে লোকজন এসে আমাকে উদ্ধার করে।’’’
রাতে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া ঘটনার বিষয় নিশ্চিত করে বলেন, ‘ওই নারী থানা হেফাজতে আছে। তাকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। শিশুকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজও রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। শনিবার সকালে জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
২০ মিনিট আগে
রাজধানীর মিরপুর রোডে গ্যাসের প্রধান লাইনের ভালভ ফেটে যাওয়ার ফলে ঢাকা মহানগরীর একটি এলাকায় গ্যাসের মারাত্মক স্বল্পচাপ সৃষ্টি হয়েছে। আজ শনিবার এক বার্তায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এই তথ্য জানিয়েছে।
২৩ মিনিট আগে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ঠাকুরগাঁওয়ে ছয়জনকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁদের মধ্যে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং একজনকে জরিমানা করা হয়েছে। এ ছাড়া একজন সন্দেহভাজন সহযোগীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
১ ঘণ্টা আগে
গণভোট নিয়ে মাঠে কাজ করা দিনমজুর ও বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছে আজকের পত্রিকা। তাঁরা জানান, সাধারণ ভোটের বিষয়টি তাঁরা জানেন এবং আগেও ভোট দিয়েছেন। কিন্তু গণভোট কী, এ সম্পর্কে তাঁদের কোনো ধারণা নেই।
১ ঘণ্টা আগে