পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

পটিয়া পৌর সদরের আলম শাহ্ সড়ক এলাকায় পূর্ব শত্রুতার জেরে হাজী আবদুছ ছত্তার হেফজখানা ও এতিমখানার সীমানা প্রাচীর ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত শনিবার দিবাগত রাতে ভাঙচুরের ঘটনাটি ঘটে। এ ঘটনায় রোববার রাতে হাজী আবুল কালাম বাদী হয়ে পটিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, পটিয়া পৌর সদরের ৬ নং ওয়ার্ডের পাইকপাড়া বৈলতলী রোড আলম শাহ্ সড়কে প্রবাসী আবুল বশর তাঁর বাবার নামে হাজী আবদুছ ছত্তার জামে মসজিদ প্রতিষ্ঠা করেন। এ মসজিদের পাশে হেফজখানা ও এতিমখানা প্রতিষ্ঠার জন্য ভূমি ক্রয় করে ভূমির চারপাশে সীমানা প্রাচীর নির্মাণ করা হয়।
গত বছরের মার্চে হেফজখানা ও এতিমখানা নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করে হেফজখানা ও এতিমখানা নির্মাণের জন্য টিনশেড দিয়ে প্রাথমিক কাজ শুরু করা হয়। কিছুদিন কাজ বন্ধ থাকার পর গত ডিসেম্বরে পুনরায় কাজ শুরু করলে পার্শ্ববর্তী ভূমি মালিক প্রবাসী মুসার স্ত্রী ফারজানা আক্তার লোকজন নিয়ে কাজে বাধা দেয় এবং যে কোন মুহূর্তে সীমানা প্রাচীর ভেঙে জায়গা দখলের হুমকি দেয়। এ ঘটনায় ১৮ ডিসেম্বর পটিয়া থানায় একটি জিডি করা হয়।
হাজী আবদুছ ছত্তারের ছেলে মো. ফরিদ বলেন, ‘পূর্ব শত্রুতার জেরে শনিবার দিবাগত রাতে একটি সশস্ত্র সন্ত্রাসী বাহিনী মসজিদের এতিমখানার সীমানা প্রাচীর ভাঙচুর করে। এ সময় তারা মসজিদের মুয়াজ্জিনের গলায় কিরিচ ধরে তাকে বের হতে দেয়নি। আমি খবর পেয়ে পটিয়া থানা-পুলিশকে খবর দিলে থানার উপপরিদর্শক মোরশেদ আলম একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে আসেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে ভাঙচুরকারীরা পালিয়ে যায়।’
এ ব্যাপারে পটিয়া থানার উপপরিদর্শক মোরশেদ আলম জানান, গভীর রাতে এতিমখানার সীমানা প্রাচীর ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে গেলে ভাঙচুরকারীরা পালিয়ে যায়। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পটিয়া পৌর সদরের আলম শাহ্ সড়ক এলাকায় পূর্ব শত্রুতার জেরে হাজী আবদুছ ছত্তার হেফজখানা ও এতিমখানার সীমানা প্রাচীর ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত শনিবার দিবাগত রাতে ভাঙচুরের ঘটনাটি ঘটে। এ ঘটনায় রোববার রাতে হাজী আবুল কালাম বাদী হয়ে পটিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, পটিয়া পৌর সদরের ৬ নং ওয়ার্ডের পাইকপাড়া বৈলতলী রোড আলম শাহ্ সড়কে প্রবাসী আবুল বশর তাঁর বাবার নামে হাজী আবদুছ ছত্তার জামে মসজিদ প্রতিষ্ঠা করেন। এ মসজিদের পাশে হেফজখানা ও এতিমখানা প্রতিষ্ঠার জন্য ভূমি ক্রয় করে ভূমির চারপাশে সীমানা প্রাচীর নির্মাণ করা হয়।
গত বছরের মার্চে হেফজখানা ও এতিমখানা নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করে হেফজখানা ও এতিমখানা নির্মাণের জন্য টিনশেড দিয়ে প্রাথমিক কাজ শুরু করা হয়। কিছুদিন কাজ বন্ধ থাকার পর গত ডিসেম্বরে পুনরায় কাজ শুরু করলে পার্শ্ববর্তী ভূমি মালিক প্রবাসী মুসার স্ত্রী ফারজানা আক্তার লোকজন নিয়ে কাজে বাধা দেয় এবং যে কোন মুহূর্তে সীমানা প্রাচীর ভেঙে জায়গা দখলের হুমকি দেয়। এ ঘটনায় ১৮ ডিসেম্বর পটিয়া থানায় একটি জিডি করা হয়।
হাজী আবদুছ ছত্তারের ছেলে মো. ফরিদ বলেন, ‘পূর্ব শত্রুতার জেরে শনিবার দিবাগত রাতে একটি সশস্ত্র সন্ত্রাসী বাহিনী মসজিদের এতিমখানার সীমানা প্রাচীর ভাঙচুর করে। এ সময় তারা মসজিদের মুয়াজ্জিনের গলায় কিরিচ ধরে তাকে বের হতে দেয়নি। আমি খবর পেয়ে পটিয়া থানা-পুলিশকে খবর দিলে থানার উপপরিদর্শক মোরশেদ আলম একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে আসেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে ভাঙচুরকারীরা পালিয়ে যায়।’
এ ব্যাপারে পটিয়া থানার উপপরিদর্শক মোরশেদ আলম জানান, গভীর রাতে এতিমখানার সীমানা প্রাচীর ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে গেলে ভাঙচুরকারীরা পালিয়ে যায়। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের দুটি ইউনিটসহ প্রকল্পের নিজস্ব ইউনিটের কর্মীরা। তবে এ ঘটনায় ক্ষয়ক্ষতির বিস্তারিত তাৎক্ষণিক জানাতে পারেননি সংশ্লিষ্টরা।
৯ মিনিট আগে
খুলনার পূর্ব রূপসায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বাছেদ বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। এদিকে বিকুলের মায়ের করা মামলায় ট্যারা হেলালকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। আজ সোমবার বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার ট্যারা হেলাল উপজেলার রামনগর গ্রামের...
২৮ মিনিট আগে
বরগুনার পাথরঘাটায় জামায়াতে ইসলামীর এক নেতার পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি কর্মীর বিরুদ্ধে। আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের হাড়িটানা এলাকায় এ ঘটনা ঘটে।
৪৩ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির বোন মাসুমা আক্তার বলেছেন, আওয়ামী লীগের আমলে দেশ মেধাশূন্য হয়ে গিয়েছিল। তখন একটি জরিপে দেখা গিয়েছিল, মেধাবীরা দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিতেই বেশি আগ্রহী।
১ ঘণ্টা আগে