চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুর ইউনিয়নের মজিবুর রহমান টুটুল প্রায় এক যুগ ধরে মাদকের কারবার করে আসছেন। তবে তাঁর দাবি অনুযায়ী, দুই মাস ধরে তিনি মাদক কারবার ছেড়ে দিয়েছেন। কিন্তু এলাকাবাসী তা বিশ্বাস করছে না। তাই আজ বুধবার দুপুরে স্ত্রী এমালি বেগমকে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে মাদকের কারবার ছাড়ার ঘোষণা দিয়েছেন।
আজ বুধবার চাঁপাইনবাবগঞ্জের বিশ্বরোড মোড়ের একটি অফিসে সংবাদ সম্মেলন করেন এই দম্পতি। এ সময় তাঁরা মাদক কারবার ছেড়ে স্বাভাবিক জীবন যাপন করার প্রতিশ্রুতি দিয়েছেন। টুটুল চাঁপাইনবাবগঞ্জ সদরের মহারাজপুর ইউনিয়নের গোয়াটুলি গ্রামের বাসিন্দা।
সংবাদ সম্মেলনে মজিবুর রহমান টুটুল বলেন, ‘আমি ১২ বছর ধরে গাঁজা, হেরোইনসহ বিভিন্ন মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলাম। দুই মাস ধরে আমার স্বাভাবিক জ্ঞান ফিরেছে। বুঝতে পেরেছি, আমি ভুল পথে হাঁটছিলাম। তাই এই চিন্তা থেকেই আমি মাদক কারবার ছেড়ে দিয়েছি। কিন্তু এলাকাবাসী আমাকে মেনে নিচ্ছে না। তারা আমাকে বিভিন্নভাবে হয়রানি করছে। তাই বাধ্য হয়ে সংবাদ সম্মেলন করছি। আমি সবার মতো স্বাভাবিক জীবনে ফিরতে চাই।’
মুজিবুর রহমানের স্ত্রী এমালি বেগম বলেন, ‘আমার স্বামী দুই মাস আগেই মাদক কারবার ছেড়ে দিয়েছে। কিন্তু মানুষ আমাদের এখনো খারাপ চোখে দেখছে। এতে আমাদের বিভিন্ন হয়রানির শিকার হতে হচ্ছে। আমি ও আমার স্বামী স্বাভাবিক জীবনে ফিরতে চাই। মানসম্মান নিয়ে সমাজে বসবাস করতে চাই।’
এমালি বেগম আরও বলেন, ‘আমার স্বামীর নামে এখনো ছয়টি মাদক মামলা রয়েছে। মামলাগুলোতে তিনি জামিনে আছেন।’
এ বিষয়ে মহারাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাহিদ ইসলাম রাজন বলেন, ‘টুটুল মাদক কারবার ছাড়ার বিষয়ে আমাকে মৌখিকভাবে জানানো হয়েছিল। আমি পুলিশ ও মিডিয়া কর্মীদের সহায়তা নিতে বলেছিলাম। সে যদি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, তবে সার্বিকভাবে সহযোগিতা করা হবে।’
এ বিষয়ে জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ আজকের পত্রিকাকে বলেন, মাদক কারবারিরা স্বাভাবিক জীবনে ফিরে এলে তাদের সর্বাত্মক সহযোগিতা করা হবে। আবার ঘোষণা দিয়ে যদি ভেতরে ভেতরে মাদকের কারবার করে, তবে প্রমাণ সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুর ইউনিয়নের মজিবুর রহমান টুটুল প্রায় এক যুগ ধরে মাদকের কারবার করে আসছেন। তবে তাঁর দাবি অনুযায়ী, দুই মাস ধরে তিনি মাদক কারবার ছেড়ে দিয়েছেন। কিন্তু এলাকাবাসী তা বিশ্বাস করছে না। তাই আজ বুধবার দুপুরে স্ত্রী এমালি বেগমকে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে মাদকের কারবার ছাড়ার ঘোষণা দিয়েছেন।
আজ বুধবার চাঁপাইনবাবগঞ্জের বিশ্বরোড মোড়ের একটি অফিসে সংবাদ সম্মেলন করেন এই দম্পতি। এ সময় তাঁরা মাদক কারবার ছেড়ে স্বাভাবিক জীবন যাপন করার প্রতিশ্রুতি দিয়েছেন। টুটুল চাঁপাইনবাবগঞ্জ সদরের মহারাজপুর ইউনিয়নের গোয়াটুলি গ্রামের বাসিন্দা।
সংবাদ সম্মেলনে মজিবুর রহমান টুটুল বলেন, ‘আমি ১২ বছর ধরে গাঁজা, হেরোইনসহ বিভিন্ন মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলাম। দুই মাস ধরে আমার স্বাভাবিক জ্ঞান ফিরেছে। বুঝতে পেরেছি, আমি ভুল পথে হাঁটছিলাম। তাই এই চিন্তা থেকেই আমি মাদক কারবার ছেড়ে দিয়েছি। কিন্তু এলাকাবাসী আমাকে মেনে নিচ্ছে না। তারা আমাকে বিভিন্নভাবে হয়রানি করছে। তাই বাধ্য হয়ে সংবাদ সম্মেলন করছি। আমি সবার মতো স্বাভাবিক জীবনে ফিরতে চাই।’
মুজিবুর রহমানের স্ত্রী এমালি বেগম বলেন, ‘আমার স্বামী দুই মাস আগেই মাদক কারবার ছেড়ে দিয়েছে। কিন্তু মানুষ আমাদের এখনো খারাপ চোখে দেখছে। এতে আমাদের বিভিন্ন হয়রানির শিকার হতে হচ্ছে। আমি ও আমার স্বামী স্বাভাবিক জীবনে ফিরতে চাই। মানসম্মান নিয়ে সমাজে বসবাস করতে চাই।’
এমালি বেগম আরও বলেন, ‘আমার স্বামীর নামে এখনো ছয়টি মাদক মামলা রয়েছে। মামলাগুলোতে তিনি জামিনে আছেন।’
এ বিষয়ে মহারাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাহিদ ইসলাম রাজন বলেন, ‘টুটুল মাদক কারবার ছাড়ার বিষয়ে আমাকে মৌখিকভাবে জানানো হয়েছিল। আমি পুলিশ ও মিডিয়া কর্মীদের সহায়তা নিতে বলেছিলাম। সে যদি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, তবে সার্বিকভাবে সহযোগিতা করা হবে।’
এ বিষয়ে জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ আজকের পত্রিকাকে বলেন, মাদক কারবারিরা স্বাভাবিক জীবনে ফিরে এলে তাদের সর্বাত্মক সহযোগিতা করা হবে। আবার ঘোষণা দিয়ে যদি ভেতরে ভেতরে মাদকের কারবার করে, তবে প্রমাণ সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৪ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৫ ঘণ্টা আগে