প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

বর আবদুল্লাহ আল মামুনের সম্পর্কে দাদা মোফজ্জল হোসেন (৬৮)। আজ বৃহস্পতিবার ভোরে সূর্যনারায়ণপুরের জনতাপাড়ার বর আবদুল্লাহ আল মামুনের বাড়ীতে গিয়ে দেখা যায় ভাই শরিফুল ইসলামের কবরের পাশে বসে আছেন।
গতকাল বজ্রপাতে ১৬ জন মৃত্যুর ঘটনায় ভাগ্যক্রমে বেঁচে যাওয়া মোফাজ্জল হোসেনের সঙ্গে কথা বলে বুধবারের সেই ভয়াবহ ঘটনার বর্ননা জানা যায়। তিনি বলেন, নদী পথে প্রায় ৫০ জন যাত্রী নিয়ে নৌকাটি বর এবং কনে আনার জন্য আলিমপুর ঘাট থেকে বেলা সাড়ে ১১টার দিকে ছেড়ে যায়। কনের বাড়ী পৌঁছানোর মাত্র আধা ঘন্টা আগেই হঠাৎ করে বৃষ্টি শুরু হয়। নৌকাতে পানি বাঁচানোর মত পলি বা তীরপাল না থাকায় বাধ্য হয়ে আশ্রয় নিতে হয় তেলি খাঁড়ি ঘাটে। সেখানে একটি টিনের ছাউনির নিচে গাদাগাদি করে সবাই আশ্রয় নিয়েছিলেন।
মোফজ্জল হোসেন আরও জানান, টিনের ছাউনির নিচে আশ্রয় নেওয়ার মাত্র কয়েক মিনিট পরেই প্রচন্ড শব্দে বজ্রপাত ঘটে। এসময় তাঁর সঙ্গে দাঁড়িয়ে থাকা ছেলে আলম মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। একই অবস্থায় ঘটনাস্থলেই মারা যান ১২ জন। যাদের মধ্যে ছিলেন, বরের পিতা শরিফুল ইসলাম, চাচাতো ভাই সজিব, নানা তোবজুল হক, নানী জমিলা খাতুন, মামা সাইদুল হক, মামি টকিয়ারা, খালাতো ভাই বাবুল, খালা ল্যাচন, মামাতো ভাই বাবুল, চাচাতো বোন মৌসুমি, দুলাভাই ডাকুরাজ, চাচা আলম, ফুফু বেলি, ফুফা টিপু এবং দুলাই সোহবুল। এই ১২ জনের মরদেহ ভাড়া করা নৌকায় একাই টেনে তুলেন তিনি।
মোফজ্জল হোসেনের দাবি, বজ্রপাতে ঘটনাস্থলে এবং হাসপাতালে মারা যান মোট ১৭ জন। এছাড়া অসুস্থ হয়ে পড়েন আরও ১০-১২ জন। তাঁরা সবাই বরের আত্মীয় স্বজন। ঘটনাস্থলে যারা অসুস্থ হয়েছিলেন তাঁদের দ্রুত মেডিকেলে নেওয়া হলে আরও মৃত্যু কম হত। তেলি খাঁড়ির ঘাটে একেবারেই চরাঞ্চল এলাকা। আশপাশে কেও থাকে না। ঘটনা দেখতে পেয়ে অন্য নৌকার লোকজন এসে আহতদের উদ্ধার করে।

বর আবদুল্লাহ আল মামুনের সম্পর্কে দাদা মোফজ্জল হোসেন (৬৮)। আজ বৃহস্পতিবার ভোরে সূর্যনারায়ণপুরের জনতাপাড়ার বর আবদুল্লাহ আল মামুনের বাড়ীতে গিয়ে দেখা যায় ভাই শরিফুল ইসলামের কবরের পাশে বসে আছেন।
গতকাল বজ্রপাতে ১৬ জন মৃত্যুর ঘটনায় ভাগ্যক্রমে বেঁচে যাওয়া মোফাজ্জল হোসেনের সঙ্গে কথা বলে বুধবারের সেই ভয়াবহ ঘটনার বর্ননা জানা যায়। তিনি বলেন, নদী পথে প্রায় ৫০ জন যাত্রী নিয়ে নৌকাটি বর এবং কনে আনার জন্য আলিমপুর ঘাট থেকে বেলা সাড়ে ১১টার দিকে ছেড়ে যায়। কনের বাড়ী পৌঁছানোর মাত্র আধা ঘন্টা আগেই হঠাৎ করে বৃষ্টি শুরু হয়। নৌকাতে পানি বাঁচানোর মত পলি বা তীরপাল না থাকায় বাধ্য হয়ে আশ্রয় নিতে হয় তেলি খাঁড়ি ঘাটে। সেখানে একটি টিনের ছাউনির নিচে গাদাগাদি করে সবাই আশ্রয় নিয়েছিলেন।
মোফজ্জল হোসেন আরও জানান, টিনের ছাউনির নিচে আশ্রয় নেওয়ার মাত্র কয়েক মিনিট পরেই প্রচন্ড শব্দে বজ্রপাত ঘটে। এসময় তাঁর সঙ্গে দাঁড়িয়ে থাকা ছেলে আলম মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। একই অবস্থায় ঘটনাস্থলেই মারা যান ১২ জন। যাদের মধ্যে ছিলেন, বরের পিতা শরিফুল ইসলাম, চাচাতো ভাই সজিব, নানা তোবজুল হক, নানী জমিলা খাতুন, মামা সাইদুল হক, মামি টকিয়ারা, খালাতো ভাই বাবুল, খালা ল্যাচন, মামাতো ভাই বাবুল, চাচাতো বোন মৌসুমি, দুলাভাই ডাকুরাজ, চাচা আলম, ফুফু বেলি, ফুফা টিপু এবং দুলাই সোহবুল। এই ১২ জনের মরদেহ ভাড়া করা নৌকায় একাই টেনে তুলেন তিনি।
মোফজ্জল হোসেনের দাবি, বজ্রপাতে ঘটনাস্থলে এবং হাসপাতালে মারা যান মোট ১৭ জন। এছাড়া অসুস্থ হয়ে পড়েন আরও ১০-১২ জন। তাঁরা সবাই বরের আত্মীয় স্বজন। ঘটনাস্থলে যারা অসুস্থ হয়েছিলেন তাঁদের দ্রুত মেডিকেলে নেওয়া হলে আরও মৃত্যু কম হত। তেলি খাঁড়ির ঘাটে একেবারেই চরাঞ্চল এলাকা। আশপাশে কেও থাকে না। ঘটনা দেখতে পেয়ে অন্য নৌকার লোকজন এসে আহতদের উদ্ধার করে।

টঙ্গী সম্মিলিত ইসলামী ব্যাংকের (ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক) গ্রাহকেরা আমানত ফেরত না পেয়ে ব্যাংক কর্মকর্তাদের অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
২১ মিনিট আগে
পাবনার ফরিদপুর উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১৮ জানুয়ারি) সকালে জন্তিহার ও পার্শ্ববর্তী বিলনলুয়া গ্রামসংলগ্ন একটি বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।
৪০ মিনিট আগে
পিরোজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) সিভিল ইনস্ট্রাক্টর কামরুল হাসান ও ইলেকট্রিশিয়ান ইনস্ট্রাক্টর কবির আলমের বিরুদ্ধে ঘুষ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। আজ রোববার (১৮ জানুয়ারি) সকালে পিরোজপুর টিটিসির সামনে এক মানববন্ধন কর্মসূচিতে এমন অভিযোগ তোলা হয়।
৪১ মিনিট আগে
সিলেট নগরীর তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই মামাতো-ফুফাতো ভাই নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন, সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার ইমন দাস (২১) এবং সিলেট নগরের জিন্দাবাজার এলাকার দীপ্ত দাস (১৭)।
১ ঘণ্টা আগে