বগুড়া প্রতিনিধি

বগুড়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে আহত করার হত্যাচেষ্টা মামলার গ্রেপ্তার হওয়ার পরদিন জামিনে মুক্তি পেয়েছেন সোনাতলা উপজেলা চেয়ারম্যানসহ ৬ আসামি। আজ মঙ্গলবার বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করা হলে তাদের জামিন মঞ্জুর করেন আদালত।
গতকাল সোমবার রাতে বগুড়া থেকে ঢাকায় যাওয়ার পথে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে সায়দাবাদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব। এর আগের দিন রোববার স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনায় সোনাতলা থানায় তাদের নামে মামলা দায়ের করেন ভুক্তভোগীর স্ত্রী।
আহত স্বতন্ত্র প্রার্থীর সমর্থক হলেন—রেজওয়ানুল আহম্মেদ রিজভী (৪৫)। তিনি বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মামলার প্রধান আসামি সোনাতলা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনহাদুজ্জামান লিটন। তিনি বগুড়া-১ আসনের সংসদ সদস্য ও নৌকা মার্কার প্রার্থী সাহাদারা মান্নানের ছোট ভাই।
আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা আদালতের পুলিশ পরিদর্শক মোসাদ্দেক আলী।
জামিন পাওয়া অন্য ব্যক্তিরা হলেন—আওয়ামী লীগের কর্মী সোনাতলা উপজেলার শিচারপাড়ার লিমন (৩২), জোড়গাছা গ্রামের রায়হান (২৮), একই গ্রামের রানা (২৬), রাজন (৩৫) ও নিপুন (২৮)।
মামলা সূত্রে জানা যায়, গত রোববার রাতে সোনাতলা উপজেলার ভেলুরপাড়া চারমাথা এলাকায় রেজওয়ানুল আহম্মেদ রিজভী নামে এক ব্যক্তির ওপরে হামলার ঘটনা ঘটে। তাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। রিজভী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় রিজভীর স্ত্রী নাহিদ নাসরিন সাথী বাদী হয়ে সোনাতলা থানায় ৭ জনের নামে মামলা দায়ের করেন।
মামলার পর গতকাল সোমবার এজাহারভুক্ত আসামি সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিনকে গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে র্যাব-১২ বগুড়া কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন আজকের পত্রিকাকে জানান, ঢাকা-রংপুর মহাসড়কে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর আগে অভিযান চালিয়ে সোনাতলা উপজেলা চেয়ারম্যানসহ ৬ জনকে গ্রেপ্তার করে র্যাব। সোনাতলায় রিজভী নামে এক ব্যক্তিকে মারধরের ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়। এরপর তারা আত্মগোপন করতে বগুড়া থেকে ঢাকায় যাচ্ছিলেন এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।

বগুড়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে আহত করার হত্যাচেষ্টা মামলার গ্রেপ্তার হওয়ার পরদিন জামিনে মুক্তি পেয়েছেন সোনাতলা উপজেলা চেয়ারম্যানসহ ৬ আসামি। আজ মঙ্গলবার বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করা হলে তাদের জামিন মঞ্জুর করেন আদালত।
গতকাল সোমবার রাতে বগুড়া থেকে ঢাকায় যাওয়ার পথে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে সায়দাবাদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব। এর আগের দিন রোববার স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনায় সোনাতলা থানায় তাদের নামে মামলা দায়ের করেন ভুক্তভোগীর স্ত্রী।
আহত স্বতন্ত্র প্রার্থীর সমর্থক হলেন—রেজওয়ানুল আহম্মেদ রিজভী (৪৫)। তিনি বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মামলার প্রধান আসামি সোনাতলা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনহাদুজ্জামান লিটন। তিনি বগুড়া-১ আসনের সংসদ সদস্য ও নৌকা মার্কার প্রার্থী সাহাদারা মান্নানের ছোট ভাই।
আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা আদালতের পুলিশ পরিদর্শক মোসাদ্দেক আলী।
জামিন পাওয়া অন্য ব্যক্তিরা হলেন—আওয়ামী লীগের কর্মী সোনাতলা উপজেলার শিচারপাড়ার লিমন (৩২), জোড়গাছা গ্রামের রায়হান (২৮), একই গ্রামের রানা (২৬), রাজন (৩৫) ও নিপুন (২৮)।
মামলা সূত্রে জানা যায়, গত রোববার রাতে সোনাতলা উপজেলার ভেলুরপাড়া চারমাথা এলাকায় রেজওয়ানুল আহম্মেদ রিজভী নামে এক ব্যক্তির ওপরে হামলার ঘটনা ঘটে। তাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। রিজভী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় রিজভীর স্ত্রী নাহিদ নাসরিন সাথী বাদী হয়ে সোনাতলা থানায় ৭ জনের নামে মামলা দায়ের করেন।
মামলার পর গতকাল সোমবার এজাহারভুক্ত আসামি সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিনকে গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে র্যাব-১২ বগুড়া কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন আজকের পত্রিকাকে জানান, ঢাকা-রংপুর মহাসড়কে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর আগে অভিযান চালিয়ে সোনাতলা উপজেলা চেয়ারম্যানসহ ৬ জনকে গ্রেপ্তার করে র্যাব। সোনাতলায় রিজভী নামে এক ব্যক্তিকে মারধরের ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়। এরপর তারা আত্মগোপন করতে বগুড়া থেকে ঢাকায় যাচ্ছিলেন এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
১৪ মিনিট আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
২০ মিনিট আগে
সুনামগঞ্জের হাওরগুলোতে গেল বর্ষায় প্রচণ্ড পানিস্বল্পতা ছিল। পানি কম থাকায় অক্ষত রয়েছে অধিকাংশ ফসল রক্ষা বাঁধ। বিগত সময়ের তুলনায় ক্লোজারও (বড় ভাঙন) কমেছে সম্ভাব্য বাঁধগুলোতে। কিন্তু যেনতেন প্রাক্কলন, মনগড়া জরিপের মাধ্যমে বাড়ানো হয়েছে বরাদ্দ। হাওর সচেতন মানুষের অভিযোগ, বরাদ্দ বাড়িয়ে সরকারি অর্থ লুটপাট
২৫ মিনিট আগে
ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল হুমাইরা আক্তার মিম (১৫)। স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে বড় কিছু হওয়ার। কিন্তু গত শুক্রবার দিবাগত রাতে তার মরদেহ উদ্ধার করা হয়।
২৯ মিনিট আগে