প্রতিনিধি, বগুড়া

সবগুড়ায় করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল আটটা থেকে শুক্রবার সকাল আটটা পর্যন্ত জেলার তিনটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। এদের মধ্যে চারজন করোনা পজিটিভ শনাক্ত হয়ে এবং অন্য ছয়জন করোনা উপসর্গ নিয়ে মারা যান।
এ ছাড়া একই সময়ে জেলায় নতুন করে আরও ৮৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের হার ২০ দশমিক ৫৮ শতাংশ। নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫৯ জন। বগুড়ার সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ-উল-হক শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন।
ডা. সাজ্জাদ জানান, করোনায় মারা যাওয়া ৪ জনের মধ্যে বগুড়ার তিনজন। এ ছাড়া বাকি একজন অন্য জেলার।
ডা. সাজ্জাদ আরও জানান, বৃহস্পতিবার মোট ৪০৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষায় ৫৮ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। একই কলেজের জিন এক্সপার্ট মেশিনে ৫ নমুনায় সবার নেগেটিভ এবং ১০২টি অ্যান্টিজেন পরীক্ষায় ২০ জন করোনা পজিটিভ ছিলেন। বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২০টি নমুনায় আরও ৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত ৮৪ জনের মধ্যে সদরের ৪২, শেরপুরে ১৬, শিবগঞ্জে সাতজন, দুপচাঁচিয়া ও গাবতলীতে পাঁচজন, শাজাহানপুরে চারজন, ধুনটে দুইজন, আদমদীঘি, সারিয়াকান্দি এবং কাহালুতে একজন করে।
ডা. সাজ্জাদ জানান, বগুড়া জেলায় এ পর্যন্ত মোট ২০ হাজার ১৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ১৮ হাজার ৫১৭ জন এবং ১ হাজার ৪ জন চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য, জেলায় মোট মৃত্যু এখন ৬১২। তবে এ সংখ্যায় উপসর্গে মৃত্যু যোগ করা হয়নি।

সবগুড়ায় করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল আটটা থেকে শুক্রবার সকাল আটটা পর্যন্ত জেলার তিনটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। এদের মধ্যে চারজন করোনা পজিটিভ শনাক্ত হয়ে এবং অন্য ছয়জন করোনা উপসর্গ নিয়ে মারা যান।
এ ছাড়া একই সময়ে জেলায় নতুন করে আরও ৮৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের হার ২০ দশমিক ৫৮ শতাংশ। নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫৯ জন। বগুড়ার সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ-উল-হক শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন।
ডা. সাজ্জাদ জানান, করোনায় মারা যাওয়া ৪ জনের মধ্যে বগুড়ার তিনজন। এ ছাড়া বাকি একজন অন্য জেলার।
ডা. সাজ্জাদ আরও জানান, বৃহস্পতিবার মোট ৪০৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষায় ৫৮ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। একই কলেজের জিন এক্সপার্ট মেশিনে ৫ নমুনায় সবার নেগেটিভ এবং ১০২টি অ্যান্টিজেন পরীক্ষায় ২০ জন করোনা পজিটিভ ছিলেন। বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২০টি নমুনায় আরও ৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত ৮৪ জনের মধ্যে সদরের ৪২, শেরপুরে ১৬, শিবগঞ্জে সাতজন, দুপচাঁচিয়া ও গাবতলীতে পাঁচজন, শাজাহানপুরে চারজন, ধুনটে দুইজন, আদমদীঘি, সারিয়াকান্দি এবং কাহালুতে একজন করে।
ডা. সাজ্জাদ জানান, বগুড়া জেলায় এ পর্যন্ত মোট ২০ হাজার ১৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ১৮ হাজার ৫১৭ জন এবং ১ হাজার ৪ জন চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য, জেলায় মোট মৃত্যু এখন ৬১২। তবে এ সংখ্যায় উপসর্গে মৃত্যু যোগ করা হয়নি।

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
১ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
২ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
২ ঘণ্টা আগে