Ajker Patrika

শৈশবে মা-বাবা হারানো ববি ছাত্রের মৃত্যু `অপবাদে'

নিজস্ব প্রতিবেদক, বরিশালগোপালগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ২২: ২৪
শৈশবে মা-বাবা হারানো ববি ছাত্রের মৃত্যু `অপবাদে'

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বাংলা বিভাগের শিক্ষার্থী শুভ বৈরাগীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। অভিযোগ উঠেছে, প্রেমিকাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে ‘চোর’ অপবাদ ও শারীরিক নিগ্রহের শিকার হয়ে লজ্জায়-অপমানে তিনি আত্মহত্যা করেছেন। ববির বাংলা বিভাগের চেয়ারম্যান ড. শারমিন আক্তার শুভর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ রোববার (৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী আশ্রয়ণ কেন্দ্রের নিজ ঘর থেকে শুভর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। শুভ বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি বৌলতলী গ্রামের প্রয়াত সুখলাল বৈরাগী ও শেফালী বৈরাগী দম্পতির ছেলে। শৈশবে মা-বাবাকে হারানো শুভ তাঁর বোন-ভগ্নিপতি ও মামাবাড়িতে বেড়ে ওঠেন। তিন বছর আগে বৌলতলী আশ্রয়ণ প্রকল্পে

শুভ একটি ঘর বরাদ্দ পান। মাঝেমধ্যে গ্রামে এলে তিনি মামাবাড়ি নয়তো আশ্রয়ণ কেন্দ্রের ওই ঘরে থাকতেন।

লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করে গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী পুলিশ পরিদর্শক মোল্লা আফজাল হোসেন বলেন, ‘আলামত দেখে ধারণা করা হচ্ছে আত্মহত্যা করেছে। এক-দুই দিন আগে আত্মহত্যার ঘটনা ঘটেছে। শীতের কারণে মরদেহে পচন ধরেনি। মরদেহ শক্ত হয়ে গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ বেড জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

মৃত্যুর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক দীর্ঘ স্ট্যাটাসে শুভ তাঁর প্রেমিকার পরিবারের বিরুদ্ধে তাঁকে নির্যাতন ও অপবাদ দেওয়ার অভিযোগ করেন। ১ জানুয়ারি শুভ লেখাটি ফেসবুকে পোস্ট করেন। ফেসবুক পোস্ট থেকে জানা গেছে, কোটালীপাড়া উপজেলার একটি গ্রামের এক তরুণীর সঙ্গে শুভর দুই বছরের বেশি সময় ধরে প্রেমের সম্পর্ক ছিল। গত ৩১ ডিসেম্বর রাতে ওই তরুণীর জন্মদিনে তাঁকে সরাসরি শুভেচ্ছা জানাতে তাঁদের বাড়িতে যান শুভ।

সেখানে তরুণীর পরিবারের সদস্যরা তাঁকে ধরে প্রচণ্ড মারধর করেন।

শুভ জানান, সম্পর্কের কথা জানানোর পরেও তরুণীর জ্যাঠাসহ পরিবারের সদস্যরা তাঁকে মেরে ফেলার হুমকি দিয়ে জোরপূর্বক একটি ‘মিথ্যা ভিডিও’ ধারণ করেন। সেখানে তাঁকে দিয়ে স্বীকার করানো হয়, তিনি ওই বাড়িতে ‘চুরি’ করতে গিয়েছিলেন। পরবর্তী সময় এই চুরির অপবাদ শুভর এলাকায় ছড়িয়ে দিয়ে তাঁকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা হয়।

ফেসবুক স্ট্যাটাসে শুভ লিখেছেন, ‘তারা সত্যকে আড়াল করে আমাকে মিথ্যা চোর অপবাদ দিয়ে সকলের কাছে দোষী করেছে। এতে আমার মানসম্মান নষ্ট হয়েছে। আমি কারো সামনে মুখ দেখাতে পারবো না। তারা আমাকে জানে মারার চেয়েও বেশি মেরে ফেলেছে।’

আর্থিক স্বচ্ছলতা না থাকায় প্রেমিকার পরিবার সম্পর্ক মেনে নেয়নি উল্লেখ করে শুভ আরও বলেন, ‘টাকা আজ নেই কিন্তু কাল হতে পারত, কিন্তু এই অপমানের পর বেঁচে থাকা তার পক্ষে সম্ভব নয়।’ শুভ তাঁর মৃত্যুর জন্য প্রেমিকা, তাঁর বাবা, কাকা ও জেঠুকে সরাসরি দায়ী করে গেছেন।

শুভর মৃত্যুতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠীরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত