ঢামেক প্রতিবেদক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্বাভাবিক নিয়মে ছয়টি সন্তান প্রসব করেছেন মোকসেদা আক্তার প্রিয়া (২৩) নামের এক নারী। তবে তাদের মধ্যে একটি শিশুর মৃত্যু হয়েছে।
আজ রোববার সকাল ৯টার দিকে হাসপাতালের গাইনি বিভাগের লেবার ওয়ার্ডে জন্ম নেওয়া শিশুটি সন্ধ্যার দিকে মারা যায়।
হাসপাতালে প্রিয়ার ননদ ফারজানা আক্তার জানান, তাঁদের বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার খাজুরিয়া গ্রামে। প্রিয়ার স্বামী মো. হানিফ কাতারপ্রবাসী। প্রিয়ার গর্ভধারণের ২৭ সপ্তাহ চলছিল। এলাকাতেই চিকিৎসা নেন। সেখানে আলট্রাসনোগ্রামের মাধ্যমে জানা যায়, একটি নয়, পাঁচটি শিশু তাঁর গর্ভে।
গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রিয়া তাঁর বড় বোনের বাসায় যান। সেখান থেকে তিনি মনোয়ারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। গতকাল রাতে পেটে ব্যথা উঠলে দ্রুত তাঁকে ঢামেক হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করানো হয়।
ফারজানা আক্তার জানান, আজ সকাল ৯টার দিকে নরমাল ডেলিভারিতে প্রিয়া ছয়টি সন্তানের জন্ম দেন। তাদের মধ্যে তিনটি ছেলে ও তিনটি মেয়ে। তবে শারীরিক অবস্থা নাজুক থাকায় চিকিৎসকেরা তাদের আইসিইউতে রাখেন। ঢামেক হাসপাতালে তিনটি শিশুকে রাখা হয়েছে। বেড ফাঁকা না থাকায় অন্য শিশুদের বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে সন্ধ্যার দিকে ঢামেক হাসপাতালে একটি ছেলের মৃত্যু হয়।
আজ সকালে ঢামেক হাসপাতালের নবজাতক বিভাগের মেডিকেল অফিসার নিলুফার ইয়াসমিন জানান, এক নারী স্বাভাবিকভাবে ছয় নবজাতকের জন্ম দেন। ২৭ সপ্তাহের মধ্যেই ডেলিভারি হয়ে গেছে। সব শিশুই অপরিপক্ব। তাদের ওজন ৬১৫ থেকে ৯০০ গ্রাম। তিনটি বেড খালি থাকায় তিন নবজাতককে ঢামেকের আইসিইউতে রাখা হয়েছে। অন্য তিনটি শিশু বাইরের হাসপাতালে রয়েছে। দুই নবজাতকের অবস্থা আশঙ্কাজনক।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্বাভাবিক নিয়মে ছয়টি সন্তান প্রসব করেছেন মোকসেদা আক্তার প্রিয়া (২৩) নামের এক নারী। তবে তাদের মধ্যে একটি শিশুর মৃত্যু হয়েছে।
আজ রোববার সকাল ৯টার দিকে হাসপাতালের গাইনি বিভাগের লেবার ওয়ার্ডে জন্ম নেওয়া শিশুটি সন্ধ্যার দিকে মারা যায়।
হাসপাতালে প্রিয়ার ননদ ফারজানা আক্তার জানান, তাঁদের বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার খাজুরিয়া গ্রামে। প্রিয়ার স্বামী মো. হানিফ কাতারপ্রবাসী। প্রিয়ার গর্ভধারণের ২৭ সপ্তাহ চলছিল। এলাকাতেই চিকিৎসা নেন। সেখানে আলট্রাসনোগ্রামের মাধ্যমে জানা যায়, একটি নয়, পাঁচটি শিশু তাঁর গর্ভে।
গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রিয়া তাঁর বড় বোনের বাসায় যান। সেখান থেকে তিনি মনোয়ারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। গতকাল রাতে পেটে ব্যথা উঠলে দ্রুত তাঁকে ঢামেক হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করানো হয়।
ফারজানা আক্তার জানান, আজ সকাল ৯টার দিকে নরমাল ডেলিভারিতে প্রিয়া ছয়টি সন্তানের জন্ম দেন। তাদের মধ্যে তিনটি ছেলে ও তিনটি মেয়ে। তবে শারীরিক অবস্থা নাজুক থাকায় চিকিৎসকেরা তাদের আইসিইউতে রাখেন। ঢামেক হাসপাতালে তিনটি শিশুকে রাখা হয়েছে। বেড ফাঁকা না থাকায় অন্য শিশুদের বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে সন্ধ্যার দিকে ঢামেক হাসপাতালে একটি ছেলের মৃত্যু হয়।
আজ সকালে ঢামেক হাসপাতালের নবজাতক বিভাগের মেডিকেল অফিসার নিলুফার ইয়াসমিন জানান, এক নারী স্বাভাবিকভাবে ছয় নবজাতকের জন্ম দেন। ২৭ সপ্তাহের মধ্যেই ডেলিভারি হয়ে গেছে। সব শিশুই অপরিপক্ব। তাদের ওজন ৬১৫ থেকে ৯০০ গ্রাম। তিনটি বেড খালি থাকায় তিন নবজাতককে ঢামেকের আইসিইউতে রাখা হয়েছে। অন্য তিনটি শিশু বাইরের হাসপাতালে রয়েছে। দুই নবজাতকের অবস্থা আশঙ্কাজনক।

মাগুরার মহম্মদপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি আরএসকেএইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়। এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশদ্বারের পাশেই সাধারণ মানুষের সুবিধার্থে নির্মাণ করা হয় একটি পাবলিক টয়লেট (ওয়াশ ব্লক)। কিন্তু উদ্বোধনের পর প্রায় আড়াই বছরেও ১৬ লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত...
৩৭ মিনিট আগে
ফিরোজ দীর্ঘ প্রায় ১০ বছর ধরে ঢাকায় থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদকের কারবার করে আসছিলেন। ঢাকায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা থাকায় প্রায় পাঁচ বছর আগে তিনি টঙ্গিবাড়ীর দক্ষিণ বেতকা গ্রামে খালুর বাড়িতে এসে বসবাস শুরু করেন। সেখানে থেকেই তিনি মাদকের কারবার চালিয়ে যাচ্ছিলেন।
৪০ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৬ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৬ ঘণ্টা আগে