আজকের পত্রিকা ডেস্ক

চার দফা দাবি আদায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয় অভিমুখে মিছিল নিয়ে যাওয়া মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীদের লাঠিপেটা করেছে পুলিশ। আজ রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে শিক্ষাভবন মোড়ে এই ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শিক্ষার্থীরা পুলিশি বাধা ও ব্যারিকেড ভেঙে সচিবালয়ের সামনে যেতে চাইলে শিক্ষাভবনের সামনে পুলিশ সদস্যদের সঙ্গে হাতাহাতি হয়। এরপর লাঠিপেটা শুরু করে পুলিশ। এ সময় সাউন্ড গ্রেনেডের শব্দও শোনা যায়।
আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার জাতীয় জাদুঘরের সামনের সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার রাস্তাটি বন্ধ হয়ে যায়। বেলা ২টার পর শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ করার চেষ্টা করে। আন্দোলনের সমন্বয়কারীরা ক্ষুব্ধ শিক্ষার্থীদের দমিয়ে রাখে।
এদিকে রোববার বিকেল ৪টা ১০ মিনিটের দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে পুলিশের ব্যারিকেড ভেঙে তাঁরা সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করেন। এ সময় পুলিশ তাঁদের বাধা দিলেও কোনো বল প্রয়োগ করেনি। বেলা ২টার দিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিনিধি পাঠানোর প্রস্তাব নিয়ে আসেন স্বাস্থ্য উপদেষ্টা ব্যক্তিগত সহকারী তুহিন ফারাবী।
তুহিন ফারাবী বলেন, শিক্ষার্থীদের দাবির আলোকে শূন্য পদে নিয়োগের সার্কুলারের বিষয়ে আগামীকাল বা পরশুই সার্কুলার দেওয়া হবে। মোট ৮০০ শূন্য পদে ক্রমান্বয়ে নিয়োগের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের ১০ম গ্রেডের দাবির বিষয়টি ইতিমধ্যে প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
তুহিন ফারাবী আরও বলেন, শাহবাগের এই জায়গাটি রাজধানীর খুবই গুরুত্বপূর্ণ এলাকা। পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ গুরুত্বপূর্ণ অনেক প্রতিষ্ঠান। এই আন্দোলনকে ঘিরে কোনো কুচক্রী মহল যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।
পরে চার দফা দাবি আদায়ের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে যান। বেলা ৩টার দিকে শাহবাগ থেকে ওই প্রতিনিধি দলকে সচিবালয়ে নিয়ে যান স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবী। তবে প্রতিনিধি ফিরে আসার আগেই আন্দোলনরত শিক্ষার্থীরা সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করেন।

চার দফা দাবি আদায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয় অভিমুখে মিছিল নিয়ে যাওয়া মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীদের লাঠিপেটা করেছে পুলিশ। আজ রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে শিক্ষাভবন মোড়ে এই ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শিক্ষার্থীরা পুলিশি বাধা ও ব্যারিকেড ভেঙে সচিবালয়ের সামনে যেতে চাইলে শিক্ষাভবনের সামনে পুলিশ সদস্যদের সঙ্গে হাতাহাতি হয়। এরপর লাঠিপেটা শুরু করে পুলিশ। এ সময় সাউন্ড গ্রেনেডের শব্দও শোনা যায়।
আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার জাতীয় জাদুঘরের সামনের সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার রাস্তাটি বন্ধ হয়ে যায়। বেলা ২টার পর শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ করার চেষ্টা করে। আন্দোলনের সমন্বয়কারীরা ক্ষুব্ধ শিক্ষার্থীদের দমিয়ে রাখে।
এদিকে রোববার বিকেল ৪টা ১০ মিনিটের দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে পুলিশের ব্যারিকেড ভেঙে তাঁরা সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করেন। এ সময় পুলিশ তাঁদের বাধা দিলেও কোনো বল প্রয়োগ করেনি। বেলা ২টার দিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিনিধি পাঠানোর প্রস্তাব নিয়ে আসেন স্বাস্থ্য উপদেষ্টা ব্যক্তিগত সহকারী তুহিন ফারাবী।
তুহিন ফারাবী বলেন, শিক্ষার্থীদের দাবির আলোকে শূন্য পদে নিয়োগের সার্কুলারের বিষয়ে আগামীকাল বা পরশুই সার্কুলার দেওয়া হবে। মোট ৮০০ শূন্য পদে ক্রমান্বয়ে নিয়োগের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের ১০ম গ্রেডের দাবির বিষয়টি ইতিমধ্যে প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
তুহিন ফারাবী আরও বলেন, শাহবাগের এই জায়গাটি রাজধানীর খুবই গুরুত্বপূর্ণ এলাকা। পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ গুরুত্বপূর্ণ অনেক প্রতিষ্ঠান। এই আন্দোলনকে ঘিরে কোনো কুচক্রী মহল যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।
পরে চার দফা দাবি আদায়ের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে যান। বেলা ৩টার দিকে শাহবাগ থেকে ওই প্রতিনিধি দলকে সচিবালয়ে নিয়ে যান স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবী। তবে প্রতিনিধি ফিরে আসার আগেই আন্দোলনরত শিক্ষার্থীরা সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করেন।

মাগুরার মহম্মদপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি আরএসকেএইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়। এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশদ্বারের পাশেই সাধারণ মানুষের সুবিধার্থে নির্মাণ করা হয় একটি পাবলিক টয়লেট (ওয়াশ ব্লক)। কিন্তু উদ্বোধনের পর প্রায় আড়াই বছরেও ১৬ লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত...
৬ মিনিট আগে
ফিরোজ দীর্ঘ প্রায় ১০ বছর ধরে ঢাকায় থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদকের কারবার করে আসছিলেন। ঢাকায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা থাকায় প্রায় পাঁচ বছর আগে তিনি টঙ্গিবাড়ীর দক্ষিণ বেতকা গ্রামে খালুর বাড়িতে এসে বসবাস শুরু করেন। সেখানে থেকেই তিনি মাদকের কারবার চালিয়ে যাচ্ছিলেন।
৯ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৬ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৬ ঘণ্টা আগে