নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ১৪–২১ এপ্রিল চলাচলে বিধিনিষেধের পাশাপাশি আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের ঘোষণা দিয়েছে সরকার। অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব)নেতারা বলছেন, এই আট দিন ফ্লাইট বন্ধ থাকলে বিদেশগামীরা প্রায় ২০০ কোটি টাকা ক্ষতির মুখে পড়বেন।
আটাবের সাধারণ সম্পাদক ও অ্যারিক্স এয়ার সার্ভিসের স্বত্বাধিকারী মো. মাজহারুল এইচ ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত প্রায় ২১ হাজার প্রবাসী শ্রমিক টিকিট বুক করেছেন। প্রতি টিকিটের মূল্য গড়ে ৮০ হাজার থেকে ৯৫ হাজার টাকা। প্রবাসীকর্মী ছাড়াও বিদেশগামী অনেকের টিকিট বুকিং করা আছে। সে হিসাবে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকলে সব মিলিয়ে প্রায় ২০০ কোটি টাকা ক্ষতির মুখে পড়বেন এই প্রবাসীকর্মী ও বিদেশগামীরা।
বিশেষ করে প্রবাসী কর্মীদের কথা ভেবে বিধিনিষেধের সময় বিশেষ ফ্লাইট চালু করার দাবি জানিয়েছেন এই আটাব নেতা।
এ নিয়ে আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনও করেছে আটাব।
সংবাদ সম্মেলনে লিখত বক্তব্যে সংগঠনের সভাপতি মনছুর আহমেদ কালাম বলেন, মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জনকারী অনেক প্রবাসী ছুটি নিয়ে বা জরুরি প্রয়োজনে বর্তমানে দেশে অবস্থান করছেন। তাদের অনেকের ভিসার মেয়াদ উত্তীর্ণ হতে চলেছে। তারা এয়ারলাইন্সের টিকিট সংগ্রহ করে কর্মস্থলে যাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছেন। নির্দিষ্ট সময়ে কর্মস্থলে যোগ দিতে না পারলে নিয়োগকর্তা তাদের অনেকেরই ভিসা বাতিল করবেন। এতে তাদের চাকরি হারানোর শঙ্কা রয়েছে।
আটাবের এই শীর্ষ নেতা আরো বলেন, প্রবাসী কর্মীদের কল্যাণে বর্তমান সরকার বহুমুখী কল্যাণমূলক কর্মসূচি নিয়েছেন। তাছাড়া বিশ্বের বিভিন্ন দেশে আরো বেশি বেশি কর্মী পাঠানোর জন্য অনেক উদ্যোগ নেওয়া হয়েছে। ছুটিতে আসা প্রবাসী কর্মী এবং নতুন ভিসাপ্রাপ্ত কর্মীদের সময়মতো কর্মস্থলে পৌঁছানোর বিষয়টিও সরকার মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করবেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। লকডাউনের সময় যাদের ফ্লাইট নির্ধারিত ছিল বা যাদের ভিসা মেয়াদোত্তীর্ণের পথে তারা সময়মত কর্মস্থলে পৌঁছাতে না পারলে ব্যক্তি, পরিবার এবং রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে।
দেশের প্রায় সাড়ে তিন হাজার সরকার নিবন্ধিত ট্রাভেল এজেন্সির সাংগঠনিক প্লাটফর্ম আটাব। বিদেশ ভ্রমনেচ্ছুক যাত্রী এবং প্রবাসী কর্মীদের এয়ারলাইন্স সংক্রান্ত যাবতীয় কাজ, এয়ার টিকিট ইস্যু করা, ভ্রমণ ভিসা আবেদনসহ সংশ্লিষ্ট কাজে সহায়তা করে ট্রাভেল এজেন্সিগুলো। তাছাড়া হজ লাইসেন্সপ্রাপ্ত ট্রাভেল এজেন্সিগুলো হজ ও ওমরাহ সম্পাদনে যাবতীয় সহযোগিতা করে থাকে।

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ১৪–২১ এপ্রিল চলাচলে বিধিনিষেধের পাশাপাশি আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের ঘোষণা দিয়েছে সরকার। অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব)নেতারা বলছেন, এই আট দিন ফ্লাইট বন্ধ থাকলে বিদেশগামীরা প্রায় ২০০ কোটি টাকা ক্ষতির মুখে পড়বেন।
আটাবের সাধারণ সম্পাদক ও অ্যারিক্স এয়ার সার্ভিসের স্বত্বাধিকারী মো. মাজহারুল এইচ ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত প্রায় ২১ হাজার প্রবাসী শ্রমিক টিকিট বুক করেছেন। প্রতি টিকিটের মূল্য গড়ে ৮০ হাজার থেকে ৯৫ হাজার টাকা। প্রবাসীকর্মী ছাড়াও বিদেশগামী অনেকের টিকিট বুকিং করা আছে। সে হিসাবে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকলে সব মিলিয়ে প্রায় ২০০ কোটি টাকা ক্ষতির মুখে পড়বেন এই প্রবাসীকর্মী ও বিদেশগামীরা।
বিশেষ করে প্রবাসী কর্মীদের কথা ভেবে বিধিনিষেধের সময় বিশেষ ফ্লাইট চালু করার দাবি জানিয়েছেন এই আটাব নেতা।
এ নিয়ে আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনও করেছে আটাব।
সংবাদ সম্মেলনে লিখত বক্তব্যে সংগঠনের সভাপতি মনছুর আহমেদ কালাম বলেন, মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জনকারী অনেক প্রবাসী ছুটি নিয়ে বা জরুরি প্রয়োজনে বর্তমানে দেশে অবস্থান করছেন। তাদের অনেকের ভিসার মেয়াদ উত্তীর্ণ হতে চলেছে। তারা এয়ারলাইন্সের টিকিট সংগ্রহ করে কর্মস্থলে যাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছেন। নির্দিষ্ট সময়ে কর্মস্থলে যোগ দিতে না পারলে নিয়োগকর্তা তাদের অনেকেরই ভিসা বাতিল করবেন। এতে তাদের চাকরি হারানোর শঙ্কা রয়েছে।
আটাবের এই শীর্ষ নেতা আরো বলেন, প্রবাসী কর্মীদের কল্যাণে বর্তমান সরকার বহুমুখী কল্যাণমূলক কর্মসূচি নিয়েছেন। তাছাড়া বিশ্বের বিভিন্ন দেশে আরো বেশি বেশি কর্মী পাঠানোর জন্য অনেক উদ্যোগ নেওয়া হয়েছে। ছুটিতে আসা প্রবাসী কর্মী এবং নতুন ভিসাপ্রাপ্ত কর্মীদের সময়মতো কর্মস্থলে পৌঁছানোর বিষয়টিও সরকার মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করবেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। লকডাউনের সময় যাদের ফ্লাইট নির্ধারিত ছিল বা যাদের ভিসা মেয়াদোত্তীর্ণের পথে তারা সময়মত কর্মস্থলে পৌঁছাতে না পারলে ব্যক্তি, পরিবার এবং রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে।
দেশের প্রায় সাড়ে তিন হাজার সরকার নিবন্ধিত ট্রাভেল এজেন্সির সাংগঠনিক প্লাটফর্ম আটাব। বিদেশ ভ্রমনেচ্ছুক যাত্রী এবং প্রবাসী কর্মীদের এয়ারলাইন্স সংক্রান্ত যাবতীয় কাজ, এয়ার টিকিট ইস্যু করা, ভ্রমণ ভিসা আবেদনসহ সংশ্লিষ্ট কাজে সহায়তা করে ট্রাভেল এজেন্সিগুলো। তাছাড়া হজ লাইসেন্সপ্রাপ্ত ট্রাভেল এজেন্সিগুলো হজ ও ওমরাহ সম্পাদনে যাবতীয় সহযোগিতা করে থাকে।

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
২ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
২ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
২ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
২ ঘণ্টা আগে