সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কুশখালি সীমান্ত দিয়ে ছয় নারী-পুরুষকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
গতকাল বুধবার রাতে ছয়জনকে হস্তান্তর করার পর সাতক্ষীরা সদর থানার পুলিশের মাধ্যমে আজ বৃহস্পতিবার দুপুরে তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
হস্তান্তর করা ব্যক্তিরা হলেন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তোতলা গ্রামের মুন্সি নজরুল হকের ছেলে আবু সাঈদ মুন্সি ও কলারোয়া উপজেলার হুলহুলিয়া গ্রামের ওমর আলীর স্ত্রী রোকসানা খাতুন, রংপুরের মুন্সিগঞ্জের নাজিম উদ্দীনের ছেলে ওয়াজ কুরুনী, নারায়ণগঞ্জের কদমতলীর মো. মাসুদের স্ত্রী রোকসানা বেগম এবং যশোরের শার্শা উপজেলার বাঘআছড়া গ্রামের কোরবান আলীর স্ত্রী সাবরিনা খাতুন ও সনাতনকাটি গ্রামের ইব্রাহীম সরদারের মেয়ে মোছা. হাফিজা বেগম। তাঁরা কৃষি বা গৃহকর্মীর কাজের জন্য দুই থেকে ছয় বছর আগে সাতক্ষীরার ভোমরা, কুশখালিসহ বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতের মুম্বাইতে গিয়েছিলেন।
কুশখালি বিজিবির হাবিলদার মেজবাহউদ্দীন জানান, ভারতীয় পুলিশ ছয়জনকে মুম্বাই থেকে আটক করে পশ্চিম বাংলার চব্বিশ পরগনা জেলার তারালি ক্যাম্পের বিএসএফ সদস্যদের কাছে তুলে দেয়। পরে আন্তর্জাতিক আইন মেনে বিএসএফের তারালি ক্যাম্পের পরিদর্শক বিকাশ রায় তাঁদের বিজিবির কাছে হস্তান্তর করে। যেহেতু তাঁরা বাংলাদেশের নাগরিক, তাই তাঁদের বিজিবি গ্রহণ করে সাতক্ষীরা সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, পুলিশের কাছে হস্তান্তর করা ছয় নারী-পুরুষকে আজ দুপুরে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাতক্ষীরার কুশখালি সীমান্ত দিয়ে ছয় নারী-পুরুষকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
গতকাল বুধবার রাতে ছয়জনকে হস্তান্তর করার পর সাতক্ষীরা সদর থানার পুলিশের মাধ্যমে আজ বৃহস্পতিবার দুপুরে তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
হস্তান্তর করা ব্যক্তিরা হলেন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তোতলা গ্রামের মুন্সি নজরুল হকের ছেলে আবু সাঈদ মুন্সি ও কলারোয়া উপজেলার হুলহুলিয়া গ্রামের ওমর আলীর স্ত্রী রোকসানা খাতুন, রংপুরের মুন্সিগঞ্জের নাজিম উদ্দীনের ছেলে ওয়াজ কুরুনী, নারায়ণগঞ্জের কদমতলীর মো. মাসুদের স্ত্রী রোকসানা বেগম এবং যশোরের শার্শা উপজেলার বাঘআছড়া গ্রামের কোরবান আলীর স্ত্রী সাবরিনা খাতুন ও সনাতনকাটি গ্রামের ইব্রাহীম সরদারের মেয়ে মোছা. হাফিজা বেগম। তাঁরা কৃষি বা গৃহকর্মীর কাজের জন্য দুই থেকে ছয় বছর আগে সাতক্ষীরার ভোমরা, কুশখালিসহ বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতের মুম্বাইতে গিয়েছিলেন।
কুশখালি বিজিবির হাবিলদার মেজবাহউদ্দীন জানান, ভারতীয় পুলিশ ছয়জনকে মুম্বাই থেকে আটক করে পশ্চিম বাংলার চব্বিশ পরগনা জেলার তারালি ক্যাম্পের বিএসএফ সদস্যদের কাছে তুলে দেয়। পরে আন্তর্জাতিক আইন মেনে বিএসএফের তারালি ক্যাম্পের পরিদর্শক বিকাশ রায় তাঁদের বিজিবির কাছে হস্তান্তর করে। যেহেতু তাঁরা বাংলাদেশের নাগরিক, তাই তাঁদের বিজিবি গ্রহণ করে সাতক্ষীরা সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, পুলিশের কাছে হস্তান্তর করা ছয় নারী-পুরুষকে আজ দুপুরে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে মারা যাওয়া মো. নিরব হোসেন (৫৬) দৈনিক জনকণ্ঠের সাবেক প্রশাসনিক কর্মকর্তা। তাঁর বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে। রাজধানীর বড় মগবাজারে তিনি পরিবারসহ বসবাস করতেন।
৩ ঘণ্টা আগে
ভিডিওতে অজ্ঞাতনামা ব্যক্তির (ঠিকাদার প্রতিনিধি) সঙ্গে কথা বলার আগে কাজের বিলের ফাইল স্বাক্ষর করার সময় ৪৫ হাজার টাকা নেওয়ার বিষয়টিও উঠে আসে। এ ছাড়া নতুন করে আরও পাঁচ হাজার টাকা না দেওয়ায় গড়িমসি করতে থাকেন ওই প্রকৌশলী। একপর্যায়ে তাঁকে অজ্ঞাতনামা ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে পকেটে রাখতে দেখা যায়।
৩ ঘণ্টা আগে