নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনের সবক’টি ফটকেই তালা দিয়েছেন ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর দাবি নিয়ে আসা বিক্ষোভকারীরা। এতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং নগর ভবনে স্থানীয় সরকার বিভাগের সব ধরনের সেবা ও কার্যক্রম বন্ধ রয়েছে। আজ শনিবার তৃতীয় দিনের মতো আন্দোলন চলাকালে এমন ঘটনা ঘটে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল শুক্রবার রাত থেকেই সকল প্রবেশপথে তালা দেওয়া হয়। ফলে আজ শনিবার নগর ভবনের সেবা কার্যক্রম বন্ধ হয়ে আছে। প্রধান ফটকে তালা দেওয়ায় সিটি করপোরেশনের অ্যাম্বুলেন্সসহ অন্যান্য যানবাহনও ভেতরে প্রবেশ করতে পারছে না।
বিকেল সাড়ে ৩টার দিকে, ফারদীন হাসান নামে একজন প্রত্যয়নপত্র নিতে আসেন নাজিম উদ্দিন রোড থেকে। সেবা কার্যক্রম বন্ধ হওয়ায় তাঁকে ফিরে যেতে হয়েছে।
মো. সালাম নামে নগর ভবনের লিফট অপারেটর বলেন, ‘সকালে এসেছি। অফিস বন্ধ হওয়ায় বাইরেই বসে আছি। বিকেল ৫টা পর্যন্ত ডিউটি টাইম। পাঁচটা বাজলে চলে যাব।’

খিলগাঁও থেকে থেকে এসেছেন সেবাপ্রার্থী জহির উদ্দিন। তিনি বলেন, ‘একটা সনদ নিতে এসেছি। এসে দেখি সব বন্ধ। কবে আসব—জিজ্ঞেস করেছি নিরাপত্তা কর্মীদের। তাঁরা বলতে পারছে না কবে থেকে খুলবে অফিস।’
এর আগে, আজ শনিবার সকালের দিকে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে বসানোর দাবিতে তৃতীয় দিনের মতো সড়কে অবস্থান কর্মসূচি শুরু করে তাঁর সমর্থকেরা। এতে করে নগর ভবন সংলগ্ন গুলিস্তান-বঙ্গবাজার সড়কের উভয়পাশে যান চলাচল ব্যাহত হয়।
নগর ভবনের সামনে বিক্ষোভকালে ইশরাক হোসেনের সমর্থকেরা হুঁশিয়ারি দেন যে, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তাঁর সচিব রেজাউল মাকছুদ জাহেদীকে যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে। এ সময় তারা আরও জানান, আগামীকাল রোববারও তাদের বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে।
এই নতুন কর্মসূচির ঘোষণা দিয়ে বিক্ষোভকারীরা বেলা ২টার দিকে আন্দোলনস্থল ত্যাগ করেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনের সবক’টি ফটকেই তালা দিয়েছেন ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর দাবি নিয়ে আসা বিক্ষোভকারীরা। এতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং নগর ভবনে স্থানীয় সরকার বিভাগের সব ধরনের সেবা ও কার্যক্রম বন্ধ রয়েছে। আজ শনিবার তৃতীয় দিনের মতো আন্দোলন চলাকালে এমন ঘটনা ঘটে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল শুক্রবার রাত থেকেই সকল প্রবেশপথে তালা দেওয়া হয়। ফলে আজ শনিবার নগর ভবনের সেবা কার্যক্রম বন্ধ হয়ে আছে। প্রধান ফটকে তালা দেওয়ায় সিটি করপোরেশনের অ্যাম্বুলেন্সসহ অন্যান্য যানবাহনও ভেতরে প্রবেশ করতে পারছে না।
বিকেল সাড়ে ৩টার দিকে, ফারদীন হাসান নামে একজন প্রত্যয়নপত্র নিতে আসেন নাজিম উদ্দিন রোড থেকে। সেবা কার্যক্রম বন্ধ হওয়ায় তাঁকে ফিরে যেতে হয়েছে।
মো. সালাম নামে নগর ভবনের লিফট অপারেটর বলেন, ‘সকালে এসেছি। অফিস বন্ধ হওয়ায় বাইরেই বসে আছি। বিকেল ৫টা পর্যন্ত ডিউটি টাইম। পাঁচটা বাজলে চলে যাব।’

খিলগাঁও থেকে থেকে এসেছেন সেবাপ্রার্থী জহির উদ্দিন। তিনি বলেন, ‘একটা সনদ নিতে এসেছি। এসে দেখি সব বন্ধ। কবে আসব—জিজ্ঞেস করেছি নিরাপত্তা কর্মীদের। তাঁরা বলতে পারছে না কবে থেকে খুলবে অফিস।’
এর আগে, আজ শনিবার সকালের দিকে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে বসানোর দাবিতে তৃতীয় দিনের মতো সড়কে অবস্থান কর্মসূচি শুরু করে তাঁর সমর্থকেরা। এতে করে নগর ভবন সংলগ্ন গুলিস্তান-বঙ্গবাজার সড়কের উভয়পাশে যান চলাচল ব্যাহত হয়।
নগর ভবনের সামনে বিক্ষোভকালে ইশরাক হোসেনের সমর্থকেরা হুঁশিয়ারি দেন যে, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তাঁর সচিব রেজাউল মাকছুদ জাহেদীকে যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে। এ সময় তারা আরও জানান, আগামীকাল রোববারও তাদের বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে।
এই নতুন কর্মসূচির ঘোষণা দিয়ে বিক্ষোভকারীরা বেলা ২টার দিকে আন্দোলনস্থল ত্যাগ করেন।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৫ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৬ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৬ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৬ ঘণ্টা আগে