
লাতিন আমেরিকার বিখ্যাত ঔপন্যাসিক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের জন্মদিন আজ। ১৯২৭ সালের আজকের এই দিনে, অর্থাৎ ৬ মার্চ দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার অ্যারাকাতাকা শহরে জন্মগ্রহণ করেন তিনি। মার্কেজ তাঁর লেখায় ‘নিঃসঙ্গতা’ ফুটিয়ে তোলার জন্য বিখ্যাত। এই নিঃসঙ্গতা যেন তাঁর জীবনেরই প্রতিচ্ছবি।
মার্কেজ পেশা হিসেবে বেছে নিয়েছিলেন সাংবাদিকতাকে। বিংশ শতাব্দীর জনপ্রিয় সাহিত্যিকদের একজন তিনি। পাঠকদের কাছে তিনি পরিচিত ছিলেন ‘গাবো বা গাবিতো’ নামে। অনেকে তাঁকে নিঃসঙ্গ গাবো বলেও স্মরণ করেন।
মার্কেজ মূলত আইনের শিক্ষার্থী ছিলেন। তবে, শেষ করেননি পড়া। পরে পেশা হিসেবে বেছে নেন সাংবাদিকতাকে। পাশাপাশি চালিয়ে গেছেন লেখালেখি। শৈশব থেকেই তিনি কলম্বিয়া ও বৈশ্বিক রাজনীতির সমালোচনায় সাহসী ছিলেন।
মার্কেজের বহু গল্প ও প্রবন্ধ থাকলেও তিনি মূলত উপন্যাসের জন্যই বিশ্বব্যাপী পরিচিত। তাঁর বহুল পরিচিতি কিছু উপন্যাস ‘ওয়ান হান্ড্রেড ইয়ারস অব সলিটিউড’, ‘ক্রনিকেল অব আ ডেথ ফোরটোল্ড’ ও ‘লাভ ইন দ্য টাইম অব কলেরা’। সাহিত্যের ‘জাদুবাস্তবতাবাদ’ বা ম্যাজিক রিয়ালিজমের ধারাকে জনপ্রিয় করে তোলেন গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। তাঁর লেখায় বারবার ফুটে উঠেছে নিঃসঙ্গতা।
মার্কেজই একমাত্র স্প্যানিশভাষী সাহিত্যিক, যাঁর লেখা বিশ্বে সবচেয়ে বেশি বার অনূদিত হয়েছে। ১৯৮২ সালে কালজয়ী উপন্যাস ওয়ান হান্ড্রেড ইয়ারস অব সলিটিউডের জন্য সাহিত্যে নোবেল পান গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। চতুর্থ লাতিন আমেরিকান লেখক হিসেবে তিনি এই পুরস্কার অর্জন করেন। এর আগে, ১৯৭২ সালে তিনি নিউস্ট্যাট আন্তর্জাতিক সাহিত্য পুরস্কারও পান।

লাতিন আমেরিকার বিখ্যাত ঔপন্যাসিক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের জন্মদিন আজ। ১৯২৭ সালের আজকের এই দিনে, অর্থাৎ ৬ মার্চ দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার অ্যারাকাতাকা শহরে জন্মগ্রহণ করেন তিনি। মার্কেজ তাঁর লেখায় ‘নিঃসঙ্গতা’ ফুটিয়ে তোলার জন্য বিখ্যাত। এই নিঃসঙ্গতা যেন তাঁর জীবনেরই প্রতিচ্ছবি।
মার্কেজ পেশা হিসেবে বেছে নিয়েছিলেন সাংবাদিকতাকে। বিংশ শতাব্দীর জনপ্রিয় সাহিত্যিকদের একজন তিনি। পাঠকদের কাছে তিনি পরিচিত ছিলেন ‘গাবো বা গাবিতো’ নামে। অনেকে তাঁকে নিঃসঙ্গ গাবো বলেও স্মরণ করেন।
মার্কেজ মূলত আইনের শিক্ষার্থী ছিলেন। তবে, শেষ করেননি পড়া। পরে পেশা হিসেবে বেছে নেন সাংবাদিকতাকে। পাশাপাশি চালিয়ে গেছেন লেখালেখি। শৈশব থেকেই তিনি কলম্বিয়া ও বৈশ্বিক রাজনীতির সমালোচনায় সাহসী ছিলেন।
মার্কেজের বহু গল্প ও প্রবন্ধ থাকলেও তিনি মূলত উপন্যাসের জন্যই বিশ্বব্যাপী পরিচিত। তাঁর বহুল পরিচিতি কিছু উপন্যাস ‘ওয়ান হান্ড্রেড ইয়ারস অব সলিটিউড’, ‘ক্রনিকেল অব আ ডেথ ফোরটোল্ড’ ও ‘লাভ ইন দ্য টাইম অব কলেরা’। সাহিত্যের ‘জাদুবাস্তবতাবাদ’ বা ম্যাজিক রিয়ালিজমের ধারাকে জনপ্রিয় করে তোলেন গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। তাঁর লেখায় বারবার ফুটে উঠেছে নিঃসঙ্গতা।
মার্কেজই একমাত্র স্প্যানিশভাষী সাহিত্যিক, যাঁর লেখা বিশ্বে সবচেয়ে বেশি বার অনূদিত হয়েছে। ১৯৮২ সালে কালজয়ী উপন্যাস ওয়ান হান্ড্রেড ইয়ারস অব সলিটিউডের জন্য সাহিত্যে নোবেল পান গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। চতুর্থ লাতিন আমেরিকান লেখক হিসেবে তিনি এই পুরস্কার অর্জন করেন। এর আগে, ১৯৭২ সালে তিনি নিউস্ট্যাট আন্তর্জাতিক সাহিত্য পুরস্কারও পান।

আলসেমি শরীরে এদিক-ওদিক চেয়ে আটকে গেল চোখ পশ্চিমান্তে। রক্তিম সূর্যের বিদায় ধীর গতিতে। খুব লাল হয়েছে, সারা দিনের জ্বলন্ত প্রহরে পেয়েছে এক অপূর্ব রূপ।
২৩ নভেম্বর ২০২৫
হুমায়ূন আহমেদ তখন ক্যানসার আক্রান্ত। যুক্তরাষ্ট্রে কেমোথেরাপি নিচ্ছেন। হঠাৎ চিকিৎসকের কাছ থেকে ছুটি নিয়ে চলে এলেন নুহাশপল্লীতে। নাটক বানাবেন। অভিনেতা ফারুক আহমেদকে ডাকলেন। নুহাশপল্লীতে নাটকের শুটিংয়ের ফাঁকে গল্প করছিলেন হুমায়ূন ও ফারুক। হুমায়ূন আহমেদ বললেন, ‘কী আশ্চর্য, তাই না ফারুক!’
১৩ নভেম্বর ২০২৫
প্রখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের ‘হীরক রাজার দেশে’ চলচ্চিত্র মঞ্চস্থ করেছে স্কলাস্টিকার শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার স্কলাস্টিকা উত্তরা সিনিয়র শাখার নাটক, সংগীত ও নৃত্যকলা ক্লাবের উদ্যোগে দুই দিনব্যাপী বার্ষিক নাট্যানুষ্ঠানে এটি মঞ্চস্থ করা হয়।
০৮ নভেম্বর ২০২৫
জার্মানির ফ্রাঙ্কফুর্ট বইমেলায় উপস্থাপিত আরবি সাহিত্য নিয়ে সাম্প্রতিক এক গবেষণা ইতিহাসের বহুল প্রচলিত ধারণাকে প্রশ্নের মুখে ফেলেছে। এত দিন মনে করা হতো, আব্বাসীয় আমলের (৭৫০-১২৫৮ খ্রিষ্টাব্দ) পর আরবি সাহিত্য প্রায় ৮০০ বছর বছর স্থবির হয়ে ছিল।
২০ অক্টোবর ২০২৫