সম্পাদকীয়

দেশভাগের পর যখন শুনলেন, ভারত আর পাকিস্তানের মধ্যে পাসপোর্ট চালু হচ্ছে, তখন কলকাতার পাট চুকিয়ে দেওয়ার মনস্থ করলেন এম আর আখতার মুকুল। কমরেড সুলতান আর তিনি শুরু করলেন ‘পুঁথিপত্র’ নামে একটি বইয়ের দোকান। সে সময়ের ঢাকা ছিল একেবারে অন্য রকম। পুঁথিপত্রের পেছনের অংশ বেড়া দিয়ে কাঠের একটা চৌকি পেতে দুজন ঘুমাতেন। মসজিদ থেকে বালতিতে করে পানি এনে গোসল। কাছের একটা সাধারণ রেস্তোরাঁ থেকে মাসিক চুক্তিতে খাওয়ার বন্দোবস্ত।
সে সময় সংবাদে একটা চাকরি জুটলে পুঁথিপত্র কমরেড সুলতানের কাছে সমর্পণ করে চাকরিতে লেগে গেলেন। দৈনিক সংবাদের বিজ্ঞাপন বিভাগে সহকারী বিজ্ঞাপন ম্যানেজারের চাকরি। উঠলেন মাসিক ‘অগত্যা’ অফিসে। মুস্তাফা নূর-উল ইসলাম আর ফজলে লোহানী থাকতেন সেখানে। এটা ছিল তাঁতীবাজার-লাগোয়া, একদিকে রায়সাহেব বাজার, অন্যদিকে শাঁখারীবাজার।
এই ‘অগত্যা’ অফিসে সেকালের তরুণ সাহিত্যিকেরা আড্ডা দিতে আসতেন। আড্ডায় দেশি ও বিশ্বসাহিত্য, শিল্প, দর্শন ইত্যাদির আলাপ হতো। আড্ডার মধ্যমণি ছিলেন ফজলে লোহানী।
অগত্যায় ব্যঙ্গ, রসিকতা ইত্যাদি চলত খুব জোরেশোরে। ৩ নম্বর রামাকান্ত নন্দী লেনের পাইওনিয়ার প্রিন্টিং প্রেস থেকে তা ছাপা হতো। ছাপা হতো অনিয়মিতভাবে। কারণ, সব সময় বকেয়া বিল পরিশোধ করা হতো না।
অগত্যার ‘চিঠিপত্র’ কলামটি খুব আকর্ষণীয় ছিল। চিঠিপত্র না বলে একে প্রশ্ন ও উত্তর বলা হলেই আসলে ঠিক বলা হবে। সে রকম একটি চিঠির নমুনা, ‘প্রশ্ন: আমি মুসলিম লীগের প্রেসিডেন্ট এবং দৈনিক আজাদের মালিক মওলানা আকরম খাঁকে একটা চিঠি লিখতে চাই। কী বলে তাঁকে সম্বোধন করব?’
উত্তর: ‘আয় মেরে জান, পেয়ারে দামান, নূর-এ চামান, আসমান কি চাঁদ, আঁখো-কা-তারা, পেয়ারে মাওলানা মোহাম্মদ ফাঁকরাম খাঁ সমীপেষু।’
বলা বাহুল্য, এই চিঠিপত্রের প্রশ্ন এবং উত্তর—দুটোই অফিস থেকেই প্রস্তুতকৃত। বাইরে থেকে যে চিঠিপত্র আসত ডাকে, তা খোলাও হতো না।
সূত্র: কাজল ঘোষ সম্পাদিত ‘স্মৃতির ঢাকা’, পৃষ্ঠা ৮৬-৮৭

দেশভাগের পর যখন শুনলেন, ভারত আর পাকিস্তানের মধ্যে পাসপোর্ট চালু হচ্ছে, তখন কলকাতার পাট চুকিয়ে দেওয়ার মনস্থ করলেন এম আর আখতার মুকুল। কমরেড সুলতান আর তিনি শুরু করলেন ‘পুঁথিপত্র’ নামে একটি বইয়ের দোকান। সে সময়ের ঢাকা ছিল একেবারে অন্য রকম। পুঁথিপত্রের পেছনের অংশ বেড়া দিয়ে কাঠের একটা চৌকি পেতে দুজন ঘুমাতেন। মসজিদ থেকে বালতিতে করে পানি এনে গোসল। কাছের একটা সাধারণ রেস্তোরাঁ থেকে মাসিক চুক্তিতে খাওয়ার বন্দোবস্ত।
সে সময় সংবাদে একটা চাকরি জুটলে পুঁথিপত্র কমরেড সুলতানের কাছে সমর্পণ করে চাকরিতে লেগে গেলেন। দৈনিক সংবাদের বিজ্ঞাপন বিভাগে সহকারী বিজ্ঞাপন ম্যানেজারের চাকরি। উঠলেন মাসিক ‘অগত্যা’ অফিসে। মুস্তাফা নূর-উল ইসলাম আর ফজলে লোহানী থাকতেন সেখানে। এটা ছিল তাঁতীবাজার-লাগোয়া, একদিকে রায়সাহেব বাজার, অন্যদিকে শাঁখারীবাজার।
এই ‘অগত্যা’ অফিসে সেকালের তরুণ সাহিত্যিকেরা আড্ডা দিতে আসতেন। আড্ডায় দেশি ও বিশ্বসাহিত্য, শিল্প, দর্শন ইত্যাদির আলাপ হতো। আড্ডার মধ্যমণি ছিলেন ফজলে লোহানী।
অগত্যায় ব্যঙ্গ, রসিকতা ইত্যাদি চলত খুব জোরেশোরে। ৩ নম্বর রামাকান্ত নন্দী লেনের পাইওনিয়ার প্রিন্টিং প্রেস থেকে তা ছাপা হতো। ছাপা হতো অনিয়মিতভাবে। কারণ, সব সময় বকেয়া বিল পরিশোধ করা হতো না।
অগত্যার ‘চিঠিপত্র’ কলামটি খুব আকর্ষণীয় ছিল। চিঠিপত্র না বলে একে প্রশ্ন ও উত্তর বলা হলেই আসলে ঠিক বলা হবে। সে রকম একটি চিঠির নমুনা, ‘প্রশ্ন: আমি মুসলিম লীগের প্রেসিডেন্ট এবং দৈনিক আজাদের মালিক মওলানা আকরম খাঁকে একটা চিঠি লিখতে চাই। কী বলে তাঁকে সম্বোধন করব?’
উত্তর: ‘আয় মেরে জান, পেয়ারে দামান, নূর-এ চামান, আসমান কি চাঁদ, আঁখো-কা-তারা, পেয়ারে মাওলানা মোহাম্মদ ফাঁকরাম খাঁ সমীপেষু।’
বলা বাহুল্য, এই চিঠিপত্রের প্রশ্ন এবং উত্তর—দুটোই অফিস থেকেই প্রস্তুতকৃত। বাইরে থেকে যে চিঠিপত্র আসত ডাকে, তা খোলাও হতো না।
সূত্র: কাজল ঘোষ সম্পাদিত ‘স্মৃতির ঢাকা’, পৃষ্ঠা ৮৬-৮৭

বিনিয়োগ হতেই পারে, তবে সেটার ব্যাপারে সতর্ক থাকতে হবে। নিজস্ব সম্পদের যথাসম্ভব ব্যবহার বাড়াতে হবে। বুঝতে হবে, বিদেশিরা বিনিয়োগ করে মুনাফার জন্য। ওই বিনিয়োগ থেকে স্থানীয় বা সাধারণ জনগণ কতটুকু উপকৃত হবে, তা-ও আমাদের জানা নেই। বাস্তবতা হলো, এর মাধ্যমে কিছুসংখ্যক লোক বেশি উপকৃত হয়।
৭ ঘণ্টা আগে
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের ছনগাঁও গ্রামের হামোম তনু বাবু ২০০৬ সালে নিজ বাড়িতে গড়ে তুলেছেন একটি মণিপুরি জাদুঘর। তিনি তাঁর বাবার নামে সংগ্রহশালাটির নামকরণ করেছেন ‘চাউবা মেমোরিয়াল মণিপুরি ইন্টেলেকচুয়াল প্রোপার্টি মিউজিয়াম’।
১ দিন আগে
এখন আর যাই থাক বা না থাক দ্রোহ বা বিপ্লব বলে কিছু নেই। শুধু বাংলাদেশে নয়, দুনিয়া থেকেই এই প্রক্রিয়া বা মানুষের ত্যাগের ইতিহাস বিলুপ্ত প্রায়। আমাদের যৌবন পর্যন্ত আমরা জানতাম যাঁরা দেশ ও মানুষকে ভালোবেসে আত্মদান করেন তাঁরা অমর।
৬ দিন আগে
আমি সক্রিয় ছাত্ররাজনীতিতে জড়িত হই ১৯৮২ সালের মার্চে; জেনারেল এরশাদের জবরদস্তিমূলক রাষ্ট্রক্ষমতা দখলের পরপর, বিশেষত ক্ষমতা জবরদখলের পর প্রথম হুমকিমূলক একটি ঘোষণা প্রচারের পর। যে ঘোষণায় বলা হয়েছিল, ‘আকারে ইঙ্গিতে, আচারে-উচ্চারণে সামরিক শাসনের সমালোচনা করলেও সাত বছরের সশ্রম কারাদণ্ড হবে।’ বুঝুন অবস্থা।
৭ দিন আগে