Ajker Patrika

ময়লার গাড়িতে এবার প্রাণ গেল গণমাধ্যমকর্মীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ০৯: ৪৯
ময়লার গাড়িতে এবার প্রাণ গেল গণমাধ্যমকর্মীর

২৪ ঘণ্টার মধ্যে রাজধানীতে সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ গেল আরও একজনের। গতকাল বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের গাড়ির চাপায় নিহত হয়েছেন গণমাধ্যমকর্মী মো. আহসান কবির খান। দুপুরে পান্থপথে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের বিপরীতে এ ঘটনা ঘটে।

নিহত কবির খানের চাচাতো ভাই মো. ইলিয়াস জানান, কবির খান দীর্ঘদিন প্রথম আলোতে কাজ করেছেন। সর্বশেষ তিনি দৈনিক সংবাদের গ্রাফিকস বিভাগে কাজ করতেন। এ ছাড়া তাঁর ব্যবসাও আছে।

স্ত্রী-সন্তানদের নিয়ে থাকতেন মগবাজারে। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলে দশম ও মেয়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। গ্রামের বাড়ি ঝালকাঠিতে। ময়নাতদন্ত শেষে লাশ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এর আগে গত বুধবার রাজধানীর গুলিস্তানে দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় নিহত হয় নটর ডেম কলেজের ছাত্র নাঈম হাসান। এ ঘটনার বিচার ও নিরাপদ সড়কের দাবিতে পরপর দুই দিন রাজধানীর বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে নাঈমের সহপাঠীসহ স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

কবির খানের মৃত্যুর বিষয়ে কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, বেলা আড়াইটার দিকে কবিরকে বহনকারী মোটরসাইকেলটি সোনারগাঁও হোটেলের মোড় থেকে পান্থপথের দিকে যাচ্ছিল। তাঁদের পেছনেই ঢাকা উত্তর সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ি ছিল। ময়লার গাড়িটি পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দিলে চালক ও আরোহী কবির পড়ে যান। তখন কবিরের ওপর দিয়ে চালিয়ে দেন গাড়ির চালক। ঘটনাস্থল থেকে গাড়িটি একটু সামনে নিয়ে থামিয়ে চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। ঘটনার পর কবিরকে বহনকারী মোটরসাইকেলচালকও পালিয়েছেন। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, নিহত কবিরের মাথার মগজ রাস্তায় পড়ে আছে। কবিরের পকেটে থাকা একটি কলম রক্তে ভিজে গেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী বসুন্ধরা শপিং মলের কর্মী মো. রানা আজকের পত্রিকাকে বলেন, ‘আমি রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষা করছিলাম। এরই মধ্যে দেখলাম মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে চলে গেল সিটি করপোরেশনের ময়লার গাড়ি। রাস্তা পার হয়ে দেখি ঘটনাস্থলেই তিনি মারা গেছেন।’

এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিতোষ চন্দ্র বলেন, কবিরের স্ত্রী থানায় মামলা করতে থানায় এসেছেন।

দুই সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন মেয়র আতিক নিহত কবিরের দুই সন্তানের লেখাপড়ার দায়িত্বভার গ্রহণ করার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা আবুল বাসার মুহাম্মদ তাজুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

এ ছাড়া ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে ডিএনসিসি। কমিটিকে তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...