আবু বকর ছিদ্দিক, চট্টগ্রাম

২০১৬ সালে অফডক নীতিমালা অনুযায়ী, বন্দরের ২০ কিলোমিটারের বাইরে অফডক স্থাপনের নির্দেশনা রয়েছে। চট্টগ্রাম শহরকে যানজট মুক্ত রাখতে বেসরকারি ইনল্যান্ড কনটেইনার ডিপোগুলো (আইসিডি) শহরের বাইরে সীতাকুণ্ড ও মিরসরাইয়ে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয় চট্টগ্রাম বন্দরের উপদেষ্টা কমিটির ১৪ তম সভায়ও। কিন্তু আইসিডি নির্মাণে মানা হচ্ছে না অফডক নীতিমালা। চট্টগ্রাম বন্দর উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত উপেক্ষা করে শহরে আরও একটি বেসরকারি ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) তৈরি করছে সাইফ পাওয়ার টেক।
চট্টগ্রামের হালিশহর এলাকার রেলওয়ের জায়গায় এটি নির্মিত হবে। এ জন্য রেলওয়ের ২১ দশমিক ২৯ একর জায়গা কনটেইনার কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডকে (সিসিবিএল) বরাদ্দ দেওয়া হয়েছে। নতুন আইসিডি নির্মাণ করতে চলতি মাসের ১৯ তারিখ কন্টেইনার কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (সিসিবিএল) সঙ্গে সাইফ পাওয়ার টেকের চুক্তি স্বাক্ষর হবে। নতুন একটি আধুনিক ইকুইপমেন্ট সমৃদ্ধ অফডক নির্মাণের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন।
সিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. বেলাল উদ্দিন আজকের পত্রিকাকে জানান, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে নতুন অফডক করা হচ্ছে। এটি রেল ও সড়ক দুটি পথেই কন্টেইনার পরিবহন করবে। পার্টনার বেইজ পরিচালিত হবে। আগামী ১৯ অক্টোবর সাইফ পাওয়ার টেকের ও সিসিবিএলের সঙ্গে স্বাক্ষর হওয়ার কথা।
সূত্র জানায়, সিসিবিএল এর জায়গায় নতুন অফডক নির্মাণের টেন্ডারে মোট ১৪টি সিডিউল বিক্রি হয়। এর মধ্যে ১৩টি প্রতিষ্ঠান দরপত্র জমা দেননি। কনটেইনার টার্মিনাল পরিচালনা, ন্যূনতম ৫০ হাজার টিইইউস কনটেইনার হ্যান্ডেলিং সহ আইসিডি সেক্টরে অভিজ্ঞতার শর্ত ছিল। এ ছাড়া জায়গার উন্নয়ন, ডিজাইন, আর্থিক ব্যবস্থাপনা আইসিডি পরিচালনারও শর্ত ছিল।
সাইফ পাওয়ারটেক আইসিডি পরিচালনাসহ সব ধরনের ফি আদায় করবে। আইসিডির পরিচালনা তদারকির জন্য আইসিডি চত্বরে অফিস থাকবে সিসিবিএলএর। চুক্তির শর্ত অনুযায়ী সম্পূর্ণ চালু অবস্থায় সিসিবিএলএর কাছে হস্তান্তর করবে সাইফ পাওয়ারটেক। পরবর্তীতে ওটিএম পদ্ধতিতে পরিচালনাকারী নিয়োগ করবে সিসিবিএল।
শহরে নতুন আইসিডি নির্মাণের বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, শুনেছি আরও একটি রেল বেইজ কন্টেইনার ডিপো হচ্ছে। তারা এখনো আমাদের কাছে আসেনি।
চট্টগ্রাম বন্দরের উপদেষ্টা কমিটির সদস্য হুইপ সামসূল হক এমপি আজকের পত্রিকাকে বলেছেন, চট্টগ্রাম শহরে নতুন করে অফডক বানানোর সুযোগ নাই। যেগুলো আছে তাদেরও শহরের বাইরে ২০ কিলোমিটার দূরে চলে যেতে হবে। এটি আমাদের রেজুলেশনে সিদ্ধান্ত।

২০১৬ সালে অফডক নীতিমালা অনুযায়ী, বন্দরের ২০ কিলোমিটারের বাইরে অফডক স্থাপনের নির্দেশনা রয়েছে। চট্টগ্রাম শহরকে যানজট মুক্ত রাখতে বেসরকারি ইনল্যান্ড কনটেইনার ডিপোগুলো (আইসিডি) শহরের বাইরে সীতাকুণ্ড ও মিরসরাইয়ে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয় চট্টগ্রাম বন্দরের উপদেষ্টা কমিটির ১৪ তম সভায়ও। কিন্তু আইসিডি নির্মাণে মানা হচ্ছে না অফডক নীতিমালা। চট্টগ্রাম বন্দর উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত উপেক্ষা করে শহরে আরও একটি বেসরকারি ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) তৈরি করছে সাইফ পাওয়ার টেক।
চট্টগ্রামের হালিশহর এলাকার রেলওয়ের জায়গায় এটি নির্মিত হবে। এ জন্য রেলওয়ের ২১ দশমিক ২৯ একর জায়গা কনটেইনার কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডকে (সিসিবিএল) বরাদ্দ দেওয়া হয়েছে। নতুন আইসিডি নির্মাণ করতে চলতি মাসের ১৯ তারিখ কন্টেইনার কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (সিসিবিএল) সঙ্গে সাইফ পাওয়ার টেকের চুক্তি স্বাক্ষর হবে। নতুন একটি আধুনিক ইকুইপমেন্ট সমৃদ্ধ অফডক নির্মাণের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন।
সিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. বেলাল উদ্দিন আজকের পত্রিকাকে জানান, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে নতুন অফডক করা হচ্ছে। এটি রেল ও সড়ক দুটি পথেই কন্টেইনার পরিবহন করবে। পার্টনার বেইজ পরিচালিত হবে। আগামী ১৯ অক্টোবর সাইফ পাওয়ার টেকের ও সিসিবিএলের সঙ্গে স্বাক্ষর হওয়ার কথা।
সূত্র জানায়, সিসিবিএল এর জায়গায় নতুন অফডক নির্মাণের টেন্ডারে মোট ১৪টি সিডিউল বিক্রি হয়। এর মধ্যে ১৩টি প্রতিষ্ঠান দরপত্র জমা দেননি। কনটেইনার টার্মিনাল পরিচালনা, ন্যূনতম ৫০ হাজার টিইইউস কনটেইনার হ্যান্ডেলিং সহ আইসিডি সেক্টরে অভিজ্ঞতার শর্ত ছিল। এ ছাড়া জায়গার উন্নয়ন, ডিজাইন, আর্থিক ব্যবস্থাপনা আইসিডি পরিচালনারও শর্ত ছিল।
সাইফ পাওয়ারটেক আইসিডি পরিচালনাসহ সব ধরনের ফি আদায় করবে। আইসিডির পরিচালনা তদারকির জন্য আইসিডি চত্বরে অফিস থাকবে সিসিবিএলএর। চুক্তির শর্ত অনুযায়ী সম্পূর্ণ চালু অবস্থায় সিসিবিএলএর কাছে হস্তান্তর করবে সাইফ পাওয়ারটেক। পরবর্তীতে ওটিএম পদ্ধতিতে পরিচালনাকারী নিয়োগ করবে সিসিবিএল।
শহরে নতুন আইসিডি নির্মাণের বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, শুনেছি আরও একটি রেল বেইজ কন্টেইনার ডিপো হচ্ছে। তারা এখনো আমাদের কাছে আসেনি।
চট্টগ্রাম বন্দরের উপদেষ্টা কমিটির সদস্য হুইপ সামসূল হক এমপি আজকের পত্রিকাকে বলেছেন, চট্টগ্রাম শহরে নতুন করে অফডক বানানোর সুযোগ নাই। যেগুলো আছে তাদেরও শহরের বাইরে ২০ কিলোমিটার দূরে চলে যেতে হবে। এটি আমাদের রেজুলেশনে সিদ্ধান্ত।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫