Ajker Patrika

জার্মানির ডাড স্কলারশিপ পেলেন হাসানাহ্

আনিসুল ইসলাম নাঈম
জার্মানির ডাড স্কলারশিপ পেলেন হাসানাহ্

নাটোরের সন্তান উস ওয়াতুন হাসানাহ্। অনার্স ও মাস্টার্স শেষ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে। পরে তিনি স্টুটগার্ট বিশ্ববিদ্যালয়ের এয়ার কোয়ালিটি, সলিড ওয়েস্ট অ্যান্ড ওয়েস্ট ওয়াটার (ওয়েস্ট) মাস্টার্স প্রোগ্রামে ইপোস-ডাড স্কলারশিপ নিয়ে জার্মানি পাড়ি দিয়েছেন। তাঁর বৃত্তি অর্জনের খুঁটিনাটি তথ্য শুনেছেন আনিসুল ইসলাম নাঈম

স্কলারশিপ পাওয়ার অনুভূতি 
প্রথমে আমাকে ইমেইলে ২০ মিনিটের একটি অনলাইন ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছিল। তবে সেই ইন্টারভিউ স্থায়ী হয়েছিল ৫০ মিনিট পর্যন্ত। ইন্টারভিউয়ের সময় প্রাথমিকভাবে বৃত্তির জন্য শর্টলিস্টে রাখার ইঙ্গিত দিয়েছিল। পরে ই-মেইলের মাধ্যমে চূড়ান্ত ফলাফল জানায়। ইন্টারভিউতে ডাডের একজন সমন্বয়কারী ও মাস্টার্স প্রোগ্রামের সমন্বয়কারী উপস্থিত ছিলেন। এ ছাড়া ইরাসমাস-মুন্ডুস প্রোগ্রাম এবং সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ ফর গ্লোবাল প্রফেশনালস প্রোগ্রাম দ্বারাও ইন্টারভিউ নেওয়া হয়েছিল। প্রায় তিন মাস পরে আমি ডাড (ওয়েস্ট প্রোগ্রাম), ইরাসমাস-মুন্ডুস এবং সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ ফর গ্লোবাল প্রফেশনালস প্রোগ্রামে লুন্ড বিশ্ববিদ্যালয় থেকে অফার পেয়েছি। এই বৃত্তিগুলোর মধ্যে ডাডকে বেছে নেওয়া বিশাল সিদ্ধান্ত ছিল। কারণ এগুলো ইউরোপের সেরা বৃত্তি হিসেবে বিবেচিত হয়। তিন বছর বয়সী একটি সন্তানকে রেখে বিদেশে স্থায়ী হওয়াটাও বেশ চ্যালেঞ্জের ছিল। তাই নতুন নাগরিকত্ব আইন এবং জার্মানিতে চাকরির সুযোগের কারণে ডাডকে বেছে নিয়েছি। 

স্কলারশিপ পাওয়ার পেছনে
বিদেশে পড়াশোনা করতে পরিবার থেকে সব সময় সাপোর্ট পেয়েছি। ছোটবেলা থেকেই মা আমাকে পড়াশোনা ও কর্মজীবনকে সব সময় আগে প্রাধান্য দেওয়ার কথা বলতেন। ব্যাচেলর প্রোগ্রামে ইন্টার্নশিপ চলাকালীন আমি চাকরিতে যোগ দিই। চাকরিতে যোগ দেওয়ার এক বছর পরে মাস্টার্সের জন্য চাকরি ছেড়ে দিয়েছিলাম। স্নাতক জীবন থেকে সব সময় বিভিন্ন গবেষণা কাজের সঙ্গে জড়িত ছিলাম। মাস্টার্সের পর গবেষণা বিভাগে নামীদামি একটি জুতা কোম্পানিতে কাজ শুরু করি। এরপর আমি লেদার রিসার্চ ইনস্টিটিউট, বিসিএসআইআর-এ রিসার্চ ফেলো হিসেবে যোগদান করি। এর মধ্যে বিভিন্ন গবেষণা-সংক্রান্ত জাতীয় ও আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করেছি। আমি আন্তর্জাতিক জার্নালে গবেষণাপত্র প্রকাশ করেছি এবং ২০২৩ সালে ELSEVIER-এর সঙ্গে দুটি বইয়ের অধ্যায় লিখেছি। আমাকে পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. মমিনুল ইসলাম স্যারকে ধন্যবাদ জানাই। পুরো যাত্রায় আমার স্বামী প্রকৌশলী মো. শাহাবুল আলম শাকিল ও মা সব সময় অনুপ্রেরণা ও সাহস জুগিয়েছেন। নইলে আমার সন্তানকে বাংলাদেশে রেখে জার্মানিতে স্বপ্নের পেছনে ছুটে যাওয়া আমার পক্ষে অসম্ভব হয়ে যেত। 

অধ্যয়নের বিষয়
জার্মানির ডাড স্কলারশিপে মেডিসিন, ইঞ্জিনিয়ারিং, আর্ট, মিউজিক, স্পোর্টস, গণিত, ন্যাচারাল সায়েন্স, আইন, অর্থনীতি, সোশ্যাল সায়েন্স, কালচারাল স্টাডিজ, ল্যাঙ্গুয়েজ, ভেটেরিনারি মেডিসিন, কৃষি, ফরেস্ট্রি, পুষ্টিবিজ্ঞান; এসব ক্যাটাগরির অন্তর্ভুক্ত বিভিন্ন বিষয়ে অধ্যয়ন করার সুযোগ রয়েছে। 

আবেদনের যোগ্যতা 
ডাডের মাস্টার্স স্কলারশিপে আবেদনের জন্য মূলত চার বছরের ব্যাচেলর ডিগ্রি এবং কমপক্ষে দুই বছরের প্রফেশনাল অভিজ্ঞতা প্রয়োজন। এ ছাড়া প্রার্থীর ব্যাচেলর ডিগ্রি সার্টিফিকেট ছয় বছরের বেশি পুরোনো হলে তা গ্রহণযোগ্য নয়। নির্বাচনের ক্ষেত্রে প্রোগ্রাম ও বিশ্ববিদ্যালয়ভেদে ভর্তির যোগ্যতা ভিন্ন হতে পারে। একাডেমিক রেজাল্ট, রিসার্চ পাবলিকেশন, মোটিভেশনাল লেটার–স্কলারশিপ পাওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ। 

পড়াশোনার পর জার্মানিতে চাকরি 
ডাড স্কলারশিপ পেলে প্রোগ্রাম অনুসারে মাসিক ৯৩৪ থেকে ১ হাজার ২০০ ইউরো শিক্ষা ভাতা, এককালীন গবেষণা ভাতা, ভ্রমণ ব্যয় এবং স্বাস্থ্যবিমা পাওয়া যাবে। এ ছাড়া বিশেষ পরিস্থিতি বিবেচনায় পরিবারের সদস্যদের জন্য মাসিক ভাতা ও রেন্ট সাবসিডিও পাওয়া যায়। ডাড প্রধানত তাদের দেশে অর্জিত জ্ঞান প্রয়োগ করার জন্য পড়াশোনার পরে দেশে ফিরে যেতে উৎসাহিত করে। তবে এ ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। উপযুক্ত যোগ্যতা এবং ভাষার দক্ষতা নিয়ে পড়াশোনা করার পর জার্মানিতে চাকরি পাওয়াও সম্ভব। জার্মানিতে ভালো বেতনের চাকরি পেতে B1 পর্যন্ত জার্মান ভাষার দক্ষতা থাকা গুরুত্বপূর্ণ। তাই নতুনদের জার্মান ভাষার দক্ষতা এবং কাজের অভিজ্ঞতাকে অগ্রাধিকার দিতে হবে। 

আবেদনের প্রক্রিয়া
স্কলারশিপে আবেদনের জন্য প্রথমেই প্রয়োজন ডাড অ্যাপ্লিকেশন ফরম। সব একাডেমিক সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট, মোটিভেশনাল লেটার, ইউরোপাস ফরম্যাটের সিভি, ওয়ার্ক এক্সপেরিয়েন্স সার্টিফিকেট, রিকমেন্ডেশন লেটার ও আইইএলটিএস বা টোফেল সার্টিফিকেট। সাধারণত ডাডের বিভিন্ন স্কলারশিপ ও প্রোগ্রামের জন্য আবেদন প্রক্রিয়া ভিন্ন হয়ে থাকে। আবেদন করার জন্য ডাডের অফিশিয়াল ওয়েবসাইটের ‘স্কলারশিপ ডেটাবেইস’ থেকে স্কলারশিপ টাইপ ও প্রোগ্রাম অনুযায়ী প্রোগ্রাম ব্রোশিয়ার সংগ্রহ করা যায়। যেখানে প্রোগ্রাম অনুযায়ী আবেদন প্রক্রিয়া, ডেডলাইন ও প্রয়োজনীয় সব নির্দেশনা দেওয়া থাকে। 

নতুনদের জন্য পরামর্শ 
ডাড স্কলারশিপের জন্য পেশাগত অভিজ্ঞতা বেশ গুরুত্বপূর্ণ। তাই স্নাতকের পর সময় নষ্ট না করে বিষয়-সংক্রান্ত পেশাগত ক্ষেত্রে কাজ শুরু করা উচিত। অনেকে পেশা ও গবেষণাকে দুটি ভিন্ন দিক হিসেবে বিবেচনা করেন। কিন্তু ডাড স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে উভয়ই খুবই কার্যকর। তাই লেখাপড়া বা কাজের পাশাপাশি নিজের আগ্রহের গবেষণামূলক কাজে অংশগ্রহণ সাফল্য বয়ে আনবে। আমি গবেষণা দক্ষতার ওপর ভিত্তি করে আমার বৃত্তি পেয়েছি। কারণ, আমি একজন রিসার্চ ফেলো হিসেবে বিসিএসআইআর-এ কাজ করেছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

২০ কর্মী নেবে খুলনা বিশ্ববিদ্যালয়, ২০তম গ্রেডে বেতন

চাকরি ডেস্ক 
খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক। ছবি: সংগৃহীত
খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক। ছবি: সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়টির ৩ ক্যাটাগরির শূন্য পদে মোট ২০ জনকে নিয়োগ দেওয়া হবে। ১০ ডিসেম্বর এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ১১ ডিসেম্বর থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম ও সংখ্যা: নিরাপত্তাপ্রহরী, ৭টি।

শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট থাকতে হবে।

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)।

পদের নাম ও সংখ্যা: মালি, ৩টি।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)।

পদের নাম ও সংখ্যা: পরিচ্ছন্নতাকর্মী, ১০টি।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)।

আবেদন ফি: আবেদন ফি বাবদ ১০০ টাকা অনলাইনে মোবাইল ব্যাংকিংয়ের (রকেট) মাধ্যমে পেমেন্ট করে পেমেন্ট স্লিপ আবেদনপত্রের একটির সঙ্গে সংযুক্ত করে প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ ৩ সেট আবেদনপত্র নির্ধারিত ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনের পদ্ধতি: নিয়োগ বিজ্ঞপ্তি এবং নিয়মাবলি খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। অনলাইন আবেদন ছাড়া কোনো আবেদন গ্রহণযোগ্য নয়।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ‘অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা’।

আবেদনের শেষ সময়: ২৪ ডিসেম্বর, ২০২৫; বিকেল ৫টা।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

প্রাণিসম্পদ অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ৪৮৩

চাকরি ডেস্ক 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

জনবল নিয়োগের সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাণিসম্পদ অধিদপ্তর। প্রতিষ্ঠানটির রাজস্ব খাতভুক্ত ১ ক্যাটাগরির শূন্য পদে ৪৮৩ জনের নিয়োগের বড় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গত ২৫ নভেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ৩ ডিসেম্বর থেকে আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে।

পদের নাম ও সংখ্যা: ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট (ডিএফএ), ৪৮৩টি।

শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে অন্যূন এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সরকারি ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট বা লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে এক বছরের প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।

বয়সসীমা: সব প্রার্থীদের ক্ষেত্রে ১ নভেম্বর পর্যন্ত বয়সসীমা ১৮-৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের জন্য এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা করতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সব তথ্য সঠিক ও সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে কিংবা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যেকোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।

আবেদনের অযোগ্যতা: বাংলাদেশের নাগরিক না হন, বাংলাদেশের স্থায়ী বাসিন্দা না হন অথবা বাংলাদেশের ডমিসাইল না হন; এরূপ কোনো ব্যক্তিকে বিয়ে করেন অথবা বিয়ে করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন যিনি বাংলাদেশের নাগরিক নন; ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দণ্ডিত হন; তবে তিনি আবেদন করার জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবেন না।

মৌখিক পরীক্ষার সময় যেসব কাগজপত্র প্রদর্শন করতে হবে: অনলাইন আবেদনপত্রের হার্ড কপি, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সব শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতার সনদ, জাতীয় পরিচয়পত্র, সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি করপোরেশন কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ ও জন্মনিবন্ধন সনদ প্রদর্শন করতে হবে। এসব কাগজপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার মাধ্যমে সব সনদের সত্যায়িত ছায়ালিপি দাখিল করতে হবে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ—উভয় প্রার্থীরা আবেদন করতে পারবে।

বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা।

আবেদন পদ্ধতি: প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্র দাখিলের নিয়মাবলি ও শর্তাবলি প্রাণিসম্পদ অধিদপ্তরের ওয়েবসাইটের মেনুতে ‘অনলাইন নিয়োগ’ অপশনে অথবা ওয়েবসাইটে পাওয়া যাবে।

আবেদনের শেষ সময়: আগামী ৩১ জানুয়ারি, ২০২৬; বিকেল ৫টা।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

আকিজ ফুডে চাকরির সুযোগ, ২১ বছরেই করা যাবে আবেদন

চাকরি ডেস্ক 
আকিজ ফুডে চাকরির সুযোগ, ২১ বছরেই করা যাবে আবেদন

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার’ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ১৭ ডিসেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

পদের নাম: সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, (পিপিএস প্ল্যান্ট)।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা (মেকানিক্যাল/ইলেক্ট্রিক্যাল)।

অভিজ্ঞতা: ১-৩ বছর অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন: ফুলটাইম।

প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়সসীমা: ২১-২৮ বছর।

কর্মস্থল: ঢাকা (ধামরাই)।

বেতন: আলোচনা সাপেক্ষে।

সুযোগ–সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতন ছাড়াও আরও সুযোগ–সুবিধার ব্যবস্থা রয়েছে।

আবেদনের পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২৫ ডিসেম্বর, ২০২৫।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

অফিসার পদে কর্মী নেবে মিডল্যান্ড ব্যাংক, আবেদন অনলাইনে

চাকরি ডেস্ক 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিডল্যান্ড ব্যাংক লিমিটেড। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটিতে অ্যাসিস্ট্যান্ট অফিসার/অফিসার পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ১১ ডিসেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট অফিসার/অফিসার।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি/স্নাতক ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: অটোক্যাড, এমএস অফিস এবং অন্যান্য সম্পর্কিত সফটওয়্যার সহ কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।

চাকরির ধরন: ফুলটাইম।

কর্মক্ষেত্র: অফিসে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর।

কর্মস্থল: ঢাকা।

বেতন: আলোচনা সাপেক্ষে। এ ছাড়া ব্যাংকের নীতিমালা অনুযায়ী বেতন ছাড়াও আরও সুযোগ–সুবিধার ব্যবস্থা রয়েছে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১০ জানুয়ারি, ২০২৬।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত