
ভারত চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ার বিশ্ব বাজারে এই খাদ্যশস্যের দাম এরই মধ্যে ঊর্ধ্বমুখী। এর মধ্যে চাল রপ্তানিতে সাময়িক বিধিনিষেধ আরোপের পরিকল্পনার কথা জানাল মিয়ানমার। আজ শুক্রবার একজন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ নিয়ে প্রতিবেদন করেছে বার্তা সংস্থা রয়টার্স।
মিয়ানমার রাইস ফেডারেশনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে বলেন, ‘চলতি মাসের শেষ নাগাদ থেকে প্রায় ৪৫ দিনের জন্য আমরা সাময়িকভাবে চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেব।’ অভ্যন্তরীণ বাজারে দামে ঊর্ধ্বগতির কারণেই সরকার রপ্তানি সীমিত করতে বাধ্য হচ্ছে বলেও উল্লেখ করেন ওই কর্মকর্তা।
যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের উপাত্ত অনুযায়ী, মিয়ানমার বিশ্বের পঞ্চম বৃহত্তম চাল রপ্তানিকারক দেশ। বিশ্ব বাজারে বছরে ২০ লাখ টনের বেশি চাল বিক্রি করে এই দেশ।
গত মাসে ভারত নন–বাসমতি চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে। এতে বিশ্ববাজার এই খাদ্যশস্যের প্রায় ১ কোটি টন সরবরাহের উৎস হারিয়েছে, যা মোট সরবরাহের ২০ শতাংশ।
মুম্বাইভিত্তিক এক ব্যবসায়ী রয়টার্সকে বলেন, ‘মিয়ানমার বিশ্বে চালের বাজারে ভারত বা থাইল্যান্ডের মতো বড় প্রভাবশালী দেশ নয়। তবে এমন সময় দেশটি রপ্তানিতে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যখন সরবরাহ এমনিতেই অনেক কম। এই ঘোষণা চালের বাজার আরও চাঙা করবে এবং ক্রেতাদের মধ্যে উদ্বেগ বাড়াবে।’
ভারত রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ার পর থাইল্যান্ড এবং ভিয়েতনাম এরই মধ্যে রপ্তানিমূল্য বাড়িয়ে দিয়েছে। এশিয়ার রপ্তানিকারক দেশগুলোর মধ্যে ভিয়েতনামের চালের দাম এখন সর্বোচ্চ।
এদিকে ফিলিপাইন এবং ইন্দোনেশিয়ার মতো বৈশ্বিক আমদানিকারক দেশগুলো আসন্ন এল নিনোর প্রভাবে উৎপাদন কমে যাওয়ার আশঙ্কায় মরিয়া হয়ে চাল সংগ্রহ শুরু করেছে।

ভারত চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ার বিশ্ব বাজারে এই খাদ্যশস্যের দাম এরই মধ্যে ঊর্ধ্বমুখী। এর মধ্যে চাল রপ্তানিতে সাময়িক বিধিনিষেধ আরোপের পরিকল্পনার কথা জানাল মিয়ানমার। আজ শুক্রবার একজন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ নিয়ে প্রতিবেদন করেছে বার্তা সংস্থা রয়টার্স।
মিয়ানমার রাইস ফেডারেশনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে বলেন, ‘চলতি মাসের শেষ নাগাদ থেকে প্রায় ৪৫ দিনের জন্য আমরা সাময়িকভাবে চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেব।’ অভ্যন্তরীণ বাজারে দামে ঊর্ধ্বগতির কারণেই সরকার রপ্তানি সীমিত করতে বাধ্য হচ্ছে বলেও উল্লেখ করেন ওই কর্মকর্তা।
যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের উপাত্ত অনুযায়ী, মিয়ানমার বিশ্বের পঞ্চম বৃহত্তম চাল রপ্তানিকারক দেশ। বিশ্ব বাজারে বছরে ২০ লাখ টনের বেশি চাল বিক্রি করে এই দেশ।
গত মাসে ভারত নন–বাসমতি চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে। এতে বিশ্ববাজার এই খাদ্যশস্যের প্রায় ১ কোটি টন সরবরাহের উৎস হারিয়েছে, যা মোট সরবরাহের ২০ শতাংশ।
মুম্বাইভিত্তিক এক ব্যবসায়ী রয়টার্সকে বলেন, ‘মিয়ানমার বিশ্বে চালের বাজারে ভারত বা থাইল্যান্ডের মতো বড় প্রভাবশালী দেশ নয়। তবে এমন সময় দেশটি রপ্তানিতে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যখন সরবরাহ এমনিতেই অনেক কম। এই ঘোষণা চালের বাজার আরও চাঙা করবে এবং ক্রেতাদের মধ্যে উদ্বেগ বাড়াবে।’
ভারত রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ার পর থাইল্যান্ড এবং ভিয়েতনাম এরই মধ্যে রপ্তানিমূল্য বাড়িয়ে দিয়েছে। এশিয়ার রপ্তানিকারক দেশগুলোর মধ্যে ভিয়েতনামের চালের দাম এখন সর্বোচ্চ।
এদিকে ফিলিপাইন এবং ইন্দোনেশিয়ার মতো বৈশ্বিক আমদানিকারক দেশগুলো আসন্ন এল নিনোর প্রভাবে উৎপাদন কমে যাওয়ার আশঙ্কায় মরিয়া হয়ে চাল সংগ্রহ শুরু করেছে।

অর্থনীতির চলমান চাপ এবং রাজস্ব ব্যবস্থার দুর্বলতার কারণে সরকারি খরচ চালাতে আয়ের অন্যতম উৎসে বড় ধরনের টান পড়েছে। এর প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে রাজস্ব আদায়ে। এতে করে অর্থবছরের মাঝপথেই জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বড় ঘাটতির মুখে পড়েছে।
২৫ মিনিট আগে
এক সপ্তাহ না যেতেই আবারও দেশের বাজারে সোনার দামে রেকর্ড হয়েছে। এবার ভরিপ্রতি সোনার দাম সর্বোচ্চ ৪ হাজার ১৯৯ টাকা বাড়ানোর ঘোষণা এসেছে। ফলে ভালো মানের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়াবে প্রায় ২ লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকা। এটিই দেশের বাজারে সোনার ভরির রেকর্ড দাম। সোনার নতুন এই দাম আগামীকাল মঙ্গলবার থেকে সারা দেশ
৩ ঘণ্টা আগে
এখন বিকাশ অ্যাপ থেকে গ্রাহক নিজেই বিকাশ টু ব্যাংক, সেভিংস, মোবাইল রিচার্জ ও পে বিল সেবাসংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন। সম্প্রতি বিকাশ অ্যাপে যুক্ত হয়েছে ‘সেলফ কমপ্লেইন্ট’ (ই-সিএমএস) সেবা। অভিযোগ জানানোর প্রক্রিয়া আরও সহজ, তাৎক্ষণিক ও কার্যকর করতেই এই উদ্যোগ নিয়েছে বিকাশ।
৫ ঘণ্টা আগে
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, আদালতের আদেশ মেনে নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে প্রতিষ্ঠানগুলোর শ্রমিকদের আইনানুগ বকেয়া বেতন ও সার্ভিস বেনিফিট পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৯ ঘণ্টা আগে