Ajker Patrika

সেই ‘শত্রু’ লাহিরু লঙ্কায় লিটনের ‘বন্ধু’

সেই ‘শত্রু’ লাহিরু লঙ্কায় লিটনের ‘বন্ধু’

‘সম্পর্ক বদলে গেল একটি পলকে’-জনপ্রিয় এই গানটি লিটন দাস, লাহিরু কুমারা কি শুনেছেন? হয়তো হ্যাঁ, আবার হয়তো না। সে যা-ই হোক, লিটন, লাহিরু যেন ২০২৩ লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) সেই গানেরই বাস্তব প্রমাণ দেখালেন। 

এবারের এলপিএলে লিটন, লাহিরু দুজনেই খেলছেন গল টাইটানসে। গত পরশু কলম্বোর প্রেমাদাসায় মুখোমুখি হয়েছে গল টাইটানস ও কলম্বো স্ট্রাইকার্স। কলম্বো স্ট্রাইকার্সের উইকেট নেওয়ার পর লাহিরু উদযাপন করেন সতীর্থদের সঙ্গে। সতীর্থদের মধ্যে ছিলেন লিটনও। এই ঘটনার পরই গল টাইটানস দুই বছর আগের এক ঘটনার স্মৃতিচারণ করে। শারজায় ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে লিটনের উইকেট নিয়েছিলেন লাহিরু। এরপরই দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়, যা ভাইরাল হয়ে যায় সামাজিকমাধ্যমে। ওপরে ২০২৩ এলপিএল আর নিচে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের ছবি জোড়া লাগিয়ে পোস্ট করে গতকাল ক্যাপশন দিয়েছে, ‘কীভাবে বদলে যায়। জাতীয়তা আলাদা হলেও টাইটানস তাদের এক করেছে। বাংলাদেশি ভক্ত-সমর্থকদের অসাধারণ সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ। খেলাধুলার মাধ্যমেই আমাদের (বাংলাদেশ-শ্রীলঙ্কা) সম্পর্ক উন্নত হবে।’ 

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে লিটন ছিলেন পরাজিত দলে আর লাহিরু ছিলেন জয়ী দলে। বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছিল শ্রীলঙ্কা। আর গত পরশু কলম্বো স্ট্রাইকার্সকে ৮ উইকেটে হারিয়েছিল গল টাইটানস। লাহিরু ২ ওভারে ৯ রান দিয়ে নিয়েছিলেন ২ উইকেট। আর লিটন ৪ বলে ১ রান করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

শিশু সাজিদের মৃত্যুতে শোকাহত তাসকিন, চাইলেন দোয়া

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫, ১২: ১৪
সাজিদ আর বেঁচে নেই। ফাইল ছবি
সাজিদ আর বেঁচে নেই। ফাইল ছবি

বাঁচানো যায়নি রাজশাহীর তানোরের ২ বছরের শিশু সাজিদকে। গর্ত থেকে উদ্ধার করলেও জীবিত অবস্থায় পরিবারের কাছে ফিরে যাওয়া হয়নি তার। এমন মৃত্যুতে শোকের মাতম চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সাজিদের মৃত্যুতে শোক প্রকাশ করে ফেসবুকে বার্তা দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ।

নিজের ফেসবুক পেজে তাসকিন লিখেছেন, ‘একটা ছোট্ট প্রাণ আজ আমাদের সবাইকে কাঁদিয়ে আল্লাহর কাছে ফিরে গেল। হে আল্লাহ, এই শিশুটিকে জান্নাতুল ফেরদাউসের স্থায়ী সুখ দান করুন। শোকাহত পরিবারকে ধৈর্য ও সান্ত্বনা দান করুন।’

গত বুধবার হৃদয়বিদারক ঘটনাটির সূত্রপাত তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট গ্রামে। মা রুনা খাতুন এবং ভাইয়ের সঙ্গে বাড়ির পাশের একটি জমিতে হাঁটছিল সাজিদ। মা এবং ভাই অরক্ষিত গভীর নলকূপের গর্ত পার হলেও গর্তে পড়ে যায় সাজিদ।

পেছন থেকে ‘মা মা’ চিৎকার শুনে মা ফিরে দেখেন সাজিদ নেই। খড় সরিয়ে বুঝতে পারেন সাজিদ গর্তে পড়েছে। অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে মানুষের ভিড় জমতে শুরু করে। শুরু হয় উদ্ধার অভিযান। একে একে অভিযানে যোগ দেয় ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। টানা ৩২ ঘণ্টার চেষ্টা শেষে ৪৫ ফুট গভীর থেকে গতকাল রাত নয়টার দিকে সাজিদকে উদ্ধার করা হয়।

উদ্ধারের পরই সাজিদকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। কিন্তু কর্তৃব্যরত চিকিৎসক সাজিদকে মৃত ঘোষণা করেন। শিশুটি যে গর্তে পড়েছিল নলকূপের জন্য সে গর্ত করেছিলেন স্থানীয় বাসিন্দা ও জমির মালিক কছির উদ্দিন। তার বিচার চেয়েছেন সাজিদের মা। তিনি বলেন, ‘কছির উদ্দিন তিন জায়গা খুঁড়েছিল...দুই বছর ধরে গর্ত বন্ধ না করে রেখেছিল। কেন রেখেছিল? আমি তার বিচার চাই...কছিরের শাস্তি চাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

বসুন্ধরা-মোহামেডানের শিরোপার গতিপথ নির্ধারণী ম্যাচ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
বিকেলে মাঠে নামবে দুদল। ছবি: বাফুফে
বিকেলে মাঠে নামবে দুদল। ছবি: বাফুফে

বাংলাদেশ ফুটবল লিগে দারুণ ছন্দে আছে বসুন্ধরা কিংস। হারানো শ্রেষ্ঠত্ব ফিরে পেতে যেন মরিয়া তারা। ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে মারিও গোমেসের দল। বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাবের সময়টা কাটছে উত্থান-পতনের মধ্য দিয়ে। এখনো সেভাবে ছন্দে ফিরতে পারেনি তারা। ৫ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে চারে আলফাজ আহমেদের দল।

টেবিলে দুই দলের মধ্যে ব্যবধান স্পষ্ট। শিরোপা লড়াইয়ের গতিপথও অনেকটা পরিষ্কার হয়ে যাবে আজকের ম্যাচে। কিংস অ্যারেনায় সন্ধ্যা সাড়ে ৫টায় নামবে দুই দল। ঘরের মাঠ ও বর্তমান পারফর‍ম্যান্স বিবেচনায় বসুন্ধরা কিংসই এগিয়ে থাকবে।

কিংসের ঘরের মাঠ মোহামেডানের জন্য অবশ্য দুশ্চিন্তার নাম। কয়েকবার নিরাপত্তাহীনতার অভিযোগ তুলেছে তারা। সেই মাঠে গতকাল অনুশীলন করতে চাইলেও কিংসের বিরুদ্ধে বাধার অভিযোগ এনেছে তারা। তাই বাধ্য হয়ে অনুশীলন করতে হয় পল্টনের আউটার স্টেডিয়ামে।

মোহামেডানের কোচ আলফাজ আহমেদ গতকাল সংবাদমাধ্যমকে বলেন, ‘বসুন্ধরার মতো একটা পেশাদার ক্লাব যে অপেশাদারত্ব দেখাল, সেটা আসলে চিন্তার বাইরে। আমাদের কেন অনুশীলনের সুযোগ দিল না, এটা আসলে আমি বুঝতে পারছি না। তাদের মানসিকতার অভাব আছে বলে মনে হয়।’

লিগে মোহামেডানের শুরুটা হয়েছিল হতাশায়। ফর্টিসের কাছে হারের পর পুলিশের বিপক্ষে ড্র করে সাদা-কালোরা। চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডকে হারানোর পর আভাস দিচ্ছে চেনা রূপে ফেরার আভাস। এর ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব ও পিডব্লিউডিকেও হারিয়ে তারা। মাঠের বাইরে খুব একটা যে ভালো অবস্থায় আছে মোহামেডান, তা অবশ্য বলার উপায় নেই। খেলোয়াড়দের পারিশ্রমিক না পাওয়ার খবর চাউর হচ্ছে অনেক দিন। সেই জটিলতা অবশ্য মিটতে যাচ্ছে। আলফাজ বলেন, ‘ক্লাব অফিশিয়ালরাও আমাদের আশ্বস্ত করেছেন। খেলোয়াড়দের সুবিধা থেকে বঞ্চিত করবেন না। তারা শিগগির তাদের দেনা-পাওনার কিছুটা হলেও লাঘব করবে এবং প্লেয়াররা সবাই ফিট আছে আমার। ইনশা আল্লাহ, কালকের (আজ) ম্যাচে সবাই শতভাগ দেবে।’

ঘরোয়া ফুটবলের মৌসুমের শুরুটা হয়েছিল দুই দলের লড়াই দিয়ে। চ্যালেঞ্জ কাপের সেই ম্যাচে মোহামেডানকে ৪-১ গোলে হারিয়ে শিরোপা জেতে কিংস। লিগের বাস্তবতা অবশ্য ভিন্ন। গত মৌসুমে দুই ম্যাচের দুটিতেই কিংসকে হারের স্বাদ দিয়েছে মোহামেডান। অতীতের সুখস্মৃতি প্রেরণা দিচ্ছে সাদা-কালো অধিনায়ক মেহেদী হাসান মিঠুকে, ‘মাঠে প্রমাণ দেখাব যে আসলে ওদের মাঠে প্র্যাকটিস না করেও আমরা জিততে পারি। চ্যালেঞ্জ কাপে ওদের কাছে আমরা হেরেছি। বড় ম্যাচের চিন্তাভাবনা করে মাঠে নামব।’

গত মৌসুমে মোহামেডানে খেলা সানডে ইমানুয়েল ও আগবাজি টনি এবার খেলছেন কিংসে। দোরিয়েলতন গোমেসও আছেন দারুণ ফর্মে। একই সঙ্গে রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিমরা আলো ছড়িয়ে যাচ্ছেন। লিগে সর্বশেষ দুই ম্যাচে প্রতিপক্ষের জালে ৫ গোল করেছে কিংস। ক্লাব থেকে নিষেধাজ্ঞা থাকায় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে চাননি ফুটবলাররা। তবে মোহামেডানের বিপক্ষে যে প্রতিশোধের পণ নিয়ে নামবে তারা, তা আর বুঝতে বাকি নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ডাফির বোলিং তোপে তিন দিনেই হারল ওয়েস্ট ইন্ডিজ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫, ১১: ১৩
৯ উইকেটে হেরেছে ক্যারিবীয়রা। ছবি: ক্রিকইনফো
৯ উইকেটে হেরেছে ক্যারিবীয়রা। ছবি: ক্রিকইনফো

ব্যাটিং ব্যর্থতায় ক্রাইস্টচার্চ টেস্টে হারের পথেই ছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু জাস্টিন গ্রিভস, শাই হোপ, কেমার রোচরা ব্যাট হাতে ঘুরে দাঁড়ানোয় শেষ পর্যন্ত হার এড়িয়ে জয় সমতূল্য ড্র করে ক্যারিবীয়রা। কিন্তু ওয়েলিটন টেস্টে আর তেমন কিছুর পুনরাবৃত্তি করতে পারেনি তারা। জ্যাকব ডাফির বোলিং তোপে ৯ উইকেটে বড় ব্যবধানে হেরেছে সফরকারীরা। তাও আবার মাত্র তিন দিনেই।

নিউজিল্যান্ডের সামনে মাত্র ৫৬ রানের লক্ষ্য দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। টম লাথামের উইকেট হারিয়ে জয় তুলে নেয় স্বাগতিকের। ডেভন কনওয়ে ২৮ ও কেইন উইলিয়ামসন ১৬ রান নিয়ে দলের জয় নিশ্চিত করেন। এই জয়ে ৩ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড।

মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে আগামী ১৮ ডিসেম্বর সিরিজের শেষ টেস্ট শুরু হবে। সিরিজ হার এড়াতে চাইলে সে ম্যাচে জিততেই হবে ওয়েস্ট ইন্ডিজকে। অন্যদিকে ন্যূনতম হার এড়ালেই ১-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেবে টম লাথামের দল।

প্রথম ইনিংসে ২০৫ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ২৭৮ রান করে নিউজিল্যান্ড। ৭৩ রানে পিছিয়ে থাকা অতিথিদের দ্বিতীয় ইনিংসটা ছিল আরও বাজে। এ যাত্রায় ১২৮ রান গুটিয়ে যায় তারা। দ্বিতীয় দিন শেষে ৩২ রানে ২ উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজ আজ ব্যাট করতে নেমে ডাফি, মিচেল রের দাপুটে বোলিংয়ের সামনে টিকতেই পারেনি।

শেষ ৯৬ রানে ৮ উইকেট হারিয়ে অলআউট হয় তারা। সর্বোচ্চ ৩৫ রান করেন কাভেম হজ। এছাড়া গ্রিভস ২৫ ও ব্রেন্ডন কিং করেন ২২ রান। ৩৮ রানে ৫ উইকেট নেন ডাফি। জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। রের শিকার ৩ উইকেট। ৪৫ রান খরচ করেন এই পেসার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

বিকেলে বসুন্ধরা-মোহামেডান লড়াই, কীভাবে দেখবেন

ক্রীড়া ডেস্ক    
দুই দলের ম্যাচের একটি অংশ। ছবি: সংগৃহীত
দুই দলের ম্যাচের একটি অংশ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ফুটবল লিগে আজ মাঠে গড়াবে একটি হাইভোল্টেজ ম্যাচ। বিকেলে মাঠে নামবে দেশের ফুটবলের দুই জনপ্রিয় ক্লাব বসুন্ধরা এবং মোহামেডান। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত। আইএল টি-টোয়েন্টিতেও আছে একটি ম্যাচ। একনজরে আজকের টিভি সূচি।

ক্রিকেট

ওয়েলিংটন টেস্ট: তৃতীয় দিন

নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ

ভোর ৪টা, সরাসরি

টি স্পোর্টস

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

ভারত-আরব আমিরাত

বেলা ১১টা, সরাসরি

টি স্পোর্টস

আইএল টি-টোয়েন্টি

ডেজার্ট ভাইপার্স-গালফ জায়ান্টস

রাত ৮টা ৩০ মিনিট, সরাসরি

টি স্পোর্টস

ফুটবল

বাংলাদেশ ফুটবল লিগ

বসুন্ধরা-মোহামেডান

বিকেল ৫টা ৩০ মিনিট, সরাসরি

টি স্পোর্টস

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত