
আন্তর্দেশীয় লেনদেন ব্যবস্থা চালু করেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার চারটি দেশ। নতুন এই পদ্ধতি অনুসারে এই চারটি দেশের যেকোনো একটি দেশে কিউআর কোড ব্যবহার করে নিজস্ব মুদ্রায় যেকোনো পণ্যের মূল্য পরিশোধ করতে পারবেন। মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসি নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
দেশ চারটি হলো ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড ও সিঙ্গাপুর। বিশ্লেষকেরা বলছেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশগুলোর দ্বারা বাস্তবায়িত নতুন এই লেনদেন ব্যবস্থা দেশগুলোর মধ্যে আর্থিক একীকরণের বিষয়টিকে আরও গভীর করবে। পাশাপাশি আসিয়ান জোটকেও অর্থনৈতিক সংহতির আরও কাছাকাছি নিয়ে আসবে।
গত বছর আসিয়ানের দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করে। পরে চলতি বছরের মে মাসে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন উল্লিখিত চারটি দেশের সরকারপ্রধানেরা। পরে সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকগুলো একটি অভিন্ন লেনদেন ব্যবস্থা চালুর বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়।
আন্তসীমান্ত এই লেনদেন ব্যবস্থা চালুর মূল উদ্দেশ্য হলো—দেশগুলোর মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, রেমিট্যান্স এবং অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ড আরও সহজ করা এবং আরও বাড়ানো। এ ছাড়া দক্ষিণ-পূর্ব এশিয়ায় একটি আর্থিক ইকোসিস্টেম চালু করা। বিশ্লেষকেরা বলছেন, এই লেনদেন ব্যবস্থা বড় আকারে অর্থনৈতিক ব্যবস্থা চালুর জন্য হলেও এতে করে খুচরা পর্যায়ের ভোক্তারাও অনেক বেশি উপকৃত হবেন।
আন্তসীমান্ত এই লেনদেন ব্যবস্থাকে অনেক বিশ্লেষক আবার এই অঞ্চলে মার্কিন ডলারসহ অন্যান্য বিদেশি মুদ্রার ওপর এই অঞ্চলের দেশগুলোর নির্ভরশীলতা কমানোর গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেও মনে করছেন। এ বিষয়ে ডিপ্লোম্যাট কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাগাজিনের পরামর্শক ও ডিপ্লোম্যাট রিস্ক ইন্টেলিজেন্সের দক্ষিণ-পূর্ব এশিয়া বিশ্লেষক নিকো হান বলেছেন, ‘এর মাধ্যমে এই চারটি দেশ মার্কিন ডলার বা চীনা রেনমিনবিকের (চীনা ইউয়ানকে রেনমিনবিক নামে ডাকা হয়) প্রভাবকে খর্ব করবে।’

আন্তর্দেশীয় লেনদেন ব্যবস্থা চালু করেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার চারটি দেশ। নতুন এই পদ্ধতি অনুসারে এই চারটি দেশের যেকোনো একটি দেশে কিউআর কোড ব্যবহার করে নিজস্ব মুদ্রায় যেকোনো পণ্যের মূল্য পরিশোধ করতে পারবেন। মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসি নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
দেশ চারটি হলো ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড ও সিঙ্গাপুর। বিশ্লেষকেরা বলছেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশগুলোর দ্বারা বাস্তবায়িত নতুন এই লেনদেন ব্যবস্থা দেশগুলোর মধ্যে আর্থিক একীকরণের বিষয়টিকে আরও গভীর করবে। পাশাপাশি আসিয়ান জোটকেও অর্থনৈতিক সংহতির আরও কাছাকাছি নিয়ে আসবে।
গত বছর আসিয়ানের দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করে। পরে চলতি বছরের মে মাসে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন উল্লিখিত চারটি দেশের সরকারপ্রধানেরা। পরে সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকগুলো একটি অভিন্ন লেনদেন ব্যবস্থা চালুর বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়।
আন্তসীমান্ত এই লেনদেন ব্যবস্থা চালুর মূল উদ্দেশ্য হলো—দেশগুলোর মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, রেমিট্যান্স এবং অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ড আরও সহজ করা এবং আরও বাড়ানো। এ ছাড়া দক্ষিণ-পূর্ব এশিয়ায় একটি আর্থিক ইকোসিস্টেম চালু করা। বিশ্লেষকেরা বলছেন, এই লেনদেন ব্যবস্থা বড় আকারে অর্থনৈতিক ব্যবস্থা চালুর জন্য হলেও এতে করে খুচরা পর্যায়ের ভোক্তারাও অনেক বেশি উপকৃত হবেন।
আন্তসীমান্ত এই লেনদেন ব্যবস্থাকে অনেক বিশ্লেষক আবার এই অঞ্চলে মার্কিন ডলারসহ অন্যান্য বিদেশি মুদ্রার ওপর এই অঞ্চলের দেশগুলোর নির্ভরশীলতা কমানোর গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেও মনে করছেন। এ বিষয়ে ডিপ্লোম্যাট কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাগাজিনের পরামর্শক ও ডিপ্লোম্যাট রিস্ক ইন্টেলিজেন্সের দক্ষিণ-পূর্ব এশিয়া বিশ্লেষক নিকো হান বলেছেন, ‘এর মাধ্যমে এই চারটি দেশ মার্কিন ডলার বা চীনা রেনমিনবিকের (চীনা ইউয়ানকে রেনমিনবিক নামে ডাকা হয়) প্রভাবকে খর্ব করবে।’

অর্থনীতির চলমান চাপ এবং রাজস্ব ব্যবস্থার দুর্বলতার কারণে সরকারি খরচ চালাতে আয়ের অন্যতম উৎসে বড় ধরনের টান পড়েছে। এর প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে রাজস্ব আদায়ে। এতে করে অর্থবছরের মাঝপথেই জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বড় ঘাটতির মুখে পড়েছে।
২৪ মিনিট আগে
এক সপ্তাহ না যেতেই আবারও দেশের বাজারে সোনার দামে রেকর্ড হয়েছে। এবার ভরিপ্রতি সোনার দাম সর্বোচ্চ ৪ হাজার ১৯৯ টাকা বাড়ানোর ঘোষণা এসেছে। ফলে ভালো মানের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়াবে প্রায় ২ লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকা। এটিই দেশের বাজারে সোনার ভরির রেকর্ড দাম। সোনার নতুন এই দাম আগামীকাল মঙ্গলবার থেকে সারা দেশ
৩ ঘণ্টা আগে
এখন বিকাশ অ্যাপ থেকে গ্রাহক নিজেই বিকাশ টু ব্যাংক, সেভিংস, মোবাইল রিচার্জ ও পে বিল সেবাসংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন। সম্প্রতি বিকাশ অ্যাপে যুক্ত হয়েছে ‘সেলফ কমপ্লেইন্ট’ (ই-সিএমএস) সেবা। অভিযোগ জানানোর প্রক্রিয়া আরও সহজ, তাৎক্ষণিক ও কার্যকর করতেই এই উদ্যোগ নিয়েছে বিকাশ।
৫ ঘণ্টা আগে
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, আদালতের আদেশ মেনে নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে প্রতিষ্ঠানগুলোর শ্রমিকদের আইনানুগ বকেয়া বেতন ও সার্ভিস বেনিফিট পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৯ ঘণ্টা আগে