বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩

সেকশন

 

ইউটিউব শর্টসের বর্ণনা লিখে দেবে এআই টুল

আপডেট : ২৭ মে ২০২৩, ১৪:৫৫

গুগলের ভিস্যুয়াল ল্যাঙ্গুয়েজ মডেলটির নাম ফ্লামিঙ্গো। ছবি: সংগৃহীত  টিকটককে পাল্লা দিতে ইউটিউবের আনা ‘শর্টস’-এর জনপ্রিয়তাও এখন অনেক। প্রতিদিন শর্টসে আপলোড হচ্ছে লাখ লাখ ভিডিও। আর শর্টসের জনপ্রিয়তা ধরে রাখতে ইউটিউব এতে নিয়মিত বিভিন্ন সুবিধা যুক্ত করছে। শর্টসে সর্বোচ্চ ৬০ সেকেন্ডের ভিডিও তৈরি করা যায়। তবে অনেক নির্মাতাই নিজেদের শর্টসের বর্ণনা লিখতে পারেন না। এই সমস্যার সমাধানে শর্টস ভিডিও নির্মাতাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির টুল চালু করেছে ইউটিউব।

দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, গত বুধবার (২৪ মে) গুগলের এআই বিভাগ ডিপমাইন্ডের একটি ভিস্যুয়াল ল্যাঙ্গুয়েজ মডেল (ভিএলএম) কীভাবে ইউটিউব শর্টসের বর্ণনা লিখতে ব্যবহার করা হচ্ছে তার বিস্তারিত দেখিয়েছে প্রতিষ্ঠানটি। এআই টুলটি ভিডিওর বিষয়বস্তু বুঝে নিজে থেকেই স্বয়ংক্রিয়ভাবে বর্ণনা লিখে দেবে। ফলে নির্মাতারা সহজেই নিজেদের তৈরি ভিডিওতে বর্ণনা যুক্ত করতে পারবেন। গুগলের ভিস্যুয়াল ল্যাঙ্গুয়েজ মডেলটির নাম ফ্লামিঙ্গো।

এক ব্লগপোস্টে গুগল ডিপমাইন্ড জানিয়েছে, ‘শর্টস ভিডিও মাত্র কয়েক মিনিটের মধ্যে তৈরি করা হয় এবং প্রায়ই এতে বিবরণ ও সহায়ক শিরোনাম দেওয়া হয় না। ফলে ভিডিওগুলো খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে।’

এআই টুলটি নির্দিষ্ট ভিডিওর প্রতিটি ফ্রেম আলাদাভাবে পর্যালোচনা করে বিষয়বস্তুর বর্ণনা দ্রুত সংক্ষেপে লিখে দেবে। ফলে ভিডিওর বিষয়বস্তু সম্পর্কে নির্মাতাদের আলাদা করে কোনো তথ্য দিতে হবে না। 

এর আগে ভিডিও নির্মাতাদের জন্য আরেকটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির টুল আনার কথা জানায় ইউটিউব। টুলটির মাধ্যমে ভিডিওতে সহজেই বিভিন্ন ইফেক্ট যুক্ত করার পাশাপাশি সিনেমার মতো এডিটও করা যাবে। ফলে কনটেন্ট নির্মাতাদের আয়ের সুযোগও বাড়বে।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     
     

    ফেসবুকে আসছে ‘মৃত্যুর খবর’, লিংকে ক্লিক করলে হ্যাক হচ্ছে আইডি

    টুইটারকে ভুয়া ছবি, ভিডিও শনাক্তে সহায়তা করবে ব্যবহারকারীরা 

    নিজের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস রাখা যাবে সংগ্রহে

    টুইটারের দাম কমেছে প্রায় ৩ হাজার কোটি ডলার

    অ্যাপল কারাখানায় কর্মী বাড়াতে বোনাসের উদ্যোগ 

    থার্মোমিটারের কাজ করবে গুগল পিক্সেল ৮ প্রো

    জ্যৈষ্ঠের গরমে ভোগান্তি বাড়াচ্ছে লোডশেডিং

    গাজীপুর মেট্রোপলিটন থেকে ব্যাটালিয়নে বদলি মোল্যা নজরুল

    শীতলক্ষ্যায় পড়ে নিরাপত্তা প্রহরী নিখোঁজ

    দক্ষিণখানে পুঁতে রাখা কানাডা প্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক  

    ‘ঘুষ দিয়ে চেয়ারে বসেছি, ফ্রিতে সেবা দিতে আসিনি’ সংবাদ মিথ্যা বলে দাবি সিএমপির