Ajker Patrika

দরিয়েলতনের চার গোলে বসুন্ধরার অনন্য ইতিহাস 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দরিয়েলতনের চার গোলে বসুন্ধরার অনন্য ইতিহাস 

ইতিহাসের হাতছানি। ম্যাচটাকে যত রকমভাবে রোমাঞ্চকর করা যায় তার সবই যেন করলেন বসুন্ধরা কিংস ও শেখ রাসেলের ফুটবলাররা। মাঠে এলেন হাজার হাজার দর্শক, গোলের পর মুখে ‘ব্ল্যাক প্যান্থার’ মুখোশ পরে দরিয়েলতন গোমেজের উদ্‌যাপন আর ম্যাচে ১০ গোলের রোমাঞ্চ। উত্তেজনা ভরা এক ম্যাচ জিতে বাংলাদেশের ফুটবলে অনন্য এক কীর্তি গড়েছে বসুন্ধরা কিংস। 

২০০৭ সালে পেশাদার লিগের যাত্রা শুরু। এই আঙিনায় বসুন্ধরা পা রাখে ২০১৮-১৯ মৌসুমে। অভিষেক মৌসুমেই শিরোপা জিতে নেয় দলটি। করোনাভাইরাসের থাবায় স্থগিত হওয়া ২০১৯-২০ মৌসুম ছাড়া সব মৌসুমেই শিরোপা জেতার অনন্য নজির গড়েছে বসুন্ধরা। বাংলাদেশের প্রথম দল হিসেবে টানা চার শিরোপা জিতে পেছনে ফেলেছে আবাহনী লিমিটেডকে। বসুন্ধরার ইতিহাস গড়া চতুর্থ লিগ শিরোপা নিশ্চিত হয়েছে আজ। কিংস অ্যারেনায় ‘বসুন্ধরা ডার্বি’তে শেখ রাসেলকে ৬-৪ গোলে হারিয়ে শিরোপা উৎসব করেছেন বসুন্ধরার ফুটবলাররা। ম্যাচে একাই ৪ গোল করে দলকে ম্যাচের সঙ্গে শিরোপা জিতিয়েছেন দরিয়েলতন গোমেজ। 

পেশাদার লিগ নামকরণের পর সর্বোচ্চ শিরোপার রেকর্ড (৬ টি) অবশ্য আবাহনীর থাকল। বসুন্ধরা জিতল চারবার। তিনটি শিরোপা আছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। ঢাকা লিগের এক সময়কার পরাশক্তি মোহামেডানের শিরোপা জিততে না পারাটা এখন জাগায় বিস্ময়! 

ঘড়ির কাঁটায় ৭ মিনিট হওয়ার আগেই কিংস অ্যারেনায় খেলা দেখতে আসা হাজার বসুন্ধরা দর্শককে উল্লাসে ভাসান দরিয়েলতন গোমেজ। ম্যাচের ৬ মিনিটে স্বদেশি রবসন রবিনহোর এক রক্ষণ চেরা পাস ধরে রাসেলের ডিফেন্ডারদের ঘোল খাওয়ান দরিয়েলতন। এরপর বাঁ পায়ের শটে দূরবর্তী পোস্টে বল জালে পাঠান এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। 

গোল খেয়েই ম্যাচে ফেরার চেষ্টা শেখ রাসেলের। আক্রমণাত্মক ফুটবলে ২৬ মিনিটে সমতায় ফেরে দলটি। ডান প্রান্ত ধরে কেনেথ ওকেচুকু বক্সে বল পাঠিয়েছিলেন চার্লস দিদিয়েরের উদ্দেশ্যে। দিদিয়ের পা গলাতে ব্যর্থ হলেও ফাঁকায় বল পেয়ে যান সুজন বিশ্বাস। নিকটবর্তী পোস্ট দিয়ে সুজনের ডান পায়ের শট ঝাঁপিয়েও ঠেকাতে পারেননি বসুন্ধরা গোলরক্ষক আনিসুর রহমান জিকো। 

সমতায় ফেরা রাসেলকে ৩৮ মিনিটে চোখ জুড়ানো এক গোলে এগিয়ে নেন দীপক রায়। বক্সের বাইরে থেকে দীপকের ডান পায়ের জোরালো শট ঠেকানোর কোনো উপায়ই জানা ছিল না বসুন্ধরা গোলরক্ষকের। 

বসুন্ধরা শিবির থেকে পাল্টা জবাব আসে দশ মিনিট পরেই। মাত্র দুই মিনিটের ঝড়ে শেখ রাসেলকে ম্যাচ থেকে ছিটকে দেন রবসন রবিনহো ও শেখ মোরসালিন। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে বাঁ পোস্ট থেকে কোনাকুনি শটে বসুন্ধরাকে সমতায় ফেরান রবসন। এর দুই মিনিট পরেই ডি-বক্সের বাইরে থেকে মনে রাখার মতো এক গোলে বসুন্ধরার ব্যবধান ৩-২ করেন শেখ মোরসালিন। ২৫ গজ দূর থেকে মোরসালিনের মাটি কামড়ানো শটে হার মানেন রাসেল গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। 

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান ৪-২ করেন দরিয়েলতন। রবসনের ক্রস থেকে ৫০ মিনিটে ডান পায়ের শটে বল জালে ঠেলেন দরিয়েলতন। দ্বিতীয় গোলের ১৬ মিনিট পরেই এবারের লিগে নিজের প্রথম হ্যাটট্রিক তুলে নেন দরিয়েলতন। বিশ্বনাথ ঘোষের আড়াআড়ি ক্রসে বক্সে আনমার্কড থাকা এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বাকি কাজটুকু সারেন অনায়াসে। 

৬৮ মিনিটে এক গোল শোধ দিয়ে রাসেলকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেছিলেন কেনেথ ওকেচুকু, তাতে লাভ হয়নি। ৭৬ মিনিটে কর্নার থেকে হেডে জাল খুঁজে নেন দরিয়েলতন। তুলে নেন ম্যাচে নিজের চতুর্থ গোল। এই গোল দিয়ে শীর্ষস্থানটা পোক্তও করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এবারের বিপিএল ফুটবলে এখন পর্যন্ত তাঁর গোল হয়ে গেছে ১৮ টি। 

৮৮ মিনিটে স্পট কিক থেকে কেনেথ হারের ব্যবধান কমান। এই গোলেই শেষ হয়েছে ১০ গোলের পাগলাটে এক ম্যাচ। সব মিলিয়ে এই মৌসুমে সর্বোচ্চ গোলেরও রেকর্ড এটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

মাগুরায় বিটিভির মহাপরিচালক ও ট্রাইব্যুনালের প্রসিকিউটর জোহার বাড়িতে অগ্নিসংযোগ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

জিম্বাবুয়ের নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়ক এনগারাভা

ক্রীড়া ডেস্ক    
রিচার্ড এনগারাভা: জিম্বাবুয়ের নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়ক। ছবি: সংগৃহীত
রিচার্ড এনগারাভা: জিম্বাবুয়ের নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়ক। ছবি: সংগৃহীত

ফাস্ট বোলার রিচার্ড এনগারাভাকে জিম্বাবুয়ের নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়ক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শনিবার ডিসেম্বর) হারারেতে জিম্বাবুয়ে ক্রিকেটের (জেডসি) চতুর্থ প্রান্তিক সভার পর নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হয়। দুই সংস্করণেই এনগারাভার ডেপুটির দায়িত্ব পেয়েছেন ২২ বছর বয়সী ব্রায়ান বেনেট। অভিজ্ঞ ক্রেইগ আরভিন অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পরই জিম্বাবুয়ে ক্রিকেট দলের নেতৃত্বে এই পরিবর্তন।

২০১৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত এনগারাভা বর্তমানে ব্লেসিং মুজারাবানির সঙ্গে জিম্বাবুয়ের বোলিং আক্রমণের মূল ভরসা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মাইলফলক ছোঁয়া প্রথম জিম্বাবুইয়ান বোলার তিনি। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—তিন সংস্করণ মিলিয়ে ১৫০টিরও বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা তাঁর।

নতুন অধিনায়ক হিসেবে এনগারাভার নাম ঘোষণা করে জেডসি চেয়ারম্যান তাভেঙ্গা মুকুহলানি বলেন, ‘বছরের পর বছর এনগারাভা খেলোয়াড় ও নেতা হিসেবে অসাধারণ উন্নতি দেখিয়েছে। ড্রেসিংরুমে তার প্রতি সবার সম্মান রয়েছে এবং সব সংস্করণেই সে ধারাবাহিক পারফরম্যান্স দিয়েছে। আমরা বিশ্বাস করি, দলের নতুন অধ্যায়ের নেতৃত্ব দেওয়ার জন্য সে প্রস্তুত।’ তিনি আরও যোগ করেন, ‘সহ অধিনায়ক হিসেবে ব্রায়ানের নিয়োগ তার ক্রিকেটীয় বুদ্ধিমত্তা, পরিপক্বতা ও দীর্ঘমেয়াদি নেতৃত্বগুণের প্রতি আমাদের আস্থার প্রতিফলন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

মাগুরায় বিটিভির মহাপরিচালক ও ট্রাইব্যুনালের প্রসিকিউটর জোহার বাড়িতে অগ্নিসংযোগ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

ওসমান হাদিকে জার্সি উৎসর্গ বিপিএলের দল রাজশাহীর

ক্রীড়া ডেস্ক    
গত বৃহস্পতিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হাদি। ছবি: সংগৃহীত
গত বৃহস্পতিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হাদি। ছবি: সংগৃহীত

দুর্বৃত্তের গুলিতে নিহত ওসমান হাদির স্মরণে জার্সি উৎসর্গ করেছে বাংলাদেশে প্রিমিয়ার লিগের (বিপিএল) দল রাজশাহী ওযারিয়র্স। আজ নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় ফ্র্যাঞ্চাইজিটি বিষয়টি নিশ্চিত করেছে।

গত ১২ ডিসেম্বর গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হাদি। গুরুতর আহত অবস্থায় হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচার শেষে রাতেই তাঁকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে গত সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

হাদির প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার অংশ হিসেবে জার্সি উৎসর্গ করেছে রাজশাহী। পাশাপাশি জার্সি উন্মোচন অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নিয়েছে বিপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজিটি। ফেসবুক পেজে জার্সি উন্মোচন করবে তারা।

হাদির ছবি পোস্ট করে ক্যাপশনে রাজশাহী লিখেছে, ‘ক্ষণজন্মা ওয়ারিয়র্স শহীদ শরিফ ওসমান হাদির নামে জার্সি উৎসর্গ করে, জার্সি উন্মোচন অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। তবে ভক্ত সমর্থকদের প্রত্যাশাকে সম্মান জানিয়ে ২১ ডিসেম্বর ২০২৫ আমাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসমূহে জার্সিটি আনভেল করা হবে।’

আগামী ২৬ ডিসেম্বর শুরু হবে বিপিএলের পরবর্তী পর্ব। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে রাজশাহী। তাদের প্রতিপক্ষ সিলেট স্ট্রাইকার্স। নিলাম থেকে বেশকিছু তারকা ক্রিকেটারকে ভিড়িয়েছে রাজশাহী। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে মাঠ মাতাতে দেখা যাবে মুশফিকুর রহিম, নাজমুল হোসেন, তানজিদ হাসান, আকবর আলী, মোহাম্মদ নওয়াজ, সন্দীপ লামিচেনেদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

মাগুরায় বিটিভির মহাপরিচালক ও ট্রাইব্যুনালের প্রসিকিউটর জোহার বাড়িতে অগ্নিসংযোগ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

ক্রীড়া ডেস্ক    
সতীর্থদের সঙ্গে ক্রিকেট খেলছেন হামজা। ছবি: সংগৃহীত
সতীর্থদের সঙ্গে ক্রিকেট খেলছেন হামজা। ছবি: সংগৃহীত

ইংলিশ ক্লাব লেস্টার সিটির হয়ে খেলার সুবাদে ফুটবল অঙ্গনে হামজা চৌধুরীর বেশ পরিচিত আছে। বিশেষ করে বাংলাদেশি ভক্তদের কাছে তো তিনি এখন সবচেয়ে বড় নাম। তাঁর আগমনে নতুন আশার সঞ্চার হয়েছে এদেশের ফুটবলে। ফুটবল ঘিরে যার পেশা এবং নেশা সেই হামজা চৌধুরী এবার নেমে পড়লেন ব্যাট-বলের খেলায়।

ইংলিশ চ্যাম্পিয়নশিপে আজ বাংলাদেশ সময় রাত ৯টায় কুইন্স পার্ক রেঞ্জার্সের বিপক্ষে মাঠে নামবে লেস্টার। তার আগে দলীয় অনুশীলনে ক্রিকেটে মেতে উঠতে দেখা গেল হামজাকে। সতীর্থদের সঙ্গে ব্যাট-বল হাতে কিছুক্ষণের জন্য ক্রীড়াঙ্গনের আরেক জগতে হারিয়ে যান এই ডিফেন্সিভ মিডফিল্ডার।

হামজার ক্রিকেট খেলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, এক সতীর্থ তাঁকে পাঁচটি বল করেন। প্রথম বলে উড়িয়ে মারতে চাইলেও ঠিকঠাক টাইমিং করতে পারেননি হামজা। দ্বিতীয় বল দারুণ টাইমিং করেন। উড়িয়ে বেশ দূরে বল পাঠান তিনি।

তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে ব্যাটে লাগাতে পারেননি হামজা। টানা তিন বলে হতাশ হয়ে সতীর্থদের মতো এই ফুটবলারও হেসে দেন। ব্যাটিংয়ের পাশাপাশি দলীয় অনুশীলনে বোলিং করতেও দেখা গেছে তাঁকে। ফুটবলের বাইরে গিয়ে মনে রাখার মতো একটি অনুশীলন সেশনই যেন কাটালেন হামজা।

এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে গত মার্চে বাংলাদেশের হয়ে অভিষেক হয় হামজার। এরপর একে একে লাল-সবুজ জার্সিতে সিঙ্গাপুর, হংকংয়ের বিপক্ষে ম্যাচ খেলেছেন তিনি। এশিয়ান কাপ বাছাইপর্বের ফিরতি লেগে গত মাসে জাতীয় স্টেডিয়ামে ভারতকে ১-০ গোলে হারায় বাংলাদেশ। মে ম্যাচেও দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন হামজা। আগামী মার্চে সিঙ্গাপুরের বিপক্ষে দ্বিতীয় পর্বের ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। বাছাইপর্ব থেকে বাদ পড়লেও সে ম্যাচেও মাঠে নামার কথা রয়েছে হামজার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

মাগুরায় বিটিভির মহাপরিচালক ও ট্রাইব্যুনালের প্রসিকিউটর জোহার বাড়িতে অগ্নিসংযোগ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, ১৫: ৫২
দলে জায়গা হয়নি শুবমান গিলের। ছবি: এক্স
দলে জায়গা হয়নি শুবমান গিলের। ছবি: এক্স

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। দলে জায়গা হয়নি আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা শুবমান গিলের। যথারীতি সূর্যকুমার যাদবের নেতৃত্বেই সংক্ষিপ্ত ওভারের বিশ্বকাপ খেলবে ভারত। তাঁর ডেপুটি হিসেবে থাকবেন অক্ষর প্যাটেল।

সবশেষ এশিয়া কাপের আগে টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় গিলকে। কিন্তু ব্যাট হাতে রানখরায় এই সংস্করণের বিশ্বকাপ দলে জায়গা হলো না তাঁর। সবশেষ ১৮ ইনিংসে কোনো ফিফটি করতে পারেননি তারকা ব্যাটার। গিলের পাশাপাশি বাদ পড়েছেন জিতেশ শর্মা। তাঁর বদলি হিসেবে নেওয়া হয়েছে সঞ্জু স্যামসনকে। অভিষেক শর্মার সঙ্গে ওপেনিং করতে দেখা যাবে এই উইকেটরক্ষক ব্যাটারকে।

স্যামসনের সঙ্গে ফেরানো হয়েছে ইশান কিশানকেও। এর আগে সবশেষ ২০২৩ সালের নভেম্বরে ভারতের জার্সিতে খেলেছেন এই তরুণ ব্যাটার। ২৫ মাস পর ফেরানো হলো তাঁকে। সদ্য শেষ হওয়া সৈয়দ মুশতাক আলী ট্রফিতে দারুণ ব্যাটিং করে দলে ফিরলেন কিশান। টুর্নামেন্টের সর্বোচ্চ ৫১৭ রান করেন তিনি।

বোলিং বিভাগে কোনো পরিবর্তন আনেনি ভারত। পেস বিভাগ সামলাবেন জাসপ্রিত বুমরাহ, হর্ষিত রানা ও আর্শদিপ সিং। সঙ্গে থাকছেন কুলদিপ যাদব ও বরুন চক্রবর্তীর মতো তারকা স্পিনার। এছাড়া অলরাউন্ডার ক্যাটাগরিতে প্যাটেল ছাড়াও থাকছেন হার্দিক পান্ডিয়া, শিভম দুবে ও ওয়াশিংটন সুন্দরের মতো পরিচিত মুখ।

লম্বা সময় ধরে ব্যাট হাতে ব্যর্থ হচ্ছেন সূর্য। এরপরও বিশ্বকাপের মতো বড় আসরে তাঁর কাঁধেই নেতৃত্বভার দিয়েছে বিসিসিআইয়ের নির্বাচক প্যানেল। আগামী মাসে নিজেদের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। সে সিরিজেও একই দল নিয়ে খেলবে স্বাগতিকেরা।

ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজন টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ার। প্রথম দিনই যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিকেরা। 'এ' গ্রুপে তাদের বাকি তিন প্রতিপক্ষ নামিবিয়া, নেদারল্যান্ডস ও পাকিস্তান।

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের স্কোয়াড: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ইশান কিশান (উইকেটরক্ষক), বরুণ চক্রবর্তী, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল (সহ–অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, আর্শদীপ সিং, যশপ্রিত বুমরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

মাগুরায় বিটিভির মহাপরিচালক ও ট্রাইব্যুনালের প্রসিকিউটর জোহার বাড়িতে অগ্নিসংযোগ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত