শনিবার, ১০ জুন ২০২৩

সেকশন

 

আশরাফুল মনে করেন, তাঁর টেস্ট ও ওয়ানডে রেকর্ডও ভাঙবেন লিটন

আপডেট : ৩০ মার্চ ২০২৩, ২০:৪৭

লিটন দাস ও মোহাম্মদ আশরাফুল। ছবি: সংগৃহীত বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে মারকুটে ব্যাটারদের তালিকা করলে মোহাম্মদ আশরাফুল নাম ওপরের দিকেই থাকবে। চার-ছক্কায় দর্শকদের মাতিয়ে রাখতে পছন্দ করতেন সাবেক এই ডানহাতি ব্যাটার। বাংলাদেশের ক্রিকেটের রেকর্ড বইয়ে এখনো তাঁর নাম জ্বলজ্বল করছে। 

আশরাফুলের পরের প্রজন্মের ক্রিকেটার লিটন দাস। মাঠে আক্রমনাত্মক ব্যাটিংয়ে প্রায়ই মিল পাওয়া যায় দুজনের মধ্যে। এতদিন টেস্ট ও ওয়ানডে কিংবা টি টোয়েন্টিতে দ্রুততম ফিফটির রেকর্ডের পাশে নাম ছিল শুধু আশরাফুলের। তবে গতকাল চট্টগ্রামে আয়ারনল্যান্ডের বিপক্ষে সিরিজের টি-টোয়েন্টিতে ১৮ বলে ফিফটি করে বাংলাদেশের সাবেক অধিনায়কের ১৬ বছরের পুরোনো একটি রেকর্ড ভেঙে দিয়েছেন ওপেনার-উইকেটরক্ষক লিটন। 

 ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ বলে ফিফটি করে রেকর্ড গড়েন আশরাফুল। যা ওই সময়ের বিশ্ব রেকর্ডই ছিল। আর বাংলাদেশর হয়ে কুড়ি ওভারের ক্রিকেটে দ্রুততম।

লিটনের কাছে নিজের রেকর্ড হারালেও মন খারাপ হয়নি আশরাফুলের। আজ সাংবাদিকদের তিনি বলেছেন, ‘আসলে রেকর্ড হয়ই ভাঙার জন্য। প্রায় ১৬ বছর এই রেকর্ডটা টিকে ছিল। টেস্ট ও ওয়ানডেতে দ্রুততম ফিফটির রেকর্ড এখনও আমার আছে। আমি আশা করি, এই দুটি রেকর্ডও লিটনই ভাঙবে।’ 

লিটনের ব্যাটিং দেখে উচ্ছ্বসিত আশরাফুল আরও বলেন, ‘ও যখন ভালো খেলে তখন দেখতেই মজা লাগে। সে বিশ্বমানের একজন ব্যাটার। আশা করি সে এভাবে ব্যাট করে যাবে।’ 

বাংলাদেশের বদলে যাওয়া আক্রমণাত্মক ব্যাটিং নিয়ে আশরাফুল বলেছেন, ‘অসাধারণ খেলছে। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে আমরা তিনটা ম্যাচ জিতলাম। ওয়ানডেতেও শেয় ম্যাচটা জিতলাম। এখন পর্যন্ত এই বছর দুই ফরম্যাটেই চমৎকার খেলছি আমরা।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    আন্ডারডগ মুচোভার বৈচিত্র্যতাকে ভয় সিয়াতেকের 

    ‘ইনভিন্সিবল আর্সেনালের মতোই ম্যানসিটি’

    ‘মিয়ামিতে ইতিহাস গড়তে যাচ্ছে মেসি’

    ‘ভারতীয় ক্রিকেট বোর্ড বল টেম্পারিং খেয়াল করলই না’ 

    ভেন্যু বদলাচ্ছে না ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের

    মেসির ৯৭ কোটি টাকার বিলাসবহুল বাড়িতে কী কী রয়েছে 

    বরিশাল সিটি নির্বাচন

    ভোট নিয়ে শঙ্কামুক্ত নই: ফয়জুল করিম

    আন্ডারডগ মুচোভার বৈচিত্র্যতাকে ভয় সিয়াতেকের 

    খুলনায় বিএনপির ভাঁওতাবাজি শুনবে না জনগণ: তালুকদার আব্দুল খালেক

    প্রেমিকার বিয়ে হয়ে যাওয়ায় দুধ দিয়ে গোসল যুবকের 

    বিমানবন্দরে ভারতীয় নারীর ট্রলিব্যাগে পাওয়া গেল ১২ কোটি টাকার কোকেন