সোমবার, ২৯ মে ২০২৩

সেকশন

 

সমাজে প্রশ্ন করার, দ্বিমত করার জায়গা থাকতে হবে: ফারুকী

আপডেট : ৩০ মার্চ ২০২৩, ১৬:৩৫

চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী। ছবি: নির্মাতার ফেসবুক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার ও সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে একই আইনে মামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী। এ বিষয়ে আজ ফেসবুকে পোস্ট করেছেন ফারুকী। নির্মাতার ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো। 

ফারুকী লিখেছেন, ‘যে বা যারা প্রথম আলোর সাংবাদিক এবং সম্পাদকের বিরুদ্ধে জিনিসটা মামলা পর্যন্ত নিয়ে গেলেন, জেনে রাখবেন এটা আমাদেরকে আরো অন্ধকারের দিকে নিয়ে গেলো। আমি ঐ খবরটা নিয়ে আলোচনায় আর না যাই। কারন অনেক কথা ইতিমধ্যেই হইছে। শুধু এইটুকু বলি, সংবাদ নিয়ে যে কেউ সংক্ষুব্ধ হইতে পারেন। সেটা ডিল করার অনেক রাস্তাও আছে। সব বাদ দিয়ে যে রাস্তাটা বেছে নেয়া হইলো, এটা দেশের জন্য ভয়ংকর।’ 

ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করার দাবি জানিয়ে ফারুকী লিখেছেন, ‘আর সরকারের পিআর অ্যাংগেল থেকেও যদি বলি, এই রিঅ্যাকশনের মাধ্যমে “চাইল-ডাইল-মাংসের স্বাধীনতা চাই”-শ্লোগানটার মধ্যে আরো কয়েক হাজার গুন বেশী শক্তি ইনজেক্ট করা হইলো। আশা করবো শুভ বুদ্ধির উদয় হবে এবং এই অতি উৎসাহের রাশ টেনে ধরা হবে এবং আবারও বলছি, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করেন! আমি সব সময় এই কথাটা বলি, ভাইয়েরা এবং বোনেরা আমার, আইন করার সময় এই জিনিসটা মাথায় রাখবেন যে আইনটা আপনার বিরুদ্ধে প্রয়োগ হলে আপনার অবস্থাটা কি হবে। মানে আপনি যখন ক্ষমতায় থাকবেন না তখন এই আইন আপনার কাছে কিভাবে ফিরে আসবে, এটা মাথায় রেখে যে আইন করা হয় সেটাই তুলনামূলক উত্তম আইন। কারন মনে রাখবেন “চিরদিন কারো নাহি যায় সমান”! পৃথিবীতে আজীবন থাকে এই রকম কোনো সরকার আসে নাই এখনো। 

ফারুকী আরো লিখেছেন, ‘একটা স্বাস্থ্যকর সমাজে প্রেসের ভুল করার স্বাধীনতা থাকতে হবে যদিও ছবি উলটপালট করা ছাড়া প্রথম আলোর রিপোর্টে ভুলটা কি আমি এখনও বুঝি নাই। রাস্তা ঘাটে মানুষতো বলতেছে, জিনিসপত্রের দাম বাড়াতে তাদের নাভিশ্বাস উঠছে। এমনকি স্বয়ং মন্ত্রীরাও বলছেন, ইউক্রেন যুদ্ধের কারনে দাম বেড়ে গেছে। তো এই কথাটা কেনো এতো কড়া রিঅ্যাকশন ইনভাইট করলো আমি বুঝলাম না। কিন্তু যদি প্রেস ভুলও করে তার রিঅ্যাকশন এইরকম রিপ্রেসিভ হইতে পারে না। কেনো পারেনা সেটা জানতে গুগল করলে এই বিষয়ে অনেক ক্লাসিক লেখা পেয়ে যাবেন। 

সর্বশেষে ফারুকী লিখেছেন, ‘যাই হোক শেষ করি একটা কথা দিয়ে। সমাজে প্রশ্ন করার জায়গা থাকতে হবে। দ্বিমত করার জায়গা থাকতে হবে।’

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     
     

    কিংবদন্তি অভিনেতা জর্জ মাহারিসের মৃত্যু

    সড়ক দুর্ঘটনায় আহত তেলুগু অভিনেতা সর্বানন্দ

    অনুষ্ঠানের দিন বাতিল নচিকেতার কনসার্ট, দর্শকদের বিক্ষোভ

    ‘দ্য কেরালা স্টোরি’ প্রোপাগান্ডা ছাড়া কিছুই না: কমল হাসান

    সিটাডেল সিরিজের শুটিংয়ে সার্বিয়া যাচ্ছেন বরুণ-সামান্থা

    আজ কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরীদির ৭১তম জন্মদিন

    ক্র্যাচ কার্ড দিয়ে প্রতারণা, ১০ যুবক কারাগারে

    চট্টগ্রামে বিএনপির আহ্বায়কসহ ৬০০ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

    ইজিবাইকের নিচে পড়ে শিশু নিহত, গরিব চালকের প্রতি অভিযোগ নেই বাবার

    বিশ্ববাজারে সব জ্বালানির দাম কমেছে, স্থানীয় বাজারেও সমন্বয়ের সময় এসেছে: নসরুল হামিদ

    স্ত্রীকে নির্যাতন ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে যুবক গ্রেপ্তার

    নতুন শিক্ষাক্রমে প্রথম এসএসসি পরীক্ষা ২০২৬ সালে