শুক্রবার, ০২ জুন ২০২৩

সেকশন

 

অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মতো ৩–০ করতে চান সাকিব

আপডেট : ২৯ মার্চ ২০২৩, ১৯:১৮

ওয়ানডের মতো টি-টোয়ে আয়ারল্যান্ডকেও ধবলধোলাই করতে চান সাকিব আল হাসান। সৌজন্য ছবি  ন্টিতেও দাপুটে ক্রিকেটে এক ম্যাচ হাতে রেখেই আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। এতেই তৃপ্ত হচ্ছেন না সাকিব আল হাসান। বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়কের চোখে এখন প্রতিপক্ষকে ধবলধোলাই। 

আজ চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোরলাইন ২–০ করে ফেলার পর সাকিব বলেছেন, ‘যদি ভালো দল হতে চান, যখন অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডে যাবেন, তারা সব সময়ই ৩–০ করতে চায়, যদি তারা ২–০ করে ফেলে। আমরাও সেটাই করার চেষ্টা করব। আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই। হয়তো কিছু নতুন খেলোয়াড়কে চেষ্টা করব (সিরিজের শেষ ম্যাচে)। তবে জয়ের ক্ষুধা একই থাকবে।’ 

আজ দুর্দান্ত এক রেকর্ড নিজের করে নিয়েছেন সাকিব। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে উইকেট নেওয়ার প্রতিযোগিতায় টিম সাউদি আর সাকিবের মধ্যে চলছে ইঁদুর-বিড়াল প্রতিযোগিতা। কখনো সাকিব এগিয়ে যাচ্ছেন, আর কখনো-বা এগোচ্ছেন সাউদি। আজ সাউদিকে ছাড়িয়ে শীর্ষে উঠলেন বাংলাদেশের এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার। সাকিবের উইকেট এখন ১৩৬টি আর সাউদির ১৩৪ উইকেট। ম্যাচে পেয়েছেন ৫ উইকেট, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই নিয়ে দুইবার ম্যাচে ৫ উইকেট পেলেন সাকিব। আজ ম্যাচসেরাও তিনি। 

নিজের কীর্তি নিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিবের প্রতিক্রিয়া হলো পরিমিত, ‘ভালো লাগছে বাংলাদেশি হিসেবে শীর্ষে উঠতে পেরে।’ তবে বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক বেশি খুশি দলের পারফরম্যান্সে, ‘গত কয়েক ম্যাচে আমরা যেভাবে খেলেছি সেটাই আজ পুনরাবৃত্তি করতে চেয়েছে। সেটা ভালোভাবে পেরেছিও। যদি বড় দল হতে চাই, আমাদের মাঠে যেতে হবে এবং প্রথম বল থেকে নিজেদের সেভাবে প্রকাশ করতে হবে।’

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     
     

    মাদ্রিদে আর থাকছেন না বেনজেমা, যাচ্ছেন সৌদিতে

    প্যারিস অধ্যায় শেষ মেসির, জানালেন পিএসজি কোচ

    প্রস্তাবিত বাজেটে খেলায় বেড়েছে ২৭ কোটি

    সাকিবদের সহকারী কোচের লক্ষ্যও বিশ্বকাপ জয়

    প্রথম দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন রশিদ

    ভাগ্যক্রমে সুযোগ পাওয়া আর্জেন্টিনার বিশ্বকাপ শেষ

    দক্ষিণখানে ২৬ লাখ টাকার জন্য স্ত্রীকে হত্যা করে কানাডায় পালান স্বামী: পুলিশ

    মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বাস্তবায়ন সম্ভব নয়: সিপিডি

    গোপালগঞ্জে ধর্ষণের শিকার স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা, মামলার পর আসামি গ্রেপ্তার

    মোহাম্মদপুরে বহুতল ভবনে আগুন 

    ময়মনসিংহে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১০ 

    কানাডাপ্রবাসী নারী হত্যার ঘটনায় মামলা, স্বামীর বাবা-ভাইসহ গ্রেপ্তার ৪