নিত্যনতুন মাইলফলক স্পর্শ করতেই যেন পছন্দ লিওনেল মেসির। আগের ম্যাচে ৮০০-এর মাইলফলক ছুঁয়ে মেসি এবার করেছেন সেঞ্চুরি। এই সেঞ্চুরির রেকর্ডে আর্জেন্টাইনদের মধ্যে তিনিই প্রথম।
মাদ্রি দি সিউদাসেস স্টেডিয়ামে আজ ভোরে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল কুরাকাও। আন্তর্জাতিক ফুটবলে ৯৯ গোল নিয়ে খেলতে নামেন মেসি। ২০ মিনিটে আর্জেন্টিনার হয়ে গোলের উদ্বোধন করে মেসি জিওভানি লো সেলসোর অ্যাসিস্টে ডান পায়ের শটে লক্ষ্য ভেদ করেন মেসি। আর্জেন্টিনার প্রথম ফুটবলার হিসেবে গোলের সেঞ্চুরি করে ফেলেন তিনি।
আর্জেন্টাইন অধিনায়ক শুধু সেঞ্চুরি করেই থেমে থাকেননি, করেছেন হ্যাটট্রিকও। ৩৩ ও ৩৭ মিনিটে গোল ২টি করেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড।
আর্জেন্টিনার হয়ে প্রথম সেঞ্চুরিয়ান হলেও আন্তর্জাতিক ফুটবলে তৃতীয় ফুটবলার হিসেবে সেঞ্চুরি করেছেন মেসি। ১০২ গোল করে আর্জেন্টাইন অধিনায়ক আছেন তিনে। ১০৯ গোল করে দুইয়ে আছেন ইরানের আলি দায়ী। ১২২ গোল করে শীর্ষে আছেন পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো।
আন্তর্জাতিক ফুটবলে যেভাবে মেসির ১০০ গোল:
বিশ্বকাপ: ১৩
বিশ্বকাপ বাছাই: ২৮
আন্তর্জাতিক প্রীতি ম্যাচ: ৪৮
কোপা আমেরিকা: ১৩
আর্জেন্টিনার শীর্ষ পাঁচ গোলদাতা:
লিওনেল মেসি: ১০২
গ্যাব্রিয়েল বাতিস্তুতা: ৫৬
সার্জিও অ্যাগুয়েরো: ৪১
হার্নান ক্রেস্পো: ৩৫
দিয়েগো ম্যারাডোনা: ৩৪
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে