শুক্রবার, ০২ জুন ২০২৩

সেকশন

 

৫১৭ রানের ম্যাচে বিশ্বরেকর্ড গড়া জয় দক্ষিণ আফ্রিকার 

আপডেট : ২৬ মার্চ ২০২৩, ২২:৪৫

অবিশ্বাস্য ম্যাচ জয়ের পর প্রোটিয়াদের উল্লাস। ছবি: এএফপি এমন অবিশ্বাস্য ও অবিস্মরণীয় গল্প লেখা কেবল দক্ষিণ আফ্রিকার পক্ষেই সম্ভব। এতদিন ওয়ানডেতে সর্বোচ্চ রান তাড়া করে জেতার নজির ছিল প্রোটিয়াদের। ২০০৬ সালে জোহানেসবার্গে অস্ট্রলিয়ার ৪৩৪ রান পেরিয়ে গিয়েছিল তারা। এবার সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকা গড়ল আরেক অনন্য রেকর্ড।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড এখন প্রোটিয়াদের দখলে। গতকাল ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ২৫৯ রানের লক্ষ্য ৭ বল ও ৬ উইকেট হাতে রেখে জিতেছে দক্ষিণ আফ্রিকা। ক্রিকেটের তিন সংস্করণে একমাত্র দল হিসেবে সর্বোচ্চ রান তাড়ায় রয়েছে তাদের নাম। ডারবানে ১৯৩৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৬৯৬ রান তাড়া করে ম্যাচ ড্র করেছিল প্রোটিয়ারা।

গতকাল দুই সেঞ্চুরিতে রেকর্ডের বন্যা বইয়েছে সেঞ্চুরিয়নে। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসে হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারে ওপেনার ব্রেন্ডন কিংকে হারালেও উইন্ডিজকে বড় সংগ্রহ এনে দেন কাইল মায়ার্স (৫১) ও জনসন চার্লস। দ্বিতীয় উইকেটে দুজনে গড়েন ৫৮ বলে ১৩৫ রানের জুটি। চার্লস ৩৯ বলে গড়েন সেঞ্চুরি। যা উইন্ডিজের হয়ে দ্রুততম। এর আগের ৪৭ বলে সেঞ্চুরি করে রেকর্ডটি ৭ বছর নিজের দখলে রেখেছিলেন ক্রিস গেইল।

ষষ্ঠ দ্রুততম সেঞ্চুরি ও পঞ্চম দ্রুত ফ্রিফটি পাওয়া চার্লসের ৪৬ বলে ১১৮ রানের ইনিংসটি সাজানো ছিল ১০ চার ও ১১ ছয়ে। নিজেদের ইনিংসে ২২টি ছয় মেরেছে ক্যারিবিয়ানরা। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যৌথ সর্বোচ্চ ছয়ের রেকর্ডও। এর আগের রেকর্ডটি ছিল আফগানিস্তানের। দেরাদুনে ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে সমান ছয় মেরেছিল আফগানরা। লক্ষ্য তাড়া করতে নেমে ১৩টি ছয় মেরেছে প্রোটিয়ারা। চে দুই দল মেরেছে মোট ৩৫ ছয়। যা টি-টোয়েন্টিতে এক ম্যাচে সর্বোচ্চ ছয়ের রেকর্ডও। 

তবে এমন রেকর্ড গড়া ম্যাচেও হেরেছে উইন্ডিজ। ৪৩ বলে সেঞ্চুরি করে প্রোটিয়াদের জয় এনে দেন ওপেনার কুইন্টন ডি কক। ১১০ রানে ফেরার আগে রিজা হ্যান্ডরিকসের সঙ্গে ৬৫ বলে ১৫২ রানের জুটি গড়েন তিনি। এই ম্যাচে মোট রান হয়েছে ৫১৭ রান। যা সব ধরনের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     
     

    মাদ্রিদে আর থাকছেন না বেনজেমা, যাচ্ছেন সৌদিতে

    প্যারিস অধ্যায় শেষ মেসির, জানালেন পিএসজি কোচ

    প্রস্তাবিত বাজেটে খেলায় বেড়েছে ২৭ কোটি

    সাকিবদের সহকারী কোচের লক্ষ্যও বিশ্বকাপ জয়

    প্রথম দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন রশিদ

    ভাগ্যক্রমে সুযোগ পাওয়া আর্জেন্টিনার বিশ্বকাপ শেষ

    শ্যামলীতে বহুতল ভবনে আগুন: নিচে মোবাইল ফোনে আটকা পড়াদের কান্নার আওয়াজ

    কানাডায় সিগারেটই দেবে মৃত্যুর বার্তা

    দক্ষিণখানে ২৬ লাখ টাকার জন্য স্ত্রীকে হত্যা করে কানাডায় পালান স্বামী: পুলিশ

    মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বাস্তবায়ন সম্ভব নয়: সিপিডি

    গোপালগঞ্জে ধর্ষণের শিকার স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা, মামলার পর আসামি গ্রেপ্তার

    মোহাম্মদপুরে বহুতল ভবনে আগুন