শনিবার, ১০ জুন ২০২৩

সেকশন

 

সিরিয়ায় মার্কিন হামলার নিন্দা জানাল ইরান

আপডেট : ২৬ মার্চ ২০২৩, ১৭:৩১

সিরিয়ায় মার্কিন হামলার নিন্দা জানিয়ে ইরানের বিবৃতি। ছবি: এএফপি  সিরিয়ার পূর্বাঞ্চলে ২৪ মার্চ কয়েক দফা বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এতে অন্তত ১৯ জন নিহত হন। ওয়াশিংটন বলছে, ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে এই হামলা চালানো হয়েছে। এ হামলার নিন্দা জানিয়েছে ইরান ও সিরিয়ার সরকার। 

আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরান ও সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার রাতে এক বিবৃতিতে এ হামলার নিন্দা জানায়। 

বিবৃতিতে ইরান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেন, বেসামরিক স্থাপনা লক্ষ্য করে ‘সন্ত্রাসী’ হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র এবং এটি আন্তর্জাতিক আইন ও সিরিয়ার সার্বভৌমত্বের লঙ্ঘন। 

হামলার নিন্দা জানিয়ে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এটি ‘নৃশংস’ হামলা। এটি আঞ্চলিক অখণ্ডতার লঙ্ঘন। 

হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সংঘাত চায় না। তবে আমাদের জনগণকে রক্ষা করতে আমরা প্রস্তুত রয়েছি।’ 

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এক বিবৃতিতে জানায়, ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর ড্রোন হামলায় একজন মার্কিন সামরিক ঠিকাদার নিহত ও অপর একজন আহত এবং আরও পাঁচ মার্কিন সেনা আহত হন। এরই জেরে বিমান হামলা চালানো হয়। 

মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন বলেন, ‘সিরিয়ার পূর্বাঞ্চলে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। সবশেষ হামলার পাশাপাশি সিরিয়ায় জোট বাহিনীর বিরুদ্ধে আইআরজিসির সঙ্গে সম্পৃক্ত গোষ্ঠীগুলোর সাম্প্রতিক আক্রমণের প্রতিক্রিয়া হিসাবে এই বিমান হামলা চালানো হয়েছে।’ 

অস্টিন আরও জানান, প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশনায় আইআরজিসির সঙ্গে সম্পর্কিত গোষ্ঠীগুলোর ব্যবহৃত স্থাপনা লক্ষ্য করে একাধিক বিমান হামলা চালানো হয়েছে।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     
     

    ফ্রান্সে ছুরি হামলার ঘটনায় আলোচনার কেন্দ্রে এখন ‘ব্যাকপ্যাক হিরো’

    ক্যালিফোর্নিয়ায় কেন হিন্দুদের বর্ণপ্রথা বিরোধী আইন করতে হচ্ছে?

    যুবককে রাস্তায় ছুরিকাঘাতে হত্যাচেষ্টা, মায়ের ডাকে সাড়া দিল না কেউ

    অস্ট্রেলীয় এয়ারলাইন্স কান্তাসের পুরুষ কর্মীরা মেকাপের সঙ্গে রাখতে পারবেন লম্বা চুল 

    ইসরায়েলে সন্ত্রাসীদের গুলিতে এক আরব পরিবারের ৫ সদস্য নিহত  

    ডোনাল্ড ট্রাম্প এবার হোয়াইট হাউসের নথি সরানোর মামলায় অভিযুক্ত

    ইন্টারনেট ব্যবহারই ৮৬ শতাংশ তরুণ শিক্ষার্থীর মানসিক সমস্যার কারণ: সমীক্ষা

    ভাত দেওয়ার নাম নাই, কিল মারার গোঁসাই: পরিকল্পনামন্ত্রী

    রায়পুরে ছাত্রলীগের এক পক্ষের আনন্দ মিছিলে আরেক পক্ষের হামলার অভিযোগ

    আত্রাই নদে নিখোঁজের এক দিন পর ভেসে উঠল বৃদ্ধের মরদেহ

    প্রধানমন্ত্রীকে ‘কটূক্তি’ করে ফেসবুকে পোস্ট, প্রতিবাদে শ্রমিক ইউনিয়নের মানববন্ধন