শুক্রবার, ০২ জুন ২০২৩

সেকশন

 

সুহাসিনী তটিনীর দর্শক মাতানোর গল্প

আপডেট : ২৬ মার্চ ২০২৩, ১২:১৮

অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। ছবি: অভিনেত্রীর ফেসবুক সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে হাজির হন বিভিন্ন অবতারে। আজ অফ হোয়াইট শাড়িতে ফেসবুকে বেশ কয়েকটি ছবি শেয়ার করে দ্যুতি ছড়াচ্ছেন তিনি, পাচ্ছেন ভক্তদের প্রশংসা। সাফিয়া সাথির পোশাকে ছবিগুলো তুলেছেন চিত্রগ্রাহক মিলন খান।

অল্প সময়ের ক্যারিয়ারে অভিনয়ে ক্রমেই দর্শকপ্রিয়তা পাচ্ছেন ‘সুহাসিনী’ খ্যাত এই অভিনেত্রী। গত বছর ‘কল্পনা’, ‘সুহাসিনী’, ‘বাঁচিবার হলো তার সাধ’, ‘নিউ মার্কেট’ দিয়ে দর্শকদের দারুণ প্রশংসা কুড়িয়েছেন, জায়গা করে নিয়েছেন তাদের পছন্দের তালিকায়। পরিচালক ভিকি জাহেদের ‘বাঁচিবার হলো তার সাধ’ ও মিজানুর রহমান আরিয়ানের ‘সুহাসিনী’তে দারুণ অভিনয় তাঁকে দর্শকপ্রিয়তা এনে দেয়। নাটক দুটিতে তটিনীর বিপরীতে অভিনয় করেছিলেন আফরান নিশো ও ফারহান আহমেদ জোভান।

ক্যারিয়ারের শুরুটা বিজ্ঞাপন দিয়ে হলেও তটিনীর পূর্ণ মনোযোগ এখন অভিনয়ে। ২০১৯-এ যাত্রা শুরু, এরপর কাজ করেছেন বহু বিজ্ঞাপনে। এরপর সৈয়দ শাওকী পরিচালিত ‘তাকদীর’ ওয়েব ফিল্মে প্রথম অভিনয় করেন। ২০২১ সালে ধারাবাহিক নাটক ‘হাউজ নং ৯৬’–এ রাফা চরিত্র দর্শকমহলে তার দারুণ পরিচিতি এনে দেয়।

অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। ছবি: অভিনেত্রীর ফেসবুক ভালোবাসা দিবসে ‘এই সময়ে কাছে আসার গল্প’ ট্যাগলাইনে ক্লোজআপ নির্মাণ করেছে তিনটি গল্প। এর মধ্যে তটিনী অভিনীত ‘সময় সব জানে’ দর্শকমহলে তুমুল প্রশংসা পেয়েছে। সাকিব ফাহাদের নির্মাণে গল্পের ইরা চরিত্রে অভিনয় করে দর্শকমন জয় করে নিয়েছেন তিনি।

অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। ছবি: অভিনেত্রীর ফেসবুক মানুষের এই ভালোবাসায় তটিনী বলেন, ‘মানুষ কাজটি দেখছে, ইরার প্রশংসা করছে। অনেক ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো সাড়া পাচ্ছি আমি। যাঁরাই কাজটি দেখেছেন, তাঁদের কাছে ভালো লেগেছে বলে জানাচ্ছেন। অভিনয়ের প্রশংসা করছেন অনেকেই, শুনে খুব আনন্দ লাগছে। সবাই ইরাকে নিয়ে কথা বলছেন, এখানেই একজন শিল্পীর সার্থকতা।’

অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। ছবি: অভিনেত্রীর ফেসবুক আসছে ঈদের জন্য তটিনী প্রথমবারের মতো অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্বের বিপরীতে। ‘এসো হাতটা বাড়াও’ শিরোনামের নাটকটি গল্পকার গোলাম সারোয়ার অনিক। পরিচালনা করেছেন মেহেদি হাসান জনি। তটিনী সম্পর্কে অপূর্ব বলেছেন, ‘তটিনীর সঙ্গে এটাই প্রথম কাজ। দেখেও মনে হয়েছে কাজের প্রতি ওর বেশ ভালো লাগা রয়েছে।’

অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। ছবি: অভিনেত্রীর ফেসবুক অপূর্বের সঙ্গে প্রথম অভিনয়ের অভিজ্ঞতায় তটিনী বলেন, ‘অপূর্ব ভাইয়ার সঙ্গে কাজ করা নিয়ে কিছুটা নার্ভাস ছিলাম, আবার চিন্তিতও। যেহেতু আমি নতুন, ঠিকঠাকভাবে কাজটা করতে পারব কি না, তা নিয়ে একটু চিন্তিত ছিলাম! তবে ভাইয়া অনেক বেশি সাপোর্টিভ ছিলেন। সহশিল্পী এমন সাপোর্টিভ হলে কাজ করেও ভালো লাগে। কাজটি করতে পেরে ভালো লেগেছে অনেক।’

অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। ছবি: অভিনেত্রীর ফেসবুক

অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। ছবি: অভিনেত্রীর ফেসবুক

অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। ছবি: অভিনেত্রীর ফেসবুক

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     
     

    বাজেটে আরও বরাদ্দের দাবিতে সমাবেশ ডেকেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট

    সংগীতশিল্পী ঐশীর অন্য রকম হলুদ সন্ধ্যা

    আসছে সালমানের ‘কিসি কা ভাই কিসি কা জান’, যাচ্ছে নিরবের ‘কসাই‍’ 

    আবারও দুই সন্ধ্যায় ঢাকার মঞ্চে ‘রিমান্ড’

    কুমার বিশ্বজিতের জন্মদিন আজ

    রাজের ফেসবুকে ভিডিও ফাঁস: ‘দেশে এসেই’ ব্যবস্থা নেবেন তানজিন তিশা

    শ্যামলীর বহুতল ভবনে আগুন: নিয়ন্ত্রণে ১৩ ইউনিট, উদ্ধার ১৮

    শ্যামলীতে বহুতল ভবনে আগুন: নিচে মোবাইল ফোনে আটকা পড়াদের কান্নার আওয়াজ

    কানাডায় সিগারেটই দেবে মৃত্যুর বার্তা

    দক্ষিণখানে ২৬ লাখ টাকার জন্য স্ত্রীকে হত্যা করে কানাডায় পালান স্বামী: পুলিশ

    মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বাস্তবায়ন সম্ভব নয়: সিপিডি

    গোপালগঞ্জে ধর্ষণের শিকার স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা, মামলার পর আসামি গ্রেপ্তার